একই সময়ে ভারতের টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা
২৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ এএম
আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। এর কিছুদিন আগেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুই সংস্করণের জন্যই একই দিনে (শুক্রবার) দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
অস্ট্রেলিয়া সফরের বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের এই ১৮ সদস্যের দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অভিমন্যু ঈশ্বরন, হারশিত রানা ও নীতিশ কুমার। নীতিশ টি-টোয়েন্টি সংস্করণে খেলেছেন। হারশিত ও অভিমন্যু এখনো ভারতের হয়ে কোনো সংস্করণে খেলেননি।
দলে নেই চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা পেসার মোহাম্মদ শামি। কুঁচকির চোটের কারণে নেই স্পিনার কুলদীপ যাদবও। ফিরেছেন পেসার প্রাসিধ কৃষ্ণা।
গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারেননি শামি। অ্যাঙ্কেলের চোটের কারণে অস্ত্রোপচারের পর মাঠে ফেরার পথে লম্বা পুনর্বাসন চলছে তার।
দারুণ ঘরোয়া মৌসুম কাটানোর পুরস্কার পেলেন ইশ্বরন। লাল বলের প্রতিযোগিতা দুলিপ ট্রফিতে তিনি সেঞ্চুরি করেন দুটি (১৫৭*, ১১৬), আরেকটি সেঞ্চুরি করেন ইরানি ট্রফিতে (১৯১)। রাঞ্জি ট্রফিও শুরু করেন তিনি সেঞ্চুরি দিয়ে (১২৭*)। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার প্রথম শ্রেণিতে ৯৯ ম্যাচে ৪৯.৯২ গড়ে ৭ হাজার ৬৩৮ রান করেছেন ২৭টি সেঞ্চুরিতে।
এর আগে ২০২২ সালে বাংলাদেশ সফরে টেস্ট দলে ডাক পেলেও খেলার সুযোগ তিনি পাননি। এবার তার অভিষেকের সম্ভাবনা প্রবল। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় প্রথম দুই টেস্টের একটিতে অনুপস্থিত থাকতে পারেন অধিনায়ক রোহিত শার্মা। সেক্ষেত্রে ইয়াসাসভি জয়সওয়ালের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যেতে পারে ইশ্বরনকে।
২২ বছর বয়সী হার্শিত ৯টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ৩৬ উইকেট। ২১ বছর বয়সী নিতিশ খেলেছেন ২১টি প্রথম শ্রেণির ম্যাচ; ৭০৮ রান করার পাশাপাশি তিনি উইকেট নিয়েছেন ৫৫টি।
একই সময়ে ঘোষিত টি-টোয়েন্টি দলে পরিবর্তন দুটি। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান রমণদীপ সিং ও পেসার বিজয়কুমার বৈশাক।
সবশেষ বাংলাদেশের বিপক্ষে খেলেছিল ভারত। চোটের কারণে সেই দল থেকে বাদ পড়েছেন রিয়ান পরাগ ও মায়াঙ্ক যাদব। বাংলাদেশের সফরের আগে চোটের কারণে ছিটকে যাওয়া অলরাউন্ডার শিবম দুবেও এখনো সুস্থ হতে পারেননি।
অস্ট্রেলিয়া সফরের দলে থাকা কোনো ক্রিকেটারই টি-টোয়েন্টি দলে নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২২ নভেম্বর। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টি-টোয়েন্টি ৮ নভেম্বর।
ভারত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, হারশিত রানা, নীতিশ কুমার, অভিমন্যু ঈশ্বরন।
ভারত টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, তিলক বার্মা, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, রমণদীপ সিং, বিজয়কুমার বৈশাক, আভেশ খান, যশ দয়াল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু