বার্সার বিপক্ষে খেলতে চান কৃষ্ণারা!
০৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম
শান্তি নোবেল পুরস্কার জয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২০১৬ সালে গিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ক্লাব স্পেনের বার্সেলোনায়। সামাজিক ব্যবসার ধারণা দিতেই সেখানে যান তিনি। ন্যু ক্যাম্পে গিয়ে নিজের নাম লেখা একটি বিশেষ জার্সি পড়েছিলেন ড. ইউনূস। তাই বার্সেলোনার সঙ্গে প্রধান উপদেষ্টার সু-সম্পর্কের কথা জানা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারের। গতকাল সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য সাফজয়ী বাংলাদেশ নারী দলের সব খেলোয়াড় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তাদের স্বপ্ন এবং দৈনন্দিন সংগ্রামের কথা ভাগাভাগি করেন। সেই সময় জাতীয় নারী দলের অন্যতম উইঙ্গার কৃষ্ণা রানী সরকার প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন, এশিয়ার বাইরে বাংলাদেশ দলের জন্য একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করতে। বিশেষ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী বার্সেলোনার বিপক্ষে খেলতে চান তারা। প্রধান উপদেষ্টার সংবর্ধনা শেষে যমুনা থেকে বেরিয়ে গণমাধ্যমকে কৃষ্ণা বলেন, ‘আমরা জানি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে স্পেনের ক্লাব বার্সেলোনার কর্মকর্তাদের সু-সম্পর্ক রয়েছে। তাই প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি তিনি যেন বার্সার বিপক্ষে আমাদের একটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করে দেন। এছাড়া নিজেদের ব্যক্তিগত জীবনের নানা সমস্যার কথাও বলেছি প্রধান উপদেষ্টাকে। তিনি আমাদের কথা শুনে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।’ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘নিজেদের পরিবারের অনেকে আমাদের সঙ্গে দেখা করতে ঢাকায় আসে, কিন্তু রাজধানীতে তাদের থাকার জায়গা থাকে না। তাই প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি আমাদের পরিবারের জন্য একটি আবাসন ব্যবস্থা করতে।’
ঢাকায় আবাসন ব্যবস্থার পাশাপাশি অনেক ফুটবলারের নিজ জেলার আবাসনও খুব নাজুক। অনেকের ঘর ভাঙা আবার অনেকের বাড়ির পথ দুর্গম। পাহাড়ি এলাকায় অনেকের বাড়িতে নেই বিদ্যুৎ অথবা গ্যাস লাইন। তাই তাদের জন্য জীবন ধারণ বেশ কষ্টসাধ্য। এ প্রসঙ্গে সাবিনা বলেন, ‘মারিয়া, কৃষ্ণা, মনিকা, মাসুরাসহ অনেকেই ব্যক্তিগত সমস্যার কথা বলেছে প্রধান উপদেষ্টাকে। যেমন মনিকার বাড়িতে যাওয়ার রাস্তা খুবই খারাপ এবং সেই এলাকার বিদ্যুৎ সমস্যা প্রবল।’
ব্যক্তিগত ও প্রত্যাহিক চাহিদার পাশাপাশি ফুটবলের কিছু বিষয় নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করেন নারী ফুটবলাররা। দেশের ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনও সংস্কারাধীন। মতিঝিলের বাফুফে ভবন সংলগ্ন টার্ফ ও কমলাপুর স্টেডিয়ামের টার্ফও অকেজো প্রায়। তাই নারীদের খুব ভোরে মতিঝিল থেকে বসুন্ধরা অ্যারেনায় যেতে হয় অনুশীলন করতে। নারী ফুটবলারদের অভাব-অভিযোগগুলো মনোযোগ সহকারে শুনেন প্রধান উপদেষ্টা। নারী ফুটবলারদের সবচেয়ে বড় সমস্যা প্রীতি ম্যাচ খেলার সুযোগ কম পাওয়া। আর্থিক কারণে বাফুফে ম্যাচ আয়োজন করতে পারে না। তাই এ ব্যাপারে সহায়তা করতে বাফুফের পাশে এসে দাড়াতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে অনুরোধ করেছে নারী ফুটবলাররা।
প্রধান উপদেষ্টা প্রতিটি খেলোয়াড়কে তাদের ব্যক্তিগত আশা, আকাক্সক্ষা, সংগ্রাম এবং দাবিগুলি আলাদা কাগজে লিখে দিতে বলেন। ড. ইউনূস বলেন, ‘তুমি যা খুশি লিখতে দ্বিধা করবে না। আমরা তোমাদের দাবি পূরণ করার চেষ্টা করব। এখন যদি কিছু সুরাহা করা যায় তবে আমরা এখনই তা করব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক