লিভিংস্টোনের খুনে ইনিংসে ধরাশায়ী উইন্ডিজ
০৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৩১ এএম
শেই হোপের শতক আর কেসি কার্টি ও শেরফান রাদারফোর্ডের অর্ধশতকে বড় সংগ্রহই পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু লাইম লিভিংস্টোনের খুনে সেঞ্চুরিতে সেই সংগ্রহও হয়ে গেল মামুলি। স্বাগতিকদের উড়িয়ে সিরিজে সমতা টেনেছে ইংল্যান্ডও।
অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিায়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা। ৩২৯ রানের লক্ষ্য সফরকারী দলটি পেরিয়ে যায় ১৫ বল হাতে রেখেই।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল ইংল্যান্ড।
৯ ছক্কা ও ৫ চারে ৮৫ বলে অপরাজিত ১২৪ রানের ইনিংসে ইংল্যান্ডের জয়ের নায়ক লিভিংস্টোন।
লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেন ফিল সল্ট। দারুণ এক ফিফটি তুলে নেন ইংলিশ এই ওপেনার। অন্য প্রান্তে অবশ্য তাকে ভালো সঙ্গ দিতে পারেননি উইল জ্যাকস ও জর্ডান কক্স। ১১ বলে ১২ রান করে দলীয় ৩৭ রানে আউট হন জ্যাকস। কক্স ফেরেন মাত্র ৪ রান করে।
তৃতীয় উইকেট জুটিতে সল্ট ও বেথেল যোগ করেন ৪৪ রান। ম্যাথু ফোর্ডকে উড়িয়ে মারতে গিয়ে সল্ট আউট হলে ভাঙে জুটি। ৫৯ বলে ৫৯ রান করেন সল্ট।
চতুর্থ উইকেটে বেথেল ও লিভিংস্টোন মিলে যোগ করেন ৪৭ বলে ৫৩ রান। ফিফটির পর বড় শট খেলতে গিয়ে রস্টন চেইজের বলে বাউন্ডারিতে ক্যাচ দেন বেথেল। ২ ছক্কা ও ৪ চারে ৫৫ রান করে ফেরেন তিনি।
পঞ্চম উইকেট জুটিতে ম্যাচের গতিপথ একেবারেই বদলে যায়। এবার স্যাম কারেনের সঙ্গে জুটি গড়েন লিভিংস্টোন। এই জুটিতে আসে ১০৭ বলে ১৪০ রান।
৫২ বলে ৫২ রান করে দলীয় ৩০০ রানে আউট হন কারেন। পরে ড্যান মাউসলিকে নিয়ে সহজেই লক্ষ্য পাড়ি দেন অধিনায়ক লিভিংস্টোন।
৬০ বলে ৫০ পূর্ণ করা লিভিংস্টোনের ব্যাট সময়ের সাথে সাথে হয়ে ওঠে আরও উত্তাল। ৩২ ম্যাচের ক্যারিয়ারে ৭৭ বলে তুলে নেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। তার মানে শেষ ২৫ বলে তার ব্যাট থেকে আসে ৭৪ রান।
উইন্ডিজের হয়ে ম্যাথু ফোর্ড ৪৮ রানে নেন ৩ উইকেট।
এর আগে ১২ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরান কেসি কার্টি ও হোপ। ৭৭ বলে ৭১ রান করে কার্টি আদিল রশিদের শিকার হলে ভাঙে তৃতীয় উইকেটে ১৬৩ বলে ১৪৩ রানের জুটি।
এরপর রাদারফোর্ডকে নিয়ে ৫৭ বলে ৭৯ রানের জুটি গড়েন হোপ। এই জুটিতে অবশ্য রাদারফোর্ডের তোপই ছিল বেশি। সেফ ৩৬ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন রাদারফোর্ড।
হোপ তুলে নেন ক্যারিয়ারের ১৭তম ওয়ানডে সেঞ্চুরি। ৪ ছক্কা ও ৮ চারে ১২৭ বলে ১১৭ রান করেছেন এই ব্যাটার। শেষদিকে ১১ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন ম্যাথু ফোর্ড। তাতে ৬ উইকেটে ৩২৮ রান করে উইন্ডিজ।
ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জন টার্নার ও রশিদ। একটি করে শিকার ধরেন জফরা আর্চার লিভিংস্টোন।
সিরিজ নির্ধরণী ম্যাচ আগামী বুধবার ব্রিজটাউনে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসিকে নিয়ে বড় পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করতে তৈরি আছি: হাছান মাহমুদ
দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না : যুবদল সভাপতি
ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি শাজাহান খান
আলোকচিত্রশিল্পী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত স্থগিত
সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ মহাসম্মেলন কাল
ব্র্যাক ব্যাংকের ৩০,০০০ কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক
ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণায় জোর দিতে স্থানীয় সরকার উপদেষ্টার পরামর্শ
ব্রাহ্মণপাড়ায় জেলেকে পিটিয়ে হত্যা
কুয়াকাটায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
কলারোয়ায় হাজার হাজার ছাগলের মৃত্যু
হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদ
শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯
লোহাগাড়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বন্দরগুলোর অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : নৌপরিবহন উপদেষ্টা
পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ধামরাইয়ে পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা
ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স
যশোরে বিএনপি নেতার আদালতে আত্মসমর্পণ
যশোর শহরজুড়ে রাস্তার পাশে ময়লার ভাগাড়