দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
০৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
শান্তর পর সাজঘরে ফিরতে দেরি করলেন না মিরাজও। অধিনায়কের মতোই গাজানফারের বলে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। পরের ওভারে ফিরলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহও। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
৫১ বলে ২৮ রানে শেষ হয়েছে মিরাজের লড়াই। ৫ বলে ২ রান করে রশিদ খানের বলে বোল্ড হলেন মাহমুদউল্লাহ। ১৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল বাংলাদেশ।
সবশেষ: বাংলাদেশ ৩১.৪ ওভারে ১৩৫/৫
নবির বলেই ফিরলেন শান্ত
মোহাম্মদ নবির বল স্বস্তিতে খেলতে পারছিলেন না। শেষ পর্যন্ত সেই নবির বলেই শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরলেন শান্ত।
তিনবারের চেষ্টায় ক্যাচ নেন আফগান অধিনায়ক শহিদি। ৬৮ বলে ৪৭ রান করে ফিরলেন শান্ত। তার বিদায়ে ভাঙে তৃতীয় উইকেটে ৮৩ বলে ৫৫ রানের জুটি।
এর আগে দ্বিতীয় উইকেটে সৌম্যের সাথে ৫৩ জুটিতে ছিলেন শান্ত।
ক্রিজে মিরাজের (২৮*) নতুন সঙ্গী তাওহিদ হৃদয়।
সবশেষ: বাংলাদেশ ২৭.৩ ওভার শেষে ৩ উইকেটে ১২৬।
ফিরলেন সৌম্য
শুরু থেকেই ছিলেন নড়বড়ে। অবশেষে দূর্বল শটে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরলেন সৌম্য সরকার। ৬৫ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
আজমতউল্লাহ ওমরজাইয়ের বল উড়িয়ে মারতে গিয়ে ফিল্ডার পার করতে পারেননি সৌম্য। ৪৫ বলে ৬ চারে ৩৩ রান করে ফিরলেন বাঁহাতি ওপেনার।
শান্তর নতুন সঙ্গী মেহেদি হাসান মিরাজ।
সবশেষ: বাংলাদেশ ২৩৬ রানের লক্ষ্যে ১৩ ওভারে ৬৭/২।
সৌম্য-শান্ত জুটির ৫০
সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্তর ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে লড়ছে বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটি থেকে ইতোমধ্যে এসেছে ৫০ রান।
৪৭ বলে ৫০ পূর্ণ হয় এই জুটি থেকে। ৪১ বলে ৩৩ রানে ব্যাট করছেন সৌম্য, ২২ বলে ২১ রানে শান্ত।
সবশেষ: বাংলাদেশ ২৩৬ রানের লক্ষ্যে ১১.২ ওভারে ৬৪/১।
শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলো না বাংলাদেশের। চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় ১২ রানে তানজিদ হাসান হারাল টাইগাররা।
৫ বলে ৩ রান করে গাজানফারের স্পিনে বোল্ড হয়েছেন তানজিদ। সৌম্য সরকারের নতুন সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
সবশেষ: ২৩৬ রানের লক্ষ্যে বাংলাদেশ ৪ ওভারে ১২/১
তাসকিন-মুস্তাফিজের বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রাখল বাংলাদেশ
শুরুতে সুর বেধে দিলেন তাসকিন আহমেদ। পরে ধ্বংসলীলা চালালেন মুস্তাফিজুর রহমান। তাদের তোপ সামলে দলকে লড়াইয়ে ফেরালেন হাশমতউল্লাহ শহিদি ও মোহাম্মদ নবি। তবে শেষ দিকে আবার জ্বলে উঠলেন তাসকিন। আফগানিস্তানকে গুটিয়ে লক্ষ্য নাগালে রাখল বাংলাদেশও।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের জন্য ২৩৬ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।
তাসকিন ১০ ওভারে দিয়েছেন ৫৩ রান, মুস্তাফিজ ৫৮। দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। এই প্রথম কোনো ওয়ানডেতে বাংলাদেশের দুই পেসার নিলেন কমপক্ষে ৪ উইকেট।
৯.৪ ওভারে স্রেফ ৩২ রান দিয়ে ১ উইকেট নেন আরেক পেসার শরীফুল ইসলাম।
পাওয়ার প্লের ভেতরে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানকে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। পরে ২০ ওভার হওয়ার আগে ফেরেন গুলবাদিন নাইবও।
৭১ রানে ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন হাশমাতউল্লাহ ও নবি। দুজন মিলে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ১২২ বলে ১০৪ রান। শাহিদি ৯২ বলে ৫২ ও নাবি ৭৯ বলে ৮৫ রান করেন।
শেষ দিকে ২৮ বলে ২৭ রানের মূল্যবান ইনিংস খেলেন নানগেয়ালিয়া খারোটে। আফগানিস্তানও পায় লড়াইয়ের পুঁজি।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৪৯.৪ ওভারে ২৩৫ (গুরবাজ ৫, সেদিকউল্লাহ ২১, রেহমাত ২, শাহিদি ৫২, ওমারজাই ০, নাইব ২২, নাবি ৮৪, রাশিদ ১০, খারোটে ২৭*, ফাজানফার ০, ফারুকি ০; শরিফুল ৯.৪-০-৩৪-১, তাসকিন ১০-০-৫৩-৪, মুস্তাফিজ ১০-০-৫৮-৪, মিরাজ ১০-০৩০-০, রিশাদ ৮-০-৪৪-০, মাহমুদউল্লাহ ২-০-১১-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আবাসিক হলে ছাত্রদলের পোস্টারিং, মধ্যরাতে উত্তাল ঢাবি
আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ইসলামী আদর্শ বাস্তবায়ন ছাড়া অন্য কিছু মানবো না
মুক্তিযুদ্ধের ইতিহাসে জেড ফোর্স
যুগস্রষ্টা জিয়াউর রহমান
মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন
সৈনিক-জনতার একতার অঙ্গীকার
তরুণ প্রজন্ম এবং ৭ নভেম্বরের বিপ্লব
৭ নভেম্বর স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক
কেশবপুরের ত্রাস টিটু যৌথ বাহিনীর হাতে আটক
সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন
যশোরে বিদেশি পিস্তল-বুলেট ও মাদকসহ আটক ২
জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ
৭ নভেম্বরের তাৎপর্য
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
ইসরাইলি অর্থনীতির ভবিষ্যত অন্ধকার, বেকারত্ব বেড়েছে
মেলানিয়াকে ফার্স্ট লেডি উল্লেখ করে বউয়ের প্রশংসায় ট্রাম্প
হিমালয় অববাহিকায় দুর্গম অঞ্চলে নতুন গ্রাম গড়ে তুলছে চীন
৭৩% ভোটার মনে করেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে
অস্ট্রেলিয়ার নেতৃত্বে ইংলিশ
যুক্তরাষ্ট্র আরো বিচ্ছিন্নতাবাদী হয়ে উঠতে পারে : জয়শঙ্কর