ব্যাটাররা রানে ফিরতে মরিয়া: মার্করাম
২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
প্রথম ম্যাচে ব্যর্থ হলেও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার শীর্ষ ছয় ব্যাটারই রানের জন্য ক্ষুধার্ত বলে জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, ‘খেলোয়াড়দের উপর বিশ্বাস রাখলে তাদের শক্তি এবং বিকল্পের সমর্থন করা হয়। একটি ব্যাটিং ইউনিট হিসাবে আলোচনা হয়েছে, সত্যিই আমাদের শীর্ষ ছয় ব্যাটার অবদান রাখার জন্য ক্ষুধার্ত হয়ে আছে।’
প্রথম টেস্ট ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ঐ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি প্রোটিয়াদের শীর্ষ ছয় ব্যাটার। তবে সাত নম্বরে নামা কাইল ভেরেনির ১১৪ এবং আট নম্বরে ওয়াইন মুল্ডারের ৫৪ রান দলের জয়ের বড় অবদান রাখে।
সপ্তম উইকেট জুটিতে ভেরেনি ও মুল্ডার ১১৯ রান যোগ করলে প্রথম ইনিংসে ৩০৮ রানের পুঁঁজি পায় দক্ষিণ আফ্রিকা। এতে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২০২ রানে এগিয়ে যায় প্রোটিয়ারা। যা টাইগারদের হারাতে বড় ভূমিকা রাখে।
মার্করাম বলেন, ‘আমি মনে করি প্রত্যেক ব্যাটারেরই নিজের শক্তিকে কাজে লাগানোর নিজস্ব উপায় থাকে। আমাদের প্রতিটি বিকল্পের ক্ষেত্রে উইকেট কেমন করে সেটি দেখতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা। কারন ২০১৪ সালে গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে ১৫৩ রানের জয় উপমহাদেশের মাটিতে দক্ষিণ আর্ফ্রিকার সর্বশেষ সাফল্য ছিলো। পাশাপাশি এই জয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দৌড়ে ফিরেছে প্রোটিয়ারা।
দ্বিতীয় টেস্টে জয় পেলে ফাইনালের দৌড়ে আরও শক্তভাবে টিকে থাকবে দক্ষিণ আফ্রিকা। মার্করাম জানান, চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনায় দল চাপে পড়বে না।
মার্করাম বলেন, ‘আমি মনে করি না, এটি আমাদের জন্য চাপ হবে। এটি শুধুমাত্র উত্তেজনাপূর্ণ সুযোগ হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি এভাবেই দেখার চেষ্টা করছি। সম্ভবত এখনও অনেক ম্যাচ জিততে হবে এবং আমাদের এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে। পাঁচ টেস্টে অনেক ক্রিকেট খেলতে হবে। আমরা এখন যেখানে তাতে মোটামুটি ভালো অবস্থায় আছি। আশা করছি সেশন বাই সেশন ও ম্যাচ বাই ম্যাচ খেলতে পারবো। আশা করি আমরা নিজেদের জন্য সুযোগ তৈরি করতে পারবো ও সামনে এগিয়ে যেতে পারবো।’
দশ বছর পর উপমহাদেশের মাটিতে জয় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে দলকে স্বস্তি দিয়েছে বলে মনে করেন মার্করাম। তিনি বলেন, ‘অবশ্যই এটা আমাদের ড্রেসিংরুমে আনন্দের একটা মুহূর্ত হয়ে এসেছে। একটা ভালো দল সব সময় জয়ের ধারাবাহিকতা ধরে রাখার পথ খুঁজে। আশা করি আমরা আরেকটি ভালো পারফরমেন্স করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘আমরা সবসময়ই প্রতিপক্ষকে সমীহ করে থাকি। বিশেষভাবে বাংলাদেশের কন্ডিশনকে। অবশ্যই এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমরা প্রস্তুত আছি এবং ড্রেসিংরুমে নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখতে চাই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বাংলাদেশ নিয়ে কটুক্তি করা বিজেপি নেতা শুভেন্দুকে জুতাপেটা
সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ
শীতের তীব্রতায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ,বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
চিরিরবন্দরে আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা খুশি
‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪’ পেল হংকংয়ে বসবাসরত ১০ বাংলাদেশি নারী
বিডিআর বিদ্রোহ : ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন
মার্কিন সিইও হত্যাকাণ্ড, সামাজিক মাধ্যমে ভুল তথ্যের বিপজ্জনক প্রভাব
গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী