অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা
৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পিএম
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার তালিকায় তৃতীয়স্থানে উঠেছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বোলারদের তালিকায় দীর্ঘ সাড়ে ছয় বছর পর শীর্ষে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।
ছেলেদের ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংস ১৩ রানে আউট হন মিরাজ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ¦লে উঠেন তিনি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে আউট হন মিরাজ। সপ্তম উইকেটে অভিষিক্ত জাকের আলির সাথে ১৩৮ রানের জুটি গড়েছিলেন তিনি। এতে ইনিংস ব্যবধানে হারের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। তারপরও ৭ উইকেটে ম্যাচ হেরে যায় টাইগাররা।
এছাড়া ঐ টেস্টে বল হাতে ৭৬ রানে ২ উইকেট নিয়েছিলেন মিরাজ। অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ২৯৪ রেটিং নিয়ে তৃতীয়স্থানে উঠেছেন তিনি। শীর্ষ দু’টিস্থানে আছেন যথাক্রমে- ভারতের রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন । জাদেজার ৪৩৪ ও অশ্বিনের আছে ৩১৫ রেটিং।
ব্যাটিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। ৯ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে উঠেছেন তিনি। তবে বোলিং তালিকায় দুই ধাপ পিছিয়ে ২১তমস্থানে নেমে গেছেন মিরাজ।
মিরাজের মত ৯ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়ের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩০ ও ৪০ রান করেছিলেন জয়। বর্তমানে ৭৫ নম্বরে আছেন জয়।
টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সবার ওপরে ২৬তমস্থানে আছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে ২৬ রানে ৩ এবং ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রাবাদা। এই পারফরমেন্সের সুবাদে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৮৬০ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন রাবাদা। সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে নিউল্যান্ডসে ভারতের বিপক্ষে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত টেস্ট র্যাংকিয়ের শীর্ষে উঠেছিলেন রাবাদা। এরপর এক বছর শীর্ষস্থান ধরে রাখেন তিনি।
শীর্ষে উঠার ফেরার পথে ভারতের অশি^ন, জসপ্রিত বুমরাহ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে পেছনে ফেলেন রাবাদা।
বোলারদের তালিকায় বাংলাদেশের পক্ষে সবার ওপরে আছেন স্পিনার তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সুবাদে ৩ ধাপ এগিয়ে ১৮তমস্থানে জায়গা করে নিয়েছেন তাইজুল।
রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৯ উইকেট নেন পাকিস্তানের স্পিনার নোমান আলি। ৮ ধাপ এগিয়ে নবমস্থানে উঠেছেন তিনি। প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন নোমান।
এছাড়া ভারতের বিপক্ষে পুনে টেস্টে ১৩ উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। ৩০ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠেছেন তিনি। ২০১৭ সালে ক্যারিয়ার সেরা ৩৯তমস্থানে উঠেছিলেন স্যান্টনার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে : প্রধান উপদেষ্টাকে ভলকার টুর্ক
'মেয়ের জন্য হলেও নতুন করে সংসার বাঁধতে চায় বাঁধন'
আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে: আমিনুল হক
ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো
ইসলাম দেশ ও মানবতাবিরোধী কোন চক্রান্ত মেনে নেয়া হবে -পীর সাহেব চরমোনাই
বেশিরভাগ ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না হওয়ায় মানুষ আইনি সুফল থেকে বঞ্চিত
‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে’
কুষ্টিয়ায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নামাজে জামাতের সময় কাতার সোজা করা প্রসঙ্গে?
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইসলামী ব্যাংকের ১০০ কোটি টাকা লোকসান
আন্তজেলা অটো চার্জার ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক!
টেকনাফে দেশীয় এলজি এবং ৪ রাউন্ড গুলিস উদ্ধার, ৩ রোহিঙ্গা আটক
দোয়ারাবাজারে কৃষক লীগের যুগ্ম আহবায়ক মিন্টু গ্রেফতার
উত্তরায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেফতার ১৪
পিবিআইয়ের তদন্তে রাবেয়া হত্যার রহস্য উন্মোচিত, গ্রেপ্তার ৩
হুমকির প্রতিবাদে নন্দন পার্কের অংশীদারদের সংবাদ সম্মেলন
ফ্যাসিবাদ আ.লীগ সরকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে : রফিকুল ইসলাম
সকাল-বিকেল ৪ ঘণ্টা ট্রাফিকের দায়িত্বে থাকবে প্রশিক্ষিত ছাত্ররা : উপদেষ্টা আসিফ মাহমুদ
আধুনিক বিশ্ব বৈষম্য ও অপরাধের সংজ্ঞা নির্ধারণেই ব্যর্থতার পরিচয় দিয়েছে - খেলাফত আন্দোলন