জর্জির ১০০, দ. আফ্রিকার ২০০
২৯ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পিএম
মেহেদি হাসান মিরাজকে দারুণ সুইপে বাউন্ডারি ছাড়া করলেন টনি ডি জর্জি। একই সাথে পৌঁছে গেলেন তিন অঙ্কের জাদুকরী সংখ্যায়। দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহও পেরিয়ে গেল ২০০।
১৪৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করলেন জর্জি। অসাধারন এই স্বাদটাও তিনি পেলেন উপমহাদেশের কঠিন কন্ডিশনে। দক্ষিণ আফ্রিকারও খুব দরকার ছিল এই সেঞ্চুরি, বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পেতে দারুণ সময়ে হেসেছে তার ব্যাট।
৫৪.৩ ওভারে দলীয় ২০০ পূর্ণ হয়েছে দক্ষিণ আফ্রিকার। আর এই সবকিছুই হয়েছে চা বিরতির ঠিক আগের ওভারে। অনিয়তিম বোলার মুমিনুল পরের ওভারে এসে দিয়েছেন ২ রান।
সবশেষ: প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৫৬ ওভারে ২০৫/১। জর্জি ১৫২ বলে ১০১ ও স্টাবস ১৩১ বলে ৬৫ রানে ব্যাট করছেন।
বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা
মধ্যাহ্ন বিরতির পর খেলা হয়েছে ২১ ওভার। এখনও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। রান উঠেছে ৬৬।
সেঞ্চুরির পথে ছুটছেন ওপেনার টনি ডি জর্জি (১৩৪ বলে ৮৬), ফিফটি পূর্ণ করেছেন ট্রিস্টান স্টাবস (১০৭ বলে ৫০)। দ্বিতীয় উইকেটে তাদের জুটি ৩২ ওভারে ১০৬ রানের।
প্রথম সেশন দ. আফ্রিকার
স্বাগিতক বাংলাদেশকে হতাশ করে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৮ ওভারে ১ উইকেটে ১০৯ রান তুলেছে সফরকারী দলটি।
প্রটিয়াদের ৬৯ রানের ওপেনিং জুটি ভাঙেন তাইজুল ইসলাম। প্রথম সেশনে দক্ষিন আফ্রিকার আর বিপদ হতে দেননি টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। দ্বিতীয় উইকেটে তারা ৪০ রান তুলে অবিচ্ছিন্ন আছেন।
ফিফটি থেকে ১ রান দূরে আছেন ডি জর্জি। এই ওপেনার ৪৯ রান করেছেন ৭১ বলে ৪টি চার ও ১ ছক্কায়। স্টাবস অপরাজিত ৪২ বলে ২৩ রানে।
অবশেষে সাফল্যের দেখা
বল হাতে বাংলাদেশকে প্রথম সফলতা এনে দিলেন তাইজুল ইসলাম। তার বলে এগিয়ে এসে হাঁকাতে গিয়ে মিড অনে মুমিনুল হককে ক্যাচ দিলেন আইডেন মার্করাম।
অষ্টাদশ ওভারে প্রথম সফলতার দেখা পেল বাংলাদেশ। ৬৯ রানে প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
প্রটিয়া অধিনায়ক ফিরলেন ৫৫ বলে ২ চারে ৩৩ রান করে। ডি জর্জির (৪৯ বলে ৩২) নতুন সঙ্গী ট্রিস্টান স্টাবস।
বাংলাদেশকে হতাশ করে দ. আফ্রিকার দারুণ শুরু
বাংলাদেশকে হতাশ করে চট্টগ্রামে ভালো শুরু পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে তারা তুলে ফেলেছে পঞ্চাশ রান।
সুযোগ যে বাংলাদেশ পায়নি তা নয়। তবে তা কাজে লাগাতে পারেননি অভিষিক্ত মাহিদুল ইসলাম। ডানে ঝাঁপিয়েও টনি ডি জর্জির ক্যাচ নিতে পানেনি উইকেটকিপার। ম্যাচের সপ্তম ওভারে ডি জর্জির রান তখন ৬।
সবশেষ: দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ১৩ ওভারে ৫৫ রান। ডি জর্জি ৩৫ বলে ২২* ও আইডেন মার্করাম ৪৩ বলে ২৯*।
একাদশে তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে সাদা পোষাকে অভিষেক হচ্ছে উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু মঙ্গলবার বেলা ১০ টায়। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। তবে উইকেট তার কাছে ভালো মনে হচ্ছে। তাই পরে ব্যাটিং করতেও তার আপত্তি নেই।
বাংলাদেশের একাদশে মোট পরিবর্তন ৩টি। চোটের কারণে নেই লিটন দাস ও জাকের আলী। বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। এদের জায়গায় দলে এসেছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান, নাহিদ রানা।
বাংলাদেশের ১০৬তম টেস্ট ক্রিকেটার মাহিদুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩ ম্যাচ খেলে তিন সেঞ্চুরিতে দুই হাজারের কাছাকাছি রান করেছেন ২৫ বছরবয়সী ক্রিকেটার। ব্যাটিং গড় ৩০.৬৯।
দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন দুটি। ম্যাথু ব্রিটস্কি ও ডেন পিটের জায়গায় এসেছেন পেস অলরাউন্ডার ডেন প্যাটারসন ও স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামি।
মিরপুরে প্রথম টেস্ট হেরে যাওয়ায় সিরিজ ড্র করতে হলে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টনি ডি জর্জি, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশাভ মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে জাতীয় সেমিনার
লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত
বাসার আল-আসাদ ও আসমা’র ডিভোর্সের সংবাদ প্রত্যাখ্যান রাশিয়ার
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় মহানগরী জামায়াতের আমিরসহ আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া বিদুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু
রাজশাহীতে ছাত্রীনিবাসে নি¤œমানের খাবার, গভীর রাতে রাস্তায় নেমে ছাত্রীদের বিক্ষোভ
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত
টিকটক-এ ৭ কোটি বারের বেশি দেখা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ ‘প্রেমের বিকাশ’
'সম্মিলিত প্রচেষ্টায় নগরীর যানজট নিরসন করা হবে' ---বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ
অস্তিত্ব সংকটে ট্রাম্প টাওয়ারসহ ৩৫ বিলাসবহুল ভবন
রাজশাহী সীমান্তে গভীর রাতে বিএসএফের দফায় দফায় গুলি বর্ষন
আজীবন সন্মাননা পাচ্ছেন আবদুল হাদি-খুরশিদ আলম
প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে আগামীকাল ২৪ ডিসেম্বর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু: যাত্রীদের মাঝে ব্যপক সাড়া
বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পায় ত্রিপুরা, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
লক্ষ্মীপুরে দুই নারীকে পিটুনি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত
বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের
বাতিল হলো মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প