১৫ উইকেটের দিনটি ভারতের
০৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম
মুম্বাইয়ে আরেকটি উত্তপ্ত দিন, আবারও স্পিনারদের আধিপত্য। মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনেও বল হাতে আলো ছড়ালেন দুই দলের স্পিনাররা। ব্যাটিং দুরূহ উইকেটে রানও অবশ্য কম হলো না। ঋষভ পন্তের ঝড়ো ফিফটি, শুবমান গিলের নব্বই ছোঁয়া ইনিংস, ওয়াশিংটন সুন্দরের ক্যামিওতে মূল্যবান লিডের পর রভিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্রা জাদেজার দারুণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে গেল ভারত। ওয়াংখেড়েতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন ১৪ উইকেটের পর দ্বিতীয় দিন পতন হলো ১৫টি। রান হলো সব মিলিয়ে এ দিন ৩৪৮। এই মাঠে টেস্টের প্রথম দুই দিনে এত (২৯) উইকেট আগে কখনও পড়েনি। ২০০০ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দুই দিনের ২৫ উইকেট ছিল আগের সর্বোচ্চ।
প্রথম ইনিংসে ২৬৩ রান করে ২৮ রানের লিড পায় ভারত। নিউজিল্যান্ড গতকালের খেলা শেষ করে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে। ১ উইকেট হাতে নিয়ে কেবল ১৪৩ রানে এগিয়ে আছে তারা। ভারতের লক্ষ্য তাই নাগালেই থাকার কথা। যদিও মুম্বাইর পিচে দেড়শো পেরুনো পুঁজিও তাড়া করা সহজ নয়। এ দিন ৭ চার ও এক ছক্কায় ১৪৬ বলে ৯০ রানের ইনিংস খেলেন গিল। কিপার-ব্যাটসম্যান পন্ত ৫৯ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬০ রান। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ রানে অপরাজিত রয়ে যান ওয়াশিংটন। ৫ উইকেট নিয়ে ভারতের লিড বড় হতে দেননি বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জাদেজার সামনে আরেকবার সেই স্বাদ পাওয়ার হাতছানি। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তার শিকার ৪টি, অশ্বিন নিয়েছেন ৩টি।
নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে করে ২৬৩ রান। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস দুইশোর ভেতর থামার পথে। অর্থাৎ ক্রমশই এই পিচে রান করা কঠিন হয়ে পড়ছে। ৪ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শুরু করা ভারতকে সকালে টেনে নেন গিল ও পান্ত। দুই তরুণ খেলতে থাকেন আগ্রাসী মেজাজে। পান্ত টি-টোয়েন্টি স্টাইলে মাত্র ৩৬ বলেই স্পর্শ করেন ফিফটি। ফিফটির পর কিছুটা রয়েসয়ে এগুনোর চিন্তায় ছিলেন তিনি। বেশি দূর এগুতে পারেননি। ৫৯ বলে ২ ছক্কা ৮ চারে ৬০ করে ইশ সোধির বলে বাঁহাতি ব্যাটার এলবিডব্লিউ হলে ভাঙে ৯৬ রানের জুটি। এরপর রবীন্দ্র জাদেজা খুব বেশি সঙ্গ দিতে পারেননি গিলকে। সরফরাজ আহমেদ নেমেই ফেরেন খালি হাতে। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন তিনি। তবে তিনি হতাশ হন এজাজ প্যাটেলের বলে। ৯০ রানে থামেন ছন্দে থাকা ব্যাটার। পরে ভারতের রান আড়াইশ ছাড়ায় সুন্দরের চেষ্টায়। তিনি অপরাজি থেকে যান ৩৮ রানে। গুটিয়ে যাওয়ার আগে ২৮ রানের লিড নিতে পারে ভারত।
দ্বিতীয় ইনিংসে নেমে প্রথম ওভারেই টপ ল্যাথামের উইকেট হারায় কিউইরা। আকাশ দিপের বলে বোল্ড হয়ে যান নিউজিল্যান্ড অধিনায়ক। ডেভন কনওয়ে, উইল ইয়ং মিলে জুটি গড়লেও তা বড় হতে দেননি ওয়াশিংটন সুন্দর। ইয়ং এক পাশে লড়াই জারি রাখলেও অশ্বিন-জাদেজা হয়ে উঠেন বিপদজনক। ইয়ং ফিফটি পেলেও আরেক পাশে পড়তে থাকে উইকেট। ড্যারেল মিচেল-গ্লেন ফিলিপস কিছুটা লড়াইয়ের আভাস দিলেও জাদেজা-অশ্বিন তাদের থিতু হওয়ার পর পরই ছাঁটেন। অশ্বিন শেষ স্বীকৃত ব্যাটার ইয়ংকে ফেরানোর পর দিনের শেষ দিকে ম্যাট হেনরিকে আউট করেন জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২৩৫ ও ২য় ইনিংস : ৪৩.৩ ওভারে ১৭১/৯ (ল্যাথাম ১, কনওয়ে ২২, ইয়াং ৫১, রাভিন্দ্রা ৪, মিচেল ২১, ফিলিপস ২৬, এজাজ ৭*; আকাশ ১/১০, ওয়াশিংটন ১/৩০, অশ্বিন ৩/৬৩, জাদেজা ৪/৫২)। ভারত ১ম ইনিংস : (আগের দিন ৮৬/৪) ৫৯.৪ ওভারে ২৬৩ (গিল ৯০, পান্ত ৪৫, জাদেজা ১৪, ওয়াশিংটন ৩৮*; হেনরি ১/২৬, এজাজ ৫/১০৩, ফিলিপস ১/৮৪, সোধি ১/৩৬)। দ্বিতীয় দিন শেষে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক