লুইস ছক্কার ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড
০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
আদিল রাশিদের ফুল লেংথ বল উড়িয়ে মারলেন এভিন লুইস। ছক্কা হচ্ছে ভেবে চিৎকার করে উঠলেন দর্শকেরা। একটু পরই সব নীরব। লুইস যে ধরা পড়েছেন সীমানায়! ছক্কা হলেই তার সেঞ্চুরি পূর্ণ হতো। থামতে হলো ঠিক ছয় রান দূরেই। তবে ইংলিশ ক্রিকেটারদের আনন্দও খুব স্বতস্ফূর্ত হলো না। আউট হওয়ার আগেই যে তা-ব চালিয়ে ম্যাচের ফয়সালা করে ফেলেছেন লুইস! ৫ চার ও ৮ ছক্কায় ৬৯ বলে ৯৪। দলের লক্ষ্যের প্রায় ৬০ শতাংশ রান একাই করে ফেললেন লুইস। এরপর আর ম্যাচে থাকে কী! চার অভিষিক্ত আর সব মিলিয়ে অনভিজ্ঞ দল নিয়ে নামা ইংল্যান্ড পাত্তাই পেল না। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের জয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
লুইসের ব্যাট উত্তাল হলেও ম্যাচের সেরা গুডাকেশ মোটি। চার উইকেট নেওয়ার পাশাপাশি দুটি ক্যাচও নেন বাঁহাতি এই স্পিনার। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় গতকাল সকালে শেষ হওয়া ম্যাচে ৪৫.১ ওভারে ২০৯ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। ক্যারিবিয়ানদের রান তাড়ায় ১৫ ওভারে ৮১ রান তোলার পর বৃিষ্টতে বন্ধ থাকে খেলা। পরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে লক্ষ্য নির্ধারিত হয় ৩৫ ওভারে ১৫৭। সেই ঠিকানায় পৌঁছে যায় তারা ৫৫ বল বাকি রেখেই।
তিন বছরেরও বেশি সময় পর ওয়ানডে ক্রিকেটে ফিরে পাঁচ দিন আগে শ্রীলঙ্কায় ৬১ বলে সেঞ্চুরি করেছেন লুইস। এরপর এই ইনিংস খেলে ৩২ বছর বয়সী ব্যাটসম্যান যেন বুঝিয়ে দিলেন, সব পুষিয়ে দিতে প্রস্তুত তিনি। রান তাড়ায় চতুর্থ ওভারে জন টার্নারকে ছক্কা মেরে শুরু হয় লুইসের ছুটে চলা। এরপর তিনি এগোতে থাকেন ইংলিশ বোলিং গুঁড়িয়ে। বৃষ্টির আগে-পরে মিলিয়ে উদ্বোধনী জুটিতে আসে ১১৮ রান। ম্যাচ মূলত শেষ ওখানেই। তবে উইকেট কেমন ছিল, সেটি বোঝা যাবে লুইসের সঙ্গী ব্রান্ডন কিংয়ের ব্যাটিংয়ে। কিং নিজেও যথেষ্ট আগ্রাসী ব্যাটসম্যান, কিন্তু তার ৩০ রান আসে ৫৬ বল খেলে।কেসি কার্টিকে নিয়ে এরপর ম্যাচ শেষ করে ফেরেন ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ।
এর আগে ব্যাটিংয়ে নেমে মোটি-জোসেফদের বোলিংয়ে এরপর নিয়মিত উইকেট হারায় ইংল্যান্ড। কারান ফেরেন ৩৭ রান করে। ইংলিশদের শেষ ৬ উইকেটের পতন হয় ¯্রফে ৪৪ রানের মধ্যেই। আজ সিরিজের পরের ম্যাচ হবে একই মাঠে ।
জিশান-সাইফউদ্দিন ঝড়ে শুভসূচনা বাংলাদেশের
নামই যখন ছক্কা দিয়ে, সেখানে ছক্কার বৃষ্টি না ঝরালে কি আর টুর্নামেন্ট জমে। ওমানের বিপক্ষে ঝড়ো ব্যাটিং করেছেন বাংলাদেশের তরুণ তারকা জিশান আলম ও অভিজ্ঞ অলরাউন্ডার সাইফউদ্দিন। তাদের দানবীয় ব্যাটিংয়ে হংকং সিক্সেসে শুভসূচনা করেছে বাংলাদেশ। ক্রিকেট হলেও হংকং সিক্সেস আসলে আন্তর্জাতিক অঙ্গনের মতো নয়। প্রতি দলে থাকে ছয়জন খেলোয়াড়। খেলাও হয় ছয় ওভারে। সেখানে ওমানের বিপক্ষে ৩৪ রানে জিতেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ১৪৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান।
অধিনায়ক ইয়াসির আলীর সঙ্গে ওপেনিংয়ে নেমে ছক্কার ফুলঝুড়ি ছোটান তরুণ ওপেনার জিশান। ৪৫৮.৩৩ স্ট্রাইক রেটে ১২ বলে করেন ৫৫ রান। একটি চারের সঙ্গে ৮টি ছক্কায় সাজান এই ওপেনার। এরপর টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অবসরে যেতে হয় তাকে। সব উইকেট পড়ে গেলেই কেবল আবার নামতে পারতেন। জিশান মাঠ ছাড়ার পর উইকেটে আসেন অলরাউন্ডার সাইফউদ্দিন। জিশানের মতো ঠিক ১২ বলে ৪৫৮.৩৩ স্ট্রাইক রেটে করেন ৫৫ রান। তবে নিজের ইনিংসটি একটু ভিন্নভাবে। ৩টি চারের সঙ্গে মারেন ৭টি ছক্কা। ৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৬ করে অপরাজিত থাকেন ইয়াসির।
লক্ষ্য তাড়ায় নেমে আগ্রাসী হতে পারেননি ওমানের কেউই। নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। ব্যাটিংয়ের পর বল হাতেও ভালো করেছেন জিশান। নিজের ওভারে ১২ রানের খরচায় নিয়েছেন ২টি উইকেট। দুই ওভার বল করে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট পান সাইফউদ্দিন। ওমানের হয়ে বিনায়াক শুকলা ২৯ ও হাসনাইন শাহ ২৪ রান করেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড