শুরুতেই নড়বড়ে বাংলাদেশ
৩০ অক্টোবর ২০২৪, ০৪:৪১ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৪১ পিএম
যে উইকেটে রানের উৎসব করেছে দক্ষিণ আফ্রিকা সেখানে উইকেট বিলিয়ে আসার প্রতিযোগিতা শুরু করেছে বাংলাদেশ। ৫ ওভার না পেরুতেই দুই উইকেট নেই হয়ে গেছে স্বাগতিকদের।
প্রথম ওভারে সাদমানকে হারানো দল পঞ্চম ওভারে হারাল জাকির হাসানকে। দুজনই রাবাদার শিকার। দুজনই ক্যাচ দিয়েছেন উইকেটে পিছনে। ২১ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
সবশেষ: বাংলাদেশ প্রথম ইনিংস ২৫/২। মাহদুল হাসান জয়ের (১৯ বলে ৬*) নতুন সঙ্গী মুমিনুল হক।
প্রথম ওভারেই আউট সাদমান
দক্ষিণ আফ্রিকার বিশাল রানের সামনে দরকার ছিল ভালো শুরু। কিন্তু সেই সুযোগ তৈরি করতে পারলেন না সাদমান ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে খোঁচা মেরে কট বিহাইন্ড হয়ে ফিরলেন এই ওপেনার।
তিনে নেমেছেন জাকির হাসান। ১০ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।
মুল্ডারের সেঞ্চুরির পরই ইনিংস ঘোষণা
তাইজুল ইসলামকে ছক্কায় উড়িয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন উইয়ান মুল্ডার। বাংলাদেশের ঘাড়ে বিশাল রানের বোঝা চাপিয়ে সাথে সাথে ইনিংস ঘোষণা করল দক্ষিণ আফ্রিকাও।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ৬ উইকেটে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।
১৫০ বলে ১০৫ রানে অপরাজিত থেকেছেন মুল্ডার। টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের পর মুল্ডারও একই ম্যাচে পেলেন ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ।
এর আগে এক ম্যাচে তিনজনের ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পাওয়ার ঘটনা ঘটেছে একবার। ১৯৪৮ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের গ্যারি গোমেজ, রবার্ট ক্রিশ্চিয়ানি ও ক্লায়েড ওয়ালকট।
৮টি চার ও ৪টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন মুল্ডার। তার সঙ্গী সেনুরান মুথুসামি অপরাজিত থেকেছেন ৭৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭০ রানে। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন এই জুটি থেকে আসে ১৮৬ বলে ১৫০ রান।
মুল্ডার-মুতুসামি জুটিও ১০০ ছাড়াল
প্রথম সেশনটা বাংলাদেশ বলার মতো কিছু করেছিল তাইজুল ইসলামের কল্যাণে। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে উইকেটের দেখা পেয়েছিলেন নাহিদ রানা। এরপর দ্বিতীয় সেশনে আর উইকেটের দেখা নেই। ইতোমধ্যে শতরানের জুটিতে বাংলাদেশের হতাশা বাড়াচ্ছেন উইয়ান মুল্ডার ও সেনুরান মুতুসামি।
১১৫ বলে ৭৮ রানে ব্যাট করছেন মুল্ডার, ৫৪ বলে ৪৭ রানে মুতুসামি। দুজনে মিলে ছক্কা মেরেছেন ৫টি। সপ্তম উইকেটে ২১ ওভারে ১০২ রানের জুটি গড়েছেন এই দুজন।
১৩৫ ওভারে ৬ উইকেটে ৫২৭ রান নিয়ে চা বিরতিতে দক্ষিণ আফ্রিকা।
বেদির পাশে তাইজুল
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের অর্জন তিন উইকেট। তিনটিই নিয়েছেন তাইজুল ইসলাম। আর এর মধ্য দিয়ে কিংবদন্তি বাঁহাতি স্পিনার বিষেন সিং বেদির পাশে বসলেন তাইজুল।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে পাঁচ ও ম্যাচ ৮ উইকেট নেওয়া তাইজুল চট্টগ্রামে এখন পর্যন্ত দক্ষিন আফ্রিকার পাঁচ উইকেটই নিয়েছেন তিনি। ক্যারিয়ারে এটি তার ১৪তম পাঁচ উইকেট শিকার।
যাকে অনেকেই মনে করেন সর্বকালের সেরা বাঁহাতি স্পিনার, সেই বেদিও টেস্টে ১৪বার ৫ উইকেট নিয়েছিলেন।
তবে বেদির যেখানে ১৪ বার ৫ উইকেট নিয়েছিলেন ৬৭ টেস্টে। সেখানে তাইজুল তাকে এখানে ছুঁয়ে ফেললেন ৪৯তম টেস্টেই।
টেস্ট ইতিহাসে বাঁহাতি স্পিনে তাদের চেয়ে বেশি ৫ উইকেট নিতে পেরেছে আর চারজন। ৩৪ বার নিয়ে সবার ওপরে রাঙ্গানা হেরাথ, ২০ বার ড্যানিয়েল ভেটোরি। এরপরই আছেন সাকিব আল হাসান (১৯ বার)। বাঁহাতি স্পিনের আরেক গ্রেট ডেরেক আন্ডারউড এই স্বাদ পেয়েছেন ১৭ বার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও সাকিবের পর দ্বিতীয় বোলার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল (৫২*)। এই মাঠে সাকিবের শিকার ৬৮ উইকেট।
তাইজুলের তোপেই ২ উইকেটে ৩৮৬ থেকে মুহূর্তেই স্কোরবোর্ড হয়ে যায় ৫ উইকেট ৩৯১।
প্রথম সেশনে আর অবশ্য উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ৪১৩ রান স্কোরবোর্ডে তুলে ফেলেছে তাঁরা।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। রান হয়েছে ১০৬। বাংলাদেশ উইকেট নিয়েছে ৩টি। দক্ষিণ আফ্রিকা ওভারপ্রতি রান তুলেছে ৩.৬৬ করে।
টানা তিন ওভারে তাইজুলের তিন শিকার
প্রথম ঘণ্টা উইকেটহীন থাকার পর নিজের টানা তিন ওভারে তিনটি শিকার ধরলেন তাইজুল ইসলাম। হঠাৎ করে চাপে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকাও।
লং অফ দিয়ে তাইজুলকে বিশাল ছক্কা হাঁকানোর পরের বলেই বোল্ড হয়ে যান আগের দিনের অপরাজিত ব্যাটার বেডিংহ্যাম। ৭৮ বলে ৫৯ রান এসেছে তার ব্যাট থেকে।
নিজের পরের ওভারের শেষ বলে সবচেয়ে বড় বাধা ডি জর্জিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ইনিংসকে ১৭৭ রানে নিয়ে গিয়ে থেমেছেন। ২৬৯ বলের ইনিংসটি সাজিয়েছেন ১২টি চার ও ৪ ছক্কায়।
নিজের টানা তৃতীয় ওভারে তাইজুলের শিকার কাইল ভেরেইনা। এই মিডলঅর্ডারও এলবিডব্লিউ থেকে বাঁচেননি রিভিউ নিয়ে।
২ উইকেটে ৩৮৬ থেকে মুহূর্তেই স্কোরবোর্ড হয়ে যায় ৫ উইকেট ৩৯১।
আগের দিনের দুটি উইকেটও নিয়েছিলেন তাইজুল। ম্যাচে ৫ উইকেট হয়ে গেল তার। সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।
ডি জর্জিকে থামানো যায়নি, বিশাল সংগ্রহের পথে দ. আফ্রিকা
আগের দিন যেখানে শুরু করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করেছেন টনি ডি জর্জি। দেড়শ’ পেরিয়ে ছুটছেন এই ওপেনার। বাংলাদেশকে হতাশ করে বিশাল সংগহের পথে রয়েছে দক্ষিণ আফ্রিকাও।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের পানি পানের বিরতি পর্যন্ত বাংলাদেশের কেটেছে উইকেটহীন। দক্ষিন আফ্রিকার সংগ্রহ ৯৬ ওভারে ২ উইকেটে ৩৬৬ রান।
২৫৬ বলে ১৬৬ রানে ব্যাট করছেন ডি জর্জি, ৭০ বলে ৫০ রানে ডেভিড বেডিংহ্যাম। ৭ ম্যাচের ক্যারিয়ারে ডানহাতি ব্যাটার বেডিংহ্যামের তৃতীয় ফিফটি এটি।
৮১ ওভারে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দিন শুরু করে প্রটিয়ারা। ১৪১ রানে ছিলেন ডি জর্জি, ১৮ রানে বেডিংহ্যাম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে : প্রধান উপদেষ্টাকে ভলকার টুর্ক
'মেয়ের জন্য হলেও নতুন করে সংসার বাঁধতে চায় বাঁধন'
আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে: আমিনুল হক
ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো
ইসলাম দেশ ও মানবতাবিরোধী কোন চক্রান্ত মেনে নেয়া হবে -পীর সাহেব চরমোনাই
বেশিরভাগ ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না হওয়ায় মানুষ আইনি সুফল থেকে বঞ্চিত
‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে’
কুষ্টিয়ায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নামাজে জামাতের সময় কাতার সোজা করা প্রসঙ্গে?
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইসলামী ব্যাংকের ১০০ কোটি টাকা লোকসান
আন্তজেলা অটো চার্জার ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক!
টেকনাফে দেশীয় এলজি এবং ৪ রাউন্ড গুলিস উদ্ধার, ৩ রোহিঙ্গা আটক
দোয়ারাবাজারে কৃষক লীগের যুগ্ম আহবায়ক মিন্টু গ্রেফতার
উত্তরায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেফতার ১৪
পিবিআইয়ের তদন্তে রাবেয়া হত্যার রহস্য উন্মোচিত, গ্রেপ্তার ৩
হুমকির প্রতিবাদে নন্দন পার্কের অংশীদারদের সংবাদ সম্মেলন
ফ্যাসিবাদ আ.লীগ সরকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে : রফিকুল ইসলাম
সকাল-বিকেল ৪ ঘণ্টা ট্রাফিকের দায়িত্বে থাকবে প্রশিক্ষিত ছাত্ররা : উপদেষ্টা আসিফ মাহমুদ
আধুনিক বিশ্ব বৈষম্য ও অপরাধের সংজ্ঞা নির্ধারণেই ব্যর্থতার পরিচয় দিয়েছে - খেলাফত আন্দোলন