১৫ উইকেটের দিনে এগিয়ে ভারত
০২ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
মুম্বাই টেস্টে দ্বিতীয় দিনেও ছড়ি ঘোরালেন স্পিনাররা। ব্যাটারদের জন্য উইকেট কঠিন হলেও রানও এসেছে ঢের। রিশাভ পান্ত ও শুবমান গিলের ফিফটির পর ওয়াশিংটন সুন্দরের ক্যামিওতে লিড পায় ভারত। পরে রবিচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিন জুটিতে নিউজিল্যান্ডকে কাবু করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ভারত।
সিরিজের তৃতীয় টেস্টে ওয়াংখেড়েতে প্রথম দিন পড়েছিল ১৪ উইকেট। দ্বিতীয় দিন পতন হয়েছে ১৫টি। সব মিলিয়ে এ দিন রান হয়েছে ৩৪৮।
এই মাঠে টেস্টের প্রথম দুই দিনে এত (২৯) উইকেট আগে কখনও পড়েনি। ২০০০ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দুই দিনের ২৫ উইকেট ছিল আগের সর্বোচ্চ।
৪ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শুরু করে ভারত। নিজেদের প্রথম ইনিংসে মোট ২৬৩ রান করে অলআউট হয় রোহিত শর্মার দল। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হওয়ায় নিজেদের প্রথম ইনিংস শেষে ভারত ২৮ রানের লিড পায়। পরে ৯ উইকেটে ১৭১ রানে দিন শেষ করে নিউজিল্যান্ড। ১ উইকেট হাতে নিয়ে সফরকারী দলটি ১৪৩ রানে এগিয়ে।
৭ চার ও এক ছক্কায় ১৪৬ বলে ৯০ রানের ইনিংস খেলেন গিল। কিপার-ব্যাটসম্যান পান্ত ৫৯ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬০ রান। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ রানে অপরাজিত রয়ে যান ওয়াশিংটন।
দ্বিতীয় দিনের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলাদের উপর চড়াও হন আগের দিন ১ রান করা ঋসভ পান্ত। ৩৬ বলে টেস্ট ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি।
অর্ধশতকের পর সাবধানে খেলতে গিয়ে নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধির বলে এলবিডব্লিউ হন পান্ত। ৮টি চার ও ২টি ছক্কায় ৫৯ বলে ৬০ রান করেন তিনি। পঞ্চম উইকেটে শুভমান গিলের সাথে ৯৬ রানের জুটি গড়েন পান্ত।
৩১ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন ৪৫ রানে জীবন পান গিল। জীবন পেয়ে টেস্টে সপ্তম হাফ-সেঞ্চুরি করেন তিনি। ইনিংস বড় করে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন গিল। কিন্তু ৭টি চার ও ১টি ছক্কায় ১৪৬ বলে ৯০ রানে নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেলের শিকার হন তিনি।
দলীয় ২২৭ রানে অষ্টম ব্যাটার হিসেবে গিল আউট হবার পর ভারতকে লিড এনে দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ৪টি চার ও ২টি ছক্কায় সুন্দরের ৩৬ বলে অপরাজিত ৩৮ রানের সুবাদে ২৬৩ রানের সংগ্রহ পায় ভারত।
৫ উইকেট নিয়ে ভারতের লিড বড় হতে দেননি বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। ২০২১ সালে ওয়াংখেড়েতে ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। নিজের জন্ম শহরের এই মাঠে তার টেস্ট উইকেট হলো ১৯টি। ভারতে নির্দিষ্ট একটি মাঠে সফরকারী বোলার হিসেবে যা দ্বিতীয় সর্বোচ্চ। ওয়াংখেড়েতেই ২২ উইকেট নিয়ে চূড়ায় আছে ইংলিশ গ্রেট ইয়ান বোথাম।
ভারতের প্রথম ইনিংসে শেষ ব্যাটার হিসেবে আকাশ দীপের আউটের মাধ্যমে এক অনাকাঙ্খিত ‘কীর্তি’ গড়েছে ভারত। এই সিরিজে ভারতীয় ক্রিকেটারদের শূন্য রানে ফেরার ১৩তম ঘটনা এটি। তিন বা এর কম টেস্টের সিরিজে যা তাদের সর্বোচ্চ। ১৯৭৪ সালে ইংল্যান্ডের মাটিতে সিরিজে তাদের ১২ ‘ডাক’ ছিল আগের সর্বোচ্চ।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে কিছুটা লড়াই করতে পেরেছেন উইল ইয়াং। তিনে নেমে তিনি আউট হন অষ্টম ব্যাটার হিসেবে ১০০ বলে ব্যাক্তিগত ৫১ রানে। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি ডেভন কনওয়ে (৪৭ বলে ২২), ড্যারিল মিচেল (৪৪ বলে ২১) ও গ্লেন ফিলিপস (১৪ বলে ২৬)। সর্বোচ্চ ৫০ রানের জুটি পায় চতুর্থ উইকেট।
প্রথম ইনিংসে ২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে ৫০ রানের জুটিতে নিউজিল্যান্ডকে চাপমুক্ত করেন উইল ইয়ং ও ড্যারিল মিচেল। দলীয় ৯৪ রানে মিচেল আউট হবার পর ব্যাটিং ধস নামে নিউজিল্যান্ড ইনিংসে। ৭৭ রানে ৬ উইকেট হারায় তারা। দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৯ উইকেটে ১৭১ রান।
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জাদেজার সামনে আরেকবার সেই স্বাদ পাওয়ার হাতছানি। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তার শিকার ৪টি, অশ্বিন নিয়েছেন ৩টি।
তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে থাকা ভারত তৃতীয় দিন শুরু করবে অনেকটা এগিয়ে থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৩৫
ভারত ১ম ইনিংস: (আগের দিন ৮৬/৪) ৫৯.৪ ওভারে ২৬৩ (গিল ৯০, পান্ত ৪৫, জাদেজা ১৪, সারফারাজ ০, ওয়াশিংটন ৩৮*, অশ্বিন ৬, আকাশ ০; হেনরি ৮-১-২৬-১, ও’রোক ২-১-৫-০, এজাজ ২১.৪-৩-১০৩-৫, ফিলিপস ২০-০-৮৪-১, রাভিন্দ্রা ১-০-৮-০, সোধি ৭-০-৩৬-১)
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৪৩.৩ ওভারে ১৭১/৯ (ল্যাথাম ১, কনওয়ে ২২, ইয়াং ৫১, রাভিন্দ্রা ৪, মিচেল ২১, ব্লান্ডেল ৪, ফিলিপস ২৬, সোধি ৮, হেনরি ১০, এজাজ ৭*; আকাশ ৫-০-১০-১, ওয়াশিংটন ১০-০-৩০-১, অশ্বিন ১৬-০-৬৩-৩, জাদেজা ১২.৩-২-৫২-৪)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যবিপ্রবিতে ১০ কর্মকর্তা ও কর্মচারীকে আ’লীগের দোসর আখ্যায়িত করে অপসারণের দাবিতে স্মারকলিপি
দেশজুড়ে অপুষ্টি প্রতিরোধে সাজেদা ফাউন্ডেশনের সাথে আইএসডি’র অংশীদারিত্ব
সংখ্যানুপাতিক নির্বাচন, সংসদের মেয়াদ কমিয়ে ফ্যাসিবাদ নির্মূল করতে হবে- নোয়াখালীতে নুরুল হক নুর
মসজিদে একাকী নামাজ পড়ার সময় দ্বিতীয় জামাত শুরু হলে করণীয় প্রসঙ্গে?
ডোনাল্ড ট্রামই হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!
উ. কোরীয় সেনারা কি পারবে যুদ্ধের গতিপথ বদলে দিতে
‘কোনো আপস করবেন না মোদি’
ইসরাইলের সঙ্গে ফের বাণিজ্য চালুর সম্ভাবনা নাকচ তুরস্কের
রক্তমাখা বিছানা পরিষ্কাররত গর্ভবতীর ভিডিও ভাইরাল
বিএনপি অপরাজনীতি পছন্দ করেনা - শামীম তালুকদার
সুইং স্টেটে ভোট চাইতে ট্রাম্প ও কমলার কথার লড়াই
লেবাননে মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইলি বাহিনী
সস্তা শ্রমের অভিবাসী ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র হবে অচল
আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের গোলাম হয়ে থাকতে চাই : টুকু
এক ঘণ্টা পিছিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা যুক্তরাষ্ট্রে
ইসরাইলে পাল্টা হামলার নির্দেশ খামেনির
সোনাইমুড়ীতে পাঁচবাড়িয়া মডার্ন ড্রিম ভিলেজের আত্মপ্রকাশ
ইরাকি মিলিশিয়াদের সহায়তা নিতে পারে ইরান, সর্বোচ্চ প্রস্তুতিতে ইসরাইল
যুক্তরাষ্ট্রে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান
শিশুর পা কামড়ে বিতর্কে বাইডেন