ব্যবস্থা নেয় না বিপিএলও!
০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
কয়েকটি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা পরিপালন করে না বলে অভিযোগ করেছেন সংস্থাটির এক সাবেক কর্মকর্তা। আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটে সাত বছর তদন্ত সমন্বয়কের কাজ করা এই কর্মকর্তার নাম স্টিভ রিচার্ডসন। গত বছর আইসিসি থেকে বিদায় নেওয়া রিচার্ডসন জানান, কয়েকটি টি-টোয়েন্টি লিগের আয়োজক কর্তৃপক্ষ এবং কিছু ফ্রাঞ্চাইজিমালিকের দুর্নীতি নিয়ে আইসিসি চিন্তিত।
বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ঘিরে চলা দুর্নীর্তির প্রসার নিয়ে এক প্রতিবেদনের সূত্রে রিচার্ডসনের সঙ্গে কথা বলেছে দ্য টেলিগ্রাফ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, বাংলাদেশের বিপিএলে গত দুই বছরে ৩০টির বেশি দুর্নীর্তির অভিযোগ উঠলেও কাউকে নিষিদ্ধ করা হয়নি। এমনকি অনেকে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত খেলাও চালিয়ে যান।
টেলিগ্রাফের ‘কীভাবে ক্রিকেট নিজেকেই খেয়েছে’ শিরোনামের বিশেষ প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে চলা বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ও লিজেন্ডস লিগে দুর্নীতির অভিযোগ আছে। প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিষয়ে বলা হয়, অন্য অনেক লিগের মতো বিপিএলও দুর্নীতিবিরোধী কার্যক্রমের জন্য আইসিসিকে তালিকাভূক্ত করেনি। এই কাজটি স্বল্প খরচে তারা নিজেরাই করে। বিপিএল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয় না উল্লেখ করে প্রতিবেদনে লেখা হয়, ‘সর্বশেষ দুই বছরের বিপিএলে ৩০টির বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু একজনও নিষিদ্ধ হয়নি। প্রায়ই দুর্নীর্তির অভিযুক্তরা প্রমাণ হওয়ার আগপর্যন্ত বছরের পর বছর খেলায়ও থেকে যান।’ এ বিষয়ে সংশ্লিষ্ট এক ব্যক্তি টেলিগ্রাফকে বলেন, ‘অভিযোগ জানাতে অনেক খেলোয়াড়ই ভয় পান। প্রথম কারণ, তাঁদের পারিশ্রমিক না-ও দেওয়া হতে পারে, দ্বিতীয় কারণ তারা নিজেদের অনিরাপদ বোধ করতে পারেন। তারা তখনই জানান, যখন সরাসরি অ্যাপ্রোচ করা হয়। কিন্তু শুধু সন্দেহের ওপর খুব কমই বলেন।’ এই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।
২০২৩ সাল পর্যন্ত আইসিসি দুর্নীতিবিরোধী ইউনিটে তদন্ত সমন্বয়ক হিসেবে কাজ করা রিচার্ডসন বলেন, ফ্রাঞ্চাইজিগুলোর নিজেদের মতো করে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার ঝুঁকি আছে, ‘যখন ছোট ফ্রাঞ্চাইজি লিগ নিজস্ব ইভেন্ট কাভার করে, তখন ঝুঁকি হচ্ছে, এর মাধ্যমে দুর্নীতিবিরোধী বিধান কি ততটা শক্তিশালী হয়ে ওঠে? আইসিসি থেকে বিচ্ছিন্ন হয়ে, তাদের সঙ্গে অভিজ্ঞতা ও তথ্যের জন্য যোগাযোগ না করে একজন দুর্নীতিবিরোধী কর্মকর্তা মাঠে থাকলেই লিগকে সর্বোত্তমভাবে রক্ষা করা যায় না। এর মধ্যে অনেক কিছুই আছে।’
বর্তমানে স্পোর্টস ইন্টেগ্রিটি কনসালটেন্ট হিসেবে কাজ করা রিচার্ডসন জানান, আইসিসিতে দায়িত্বে থাকা অবস্থায় কিছু ফ্রাঞ্চাইজির ভূমিকা নিয়ে সব সময়ই চিন্তিত ছিলেন তিনি। দুর্নীতিরোধে বোর্ডগুলোর সজগ দৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে সব সময়ই দুর্নীতিবাজরা তৎপর হওয়ার চেষ্টা করেন। এর অর্থ এই নয় যে সব লীগে দুর্নীতিবাজরা কাজ করছেন। তাঁদের মধ্যে কেউ কেউ ভালো উদ্দেশ্যের মানুষ, যাঁরা হয়তো বুঝতেই পারছেন না যে তারা কী করছেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আগামী মৌসুমে নেইমারের গন্তব্য কোথায়?
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ আমোরি
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে