ভারতের উপর ছড়ি ঘোরাচ্ছে নিউজিল্যান্ড
২৫ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ পিএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পিএম
ব্যাটে বলে দুর্দান্ত এক দিন পার করল নিউজিল্যান্ড। প্রথমে মিচেল স্যান্টনারের বোলিং নৈপুণ্যে ভারতকে অল্পতেই আটকে পেল পড় লিড। এরপর টম লাথামের ব্যাটে স্বাগতিকদের বিশাল লক্ষ্য ছুড়ে দেওয়া পথে সফরকারী দলটি।
পুনে টেস্টে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৯৮ রান। প্রথম ইনিংসের ১০৩ রানের লিড মিলিয়ে ৩০১ রানে এগিয়ে কিউইরা। ১২ বছর পর দেশের মাঠে সিরিজ হারার শঙ্কায় ভারত।
১ উইকেটে ১৬ রান নিয়ে দিন শুরু করা ভারত পড়ে স্যান্টনারের বোলিং তোপে। তাদের প্রথম ইনিংস শেষ হয় স্রেফ ১৫৬ রানে। ৫৩ রানে একাই ৭ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার স্যান্টনার। অথচ আগের ৪৮ টেস্টে ক্যারিয়ারে ৩ উইকেটের বেশি পাননি কখনও।
ভারতের দ্বিতীয় উইকেট জুটি বিচ্ছিন্ন হয় ৫০ রানে। চোট কাটিয়ে ফেরা শুবমান গিলকে (৭২ বলে ৩০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে উইকেট নেয়ার উৎসব শুরু করেন স্যান্টনার। নিজের পরের ওভারে বিরাট কোজলিকে বোল্ড করে উল্লাসে মাতেন এই বাঁ-হাতি স্পিনার।
সেই উৎসবে যোগ দেন গ্লেন ফিলিপসও। ইয়াসভি জয়সয়ালকে (৩০) স্লিপে ক্যাচ বানান এই অনিয়মিত বোলার। খানিক পর ঋশাব পান্তকে (১৮) বোল্ড করে দেন এই অফস্পিনার। এরপর নিজের টানা ওভারে সরফরাজ খান (১১) ও রবিচন্দ্রন আশ্বিনকেও (৪) সাজঘরে ফেরান স্যানটনার। ১০৩ রানে সপ্তম উইকেট হারায় ভারত।
স্বাগতিকদের পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিরোধ আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। তাকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্যান্টনার। পূরণ করেন ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের কোটা। ৫৬ বলে ৩ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৮ রান আসে জাদেজার ব্যাট থেকে।
পরে আকাশ দিপ ও জাসপ্রিত বুমরাহকেও শিকারে পরিণত করেন স্যান্টনার। ৪৫.৩ ওভারে ১৫৬ রানে গুটিযে যায় ভারত।
নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রান করে নিউজিল্যান্ড। সেখানে ওয়াশিংটন সুন্দর নেন ৫৯ রানে ৭ উইকেট।
জবাবে দ্বিতীয় ইনিংসেও ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণি তোপে পড়েছে নিউজিল্যান্ড। তবে সেই তোপ সামলে দলকে বেশ খানিকটা এগিয়ে নিয়েছেন কিউই দলপতি লাথাম। বেশি সময় টিকতে না পারলেও অধিনায়ককে সঙ্গ দিয়ে যান ডেভন কনওয়ে (১৭), উইল ইয়াং (২৩), ড্যারিল মিচেলরা (১৮)। ছন্দে থাকা রাচিন রবীন্দ্র এবার আউট ৯ রানে। দিনের শেষ ভ্যাটার হিসেবে আউট হন লাথাম। ১৩৩ বলে ১০ চারে ৮৬ রান করে।
দিনের বাকি প্রায় ৯ ওভার গ্লেন ফিলিপসকে (২৯ বলে ৯) নিয়ে কাটিয়ে দেন টম ব্লান্ডেল (৭০ বলে ৩০)।
প্রথম ইনিংসে ৫৯ রানে ৭ উইকেট নেওয়া ওয়াশিংটন এবার এরই মধ্যে ৫৬ রানে শিকার ধরেছেন ৪টি।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্রেফ ৪৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। ম্যাচ হেরেছিল ৮ উইকেটে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২৫৯
ভারত ১ম ইনিংস: ৪৫.৩ ওভারে ১৫৬ (আগের দিন ১৬/১) (জয়সওয়াল ৩০, গিল ৩০, কোহলি ১, পান্ত ১৮, সারফারাজ ১১, জাদেজা ৩৮, অশ্বিন ৪, ওয়াশিংটন ১৮*, আকাশ ৬, বুমরাহ ০; সাউদি ৬-১-১৮-১, ও’রোক ৩-২-৫-০, এজাজ ১১-১-৫৪-০, স্যান্টনার ১৯.৩-১-৫৩-৭, ফিলিপস ৬-০-২৬-২)
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ৫৩ ওভারে ১৯৮/৫ (ল্যাথাম ৮৬, কনওয়ে ১৭, ইয়াং ২৩, রাভিন্দ্রা ৯, মিচেল ১৮, ব্লান্ডেল ৩০*, ফিলিপস ৯*; অশ্বিন ১৭-১-৬৪-১, ওয়াশিংটন ১৯-০-৫৬-৪, জাদেজা ১১-১-৫০-০, বুমরাহ ৬-১-২৫-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন
শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন
টেকসই উন্নয়নের কথা মাথায় রেখেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নীতি করার তাগিদ
লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ্ এর একক সঙ্গীত সন্ধ্যা
বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ও হার্ট ফাউন্ডেশনের কর্মশালা
বাফেদার ৩১তম এজিএম অনুষ্ঠিত
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
হারের বৃত্তে সিটি, নেমে গেল ছয়ে