লিভিংস্টোনের খুনে ইনিংসে ধরাশায়ী উইন্ডিজ
০৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৩১ এএম
শেই হোপের শতক আর কেসি কার্টি ও শেরফান রাদারফোর্ডের অর্ধশতকে বড় সংগ্রহই পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু লাইম লিভিংস্টোনের খুনে সেঞ্চুরিতে সেই সংগ্রহও হয়ে গেল মামুলি। স্বাগতিকদের উড়িয়ে সিরিজে সমতা টেনেছে ইংল্যান্ডও।
অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিায়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা। ৩২৯ রানের লক্ষ্য সফরকারী দলটি পেরিয়ে যায় ১৫ বল হাতে রেখেই।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল ইংল্যান্ড।
৯ ছক্কা ও ৫ চারে ৮৫ বলে অপরাজিত ১২৪ রানের ইনিংসে ইংল্যান্ডের জয়ের নায়ক লিভিংস্টোন।
লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেন ফিল সল্ট। দারুণ এক ফিফটি তুলে নেন ইংলিশ এই ওপেনার। অন্য প্রান্তে অবশ্য তাকে ভালো সঙ্গ দিতে পারেননি উইল জ্যাকস ও জর্ডান কক্স। ১১ বলে ১২ রান করে দলীয় ৩৭ রানে আউট হন জ্যাকস। কক্স ফেরেন মাত্র ৪ রান করে।
তৃতীয় উইকেট জুটিতে সল্ট ও বেথেল যোগ করেন ৪৪ রান। ম্যাথু ফোর্ডকে উড়িয়ে মারতে গিয়ে সল্ট আউট হলে ভাঙে জুটি। ৫৯ বলে ৫৯ রান করেন সল্ট।
চতুর্থ উইকেটে বেথেল ও লিভিংস্টোন মিলে যোগ করেন ৪৭ বলে ৫৩ রান। ফিফটির পর বড় শট খেলতে গিয়ে রস্টন চেইজের বলে বাউন্ডারিতে ক্যাচ দেন বেথেল। ২ ছক্কা ও ৪ চারে ৫৫ রান করে ফেরেন তিনি।
পঞ্চম উইকেট জুটিতে ম্যাচের গতিপথ একেবারেই বদলে যায়। এবার স্যাম কারেনের সঙ্গে জুটি গড়েন লিভিংস্টোন। এই জুটিতে আসে ১০৭ বলে ১৪০ রান।
৫২ বলে ৫২ রান করে দলীয় ৩০০ রানে আউট হন কারেন। পরে ড্যান মাউসলিকে নিয়ে সহজেই লক্ষ্য পাড়ি দেন অধিনায়ক লিভিংস্টোন।
৬০ বলে ৫০ পূর্ণ করা লিভিংস্টোনের ব্যাট সময়ের সাথে সাথে হয়ে ওঠে আরও উত্তাল। ৩২ ম্যাচের ক্যারিয়ারে ৭৭ বলে তুলে নেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। তার মানে শেষ ২৫ বলে তার ব্যাট থেকে আসে ৭৪ রান।
উইন্ডিজের হয়ে ম্যাথু ফোর্ড ৪৮ রানে নেন ৩ উইকেট।
এর আগে ১২ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরান কেসি কার্টি ও হোপ। ৭৭ বলে ৭১ রান করে কার্টি আদিল রশিদের শিকার হলে ভাঙে তৃতীয় উইকেটে ১৬৩ বলে ১৪৩ রানের জুটি।
এরপর রাদারফোর্ডকে নিয়ে ৫৭ বলে ৭৯ রানের জুটি গড়েন হোপ। এই জুটিতে অবশ্য রাদারফোর্ডের তোপই ছিল বেশি। সেফ ৩৬ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন রাদারফোর্ড।
হোপ তুলে নেন ক্যারিয়ারের ১৭তম ওয়ানডে সেঞ্চুরি। ৪ ছক্কা ও ৮ চারে ১২৭ বলে ১১৭ রান করেছেন এই ব্যাটার। শেষদিকে ১১ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন ম্যাথু ফোর্ড। তাতে ৬ উইকেটে ৩২৮ রান করে উইন্ডিজ।
ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জন টার্নার ও রশিদ। একটি করে শিকার ধরেন জফরা আর্চার লিভিংস্টোন।
সিরিজ নির্ধরণী ম্যাচ আগামী বুধবার ব্রিজটাউনে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক