৩২ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের
৩০ অক্টোবর ২০২৪, ০৪:৫১ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৫১ পিএম
যে উইকেটে রানের উৎসব করেছে দক্ষিণ আফ্রিকা সেখানে উইকেট বিলিয়ে আসার প্রতিযোগিতা শুরু করেছে বাংলাদেশ। ৭ ওভার না পেরুতেই ৪ উইকেট নেই হয়ে গেছে স্বাগতিকদের।
প্রথম ওভারে সাদমানকে হারানো দল পঞ্চম ওভারে হারাল জাকির হাসানকে। দুজনই রাবাদার শিকার। দুজনই ক্যাচ দিয়েছেন উইকেটে পিছনে।
২১ রানে দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশ পরের ওভারে হারায় মাহমুদুল হাসান জয়কে (২১ বলে ১০)। ডেন পিটারসরে বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। পরের ওভারে কেশব মহারাজের বলে বোল্ড হয়েছেন নাইটওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদ (৭ বলে ২)। ৩২ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের।
সবশেষ: বাংলাদেশ প্রথম ইনিংস ৮ ওভারে ৩৪/৪। মুমিনুল হকের (৯ বলে ৬*) নতুন সঙ্গী দলপতি নাজমুল হোসেন শান্ত।
প্রথম ওভারেই আউট সাদমান
দক্ষিণ আফ্রিকার বিশাল রানের সামনে দরকার ছিল ভালো শুরু। কিন্তু সেই সুযোগ তৈরি করতে পারলেন না সাদমান ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে খোঁচা মেরে কট বিহাইন্ড হয়ে ফিরলেন এই ওপেনার।
তিনে নেমেছেন জাকির হাসান। ১০ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।
মুল্ডারের সেঞ্চুরির পরই ইনিংস ঘোষণা
তাইজুল ইসলামকে ছক্কায় উড়িয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন উইয়ান মুল্ডার। বাংলাদেশের ঘাড়ে বিশাল রানের বোঝা চাপিয়ে সাথে সাথে ইনিংস ঘোষণা করল দক্ষিণ আফ্রিকাও।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ৬ উইকেটে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।
১৫০ বলে ১০৫ রানে অপরাজিত থেকেছেন মুল্ডার। টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের পর মুল্ডারও একই ম্যাচে পেলেন ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ।
এর আগে এক ম্যাচে তিনজনের ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পাওয়ার ঘটনা ঘটেছে একবার। ১৯৪৮ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের গ্যারি গোমেজ, রবার্ট ক্রিশ্চিয়ানি ও ক্লায়েড ওয়ালকট।
৮টি চার ও ৪টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন মুল্ডার। তার সঙ্গী সেনুরান মুথুসামি অপরাজিত থেকেছেন ৭৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭০ রানে। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন এই জুটি থেকে আসে ১৮৬ বলে ১৫০ রান।
মুল্ডার-মুতুসামি জুটিও ১০০ ছাড়াল
প্রথম সেশনটা বাংলাদেশ বলার মতো কিছু করেছিল তাইজুল ইসলামের কল্যাণে। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে উইকেটের দেখা পেয়েছিলেন নাহিদ রানা। এরপর দ্বিতীয় সেশনে আর উইকেটের দেখা নেই। ইতোমধ্যে শতরানের জুটিতে বাংলাদেশের হতাশা বাড়াচ্ছেন উইয়ান মুল্ডার ও সেনুরান মুতুসামি।
১১৫ বলে ৭৮ রানে ব্যাট করছেন মুল্ডার, ৫৪ বলে ৪৭ রানে মুতুসামি। দুজনে মিলে ছক্কা মেরেছেন ৫টি। সপ্তম উইকেটে ২১ ওভারে ১০২ রানের জুটি গড়েছেন এই দুজন।
১৩৫ ওভারে ৬ উইকেটে ৫২৭ রান নিয়ে চা বিরতিতে দক্ষিণ আফ্রিকা।
বেদির পাশে তাইজুল
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের অর্জন তিন উইকেট। তিনটিই নিয়েছেন তাইজুল ইসলাম। আর এর মধ্য দিয়ে কিংবদন্তি বাঁহাতি স্পিনার বিষেন সিং বেদির পাশে বসলেন তাইজুল।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে পাঁচ ও ম্যাচ ৮ উইকেট নেওয়া তাইজুল চট্টগ্রামে এখন পর্যন্ত দক্ষিন আফ্রিকার পাঁচ উইকেটই নিয়েছেন তিনি। ক্যারিয়ারে এটি তার ১৪তম পাঁচ উইকেট শিকার।
যাকে অনেকেই মনে করেন সর্বকালের সেরা বাঁহাতি স্পিনার, সেই বেদিও টেস্টে ১৪বার ৫ উইকেট নিয়েছিলেন।
তবে বেদির যেখানে ১৪ বার ৫ উইকেট নিয়েছিলেন ৬৭ টেস্টে। সেখানে তাইজুল তাকে এখানে ছুঁয়ে ফেললেন ৪৯তম টেস্টেই।
টেস্ট ইতিহাসে বাঁহাতি স্পিনে তাদের চেয়ে বেশি ৫ উইকেট নিতে পেরেছে আর চারজন। ৩৪ বার নিয়ে সবার ওপরে রাঙ্গানা হেরাথ, ২০ বার ড্যানিয়েল ভেটোরি। এরপরই আছেন সাকিব আল হাসান (১৯ বার)। বাঁহাতি স্পিনের আরেক গ্রেট ডেরেক আন্ডারউড এই স্বাদ পেয়েছেন ১৭ বার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও সাকিবের পর দ্বিতীয় বোলার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল (৫২*)। এই মাঠে সাকিবের শিকার ৬৮ উইকেট।
তাইজুলের তোপেই ২ উইকেটে ৩৮৬ থেকে মুহূর্তেই স্কোরবোর্ড হয়ে যায় ৫ উইকেট ৩৯১।
প্রথম সেশনে আর অবশ্য উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ৪১৩ রান স্কোরবোর্ডে তুলে ফেলেছে তাঁরা।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। রান হয়েছে ১০৬। বাংলাদেশ উইকেট নিয়েছে ৩টি। দক্ষিণ আফ্রিকা ওভারপ্রতি রান তুলেছে ৩.৬৬ করে।
টানা তিন ওভারে তাইজুলের তিন শিকার
প্রথম ঘণ্টা উইকেটহীন থাকার পর নিজের টানা তিন ওভারে তিনটি শিকার ধরলেন তাইজুল ইসলাম। হঠাৎ করে চাপে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকাও।
লং অফ দিয়ে তাইজুলকে বিশাল ছক্কা হাঁকানোর পরের বলেই বোল্ড হয়ে যান আগের দিনের অপরাজিত ব্যাটার বেডিংহ্যাম। ৭৮ বলে ৫৯ রান এসেছে তার ব্যাট থেকে।
নিজের পরের ওভারের শেষ বলে সবচেয়ে বড় বাধা ডি জর্জিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ইনিংসকে ১৭৭ রানে নিয়ে গিয়ে থেমেছেন। ২৬৯ বলের ইনিংসটি সাজিয়েছেন ১২টি চার ও ৪ ছক্কায়।
নিজের টানা তৃতীয় ওভারে তাইজুলের শিকার কাইল ভেরেইনা। এই মিডলঅর্ডারও এলবিডব্লিউ থেকে বাঁচেননি রিভিউ নিয়ে।
২ উইকেটে ৩৮৬ থেকে মুহূর্তেই স্কোরবোর্ড হয়ে যায় ৫ উইকেট ৩৯১।
আগের দিনের দুটি উইকেটও নিয়েছিলেন তাইজুল। ম্যাচে ৫ উইকেট হয়ে গেল তার। সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।
ডি জর্জিকে থামানো যায়নি, বিশাল সংগ্রহের পথে দ. আফ্রিকা
আগের দিন যেখানে শুরু করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করেছেন টনি ডি জর্জি। দেড়শ’ পেরিয়ে ছুটছেন এই ওপেনার। বাংলাদেশকে হতাশ করে বিশাল সংগহের পথে রয়েছে দক্ষিণ আফ্রিকাও।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের পানি পানের বিরতি পর্যন্ত বাংলাদেশের কেটেছে উইকেটহীন। দক্ষিন আফ্রিকার সংগ্রহ ৯৬ ওভারে ২ উইকেটে ৩৬৬ রান।
২৫৬ বলে ১৬৬ রানে ব্যাট করছেন ডি জর্জি, ৭০ বলে ৫০ রানে ডেভিড বেডিংহ্যাম। ৭ ম্যাচের ক্যারিয়ারে ডানহাতি ব্যাটার বেডিংহ্যামের তৃতীয় ফিফটি এটি।
৮১ ওভারে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দিন শুরু করে প্রটিয়ারা। ১৪১ রানে ছিলেন ডি জর্জি, ১৮ রানে বেডিংহ্যাম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার
দুই দিনের রিমান্ড শেষে নোয়াখালী-৪ সাবেক এমপি একরামুল কারাগারে
নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
চৌগাছায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগ বন্ধ, বিপাকে গ্রাহকরা
ভূয়া মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে রাষ্ট্রের টাকার অপচয় করেছে আওয়ামী সরকার- বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামীম
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার চক্রান্ত রুখে দিতে হবে -ইসলামী আইনজীবী পরিষদ
ঐক্যবদ্ধ্য ভাবে চাঁদাবাজির মূল উৎসগুলো উৎপাটন করতে হবে ..সোনারগাঁওয়ে এস এম ওয়ালিউর রহমান আপেল
কেনাকাটা করতে গিয়ে বিপত্তি, খোদ ফরাসি রাষ্ট্রদূতের মোবাইল চুরি চাঁদনি চকে!
‘ছাত্র-জনতা দুস্কৃতিকারী’ বলার পুরস্কার সদর দফতরের অতিরিক্ত আইজিপি!
কেমন শিক্ষাঙ্গন চায় জানতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়
পালিয়ে বিয়ে করে হয়রানির শিকার হয়েছিলেন কোক স্টুডিও তারকা
ব্রাহ্মণপাড়ায় সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
ইসরাইলকে জব্দ করতে সামরিক বাজেট ৩ গুন বাড়াচ্ছে ইরান
ইবির চারুকলা বিভাগের নতুন সভাপতি ড. কামরুল
৫ আগষ্ট আওয়ামী লীগের পতন তাদের দোসররা এখনো ঘাপটি মেরে আছে তাই সজাগ থাকতে হবে - বাদশা
শেরপুরে সেনাবাহিনী-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের যৌথ অভিযানে ২ নারী গ্রেপ্তার গাঁজা-ইয়াবাসহ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার
পরিকল্পিতভাবে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যার অভিযোগ করলেন মাসুদ সাঈদী
সোনাইমুড়ীতে জামায়াতের ইউনিয়ন কর্মী সম্মেলন