৮ বলের ঝড়ে এলোমেলো ভারত
০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
নিউজিল্যান্ড সিরিজ জিতেছে আগেই। সেদিক থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টটি শুধুই নিয়মরক্ষার। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতের জন্য এই নিয়মরক্ষার ম্যাচটির গুরুত্বই অনেক। গুরুত্বপূর্ণ সেই টেস্টের প্রথম দিন শেষ বিকেলের ভুলে এলোমেলো হয়ে গেছে ভারত। রিভার্স সুইপের চেষ্টায় বোল্ড জয়স্বী জয়সওয়াল। ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে প্রথম বলেই আউট মোহাম্মদ সিরাজ। চমৎকার শটে চার মারার পরের বলেই রান আউট ভিরাট কোহলি। ৮ বলের মধ্যে নেই ৩ উইকেট! রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে আড়াইশর নিচে আটকে দিলেও, শেষ বিকেলের ওই ঝড়ে বিপাকে এখন ভারত।
গতকাল মুম্বাইয়ে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন দুই দল মিলিয়ে পতন হয়েছে ১৪ উইকেটের। একটা পর্যায়ে ৩ উইকেটে ১৫৯ থেকে ব্যাটিং ধসে ২৩৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৭৬ রানে হারায় তারা শেষ ৭ উইকেট। জবাবে ১ উইকেটে ৭৮ থেকে ভারতের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৮৪। আর কোনো উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করে তারা ৮৬ রান নিয়ে। এখনও ৪৯ রানে পিছিয়ে আছে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামা রোহিত শার্মার দল।
ওয়াংখেড়েতে তীব্র গরমের প্রথম দিনেই উইকেট থেকে বেশ টার্ন পেয়েছেন স্পিনাররা। দুই স্পিন অলরাউন্ডার জাদেজা ও ওয়াশিংটন মিলে নিয়েছেন ৯ উইকেট। বাঁহাতি স্পিনে টানা ২২ ওভারের স্পেলে জাদেজার শিকার ৬৫ রানে ৫টি, অফ স্পিনে ওয়াশিংটন ৮১ রানে নিয়েছেন ৪টি। শেষ বেলায় পরপর দুই বলে দুটি উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। ব্যাটিংয়ে উইল ইয়াং ও ড্যারিল মিচেল ছাড়া নিউজিল্যান্ডের আর কেউ উল্লেখ করার মতো কিছু করতে পারেননি। ১২৯ বলে ৩টি করে চার ও ছক্কায় ৮২ রান করেন মিচেল। ৪টি চার ও ২টি ছক্কায় ১৩৮ বলে ৭১ রান করেন ইয়াং।
দলের ২৫ রানে রোহিত শর্মাকে শুরুতে হারানোর পর বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন জয়সওয়াল ও শুবমান গিল। গড়েন ৫৩ রানের জুটি। তবে এজাজ প্যাটেলের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যক্তিগত ৩০ রানে বোল্ড হন জয়সওয়াল, দলের রান তখন ৭৮। নাইটওয়াচম্যান হিসেবে উইকেটে আসা সিরাজ আউট হন মুখোমুখি হওয়া প্রথম বলেই। এরপর দিনের শেষ ওভারে পাগলাটে এক সিদ্ধান্তে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন কোহলি। ৩১ রানে অপরাজিত আছেন গিল, অপরাজিত আরেক ব্যাটসম্যান ঋষভ পন্ত উইকেটে আছেন ১ রান নিয়ে।
১৮ রানে আউট হওয়া রোহিত টেস্টে অনেক দিন ধরেই ছন্দহীন। এদিনের আগে সর্বশেষ ৮ ইনিংসে রোহিতের ফিফটি মাত্র ১টি। সেটি এসেছিল এই সিরিজের প্রথম টেস্টে। এর মধ্যে ২০ রানের নিচে আউট হয়েছেন ৬ বার। ভারতের ইনিংসের ৪ উইকেটের ২টি নিয়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল, ১টি উইকেট পেসার ম্যাট হেনরির। প্রথম দিনের শেষ সেশনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৮টি।
পুনে টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ২৫৯ রান। এই রান তুলেই প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১০৩ রানের লিড পেয়েছিল। তবে মুম্বাইয়ের উইকেট পুনের মতো ততটা বোলিং-সহায়ক নয়। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ৩০০ রানের চেয়ে কিছুটা বেশি। এরপরও প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের ২৩৫ রানকেই যথেষ্ট সংগ্রহ মনে হচ্ছে। সেটা অবশ্য ভারতীয় ব্যাটসম্যানদের ‘সৌজন্যেই’!
নিউজিল্যান্ডের সামনে অবশ্য বড় সংগ্রহ দাঁড় করানোর সুযোগ ছিল। ৭২ রানে প্রথম ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে ড্যারিল মিচেল ও উইল ইয়াংয়ের ৮৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। তবে শেষ ৭ উইকেট আবার হারায় ৭৬ রানে। মিচেলের ৮২ ও ইয়াংয়ের ৭১ রানের ইনিংস ছাড়া তেমন কিছু করতে পারেননি আর কোনো কিউই ব্যাটসম্যান। ছয়জন আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা।
সর্বশেষ টেস্টে ১৩ উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর পেয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন পেসার আকাশ দীপ। ১৪ ওভার বোলিং করে কোনো উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন। ভারতের বিপক্ষে টেস্টের কোনো ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়েছে অথচ অশ্বিন উইকেট পাননি, এমন ঘটনা এবারই প্রথম।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৬৫.৪ ওভারে ২৩৫ (মিচেল ৮২, ইয়াং ৭১; জাদেজা ৫/৬৫, সুন্দর ৪/৮১)। ভারত ১ম ইনিংস : ১৯ ওভারে ৮৬/৪ (জয়সওয়াল ৩০, গিল ৩১*; প্যাটেল ২/৩৩, হেনরি ১/১৫)। প্রথম দিন শেষে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আগামী মৌসুমে নেইমারের গন্তব্য কোথায়?
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ আমোরি
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে