টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
০৮ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ চারটি দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতেই জিতেছে নিউজিল্যান্ড। এবার লঙ্কানদের বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে দলটি। পক্ষান্তরে,এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একবার সিরিজ জয়ী শ্রীলঙ্কার লক্ষ্য দ্বিতীয়বারের মত সিরিজ জয়।
ডাম্বুলায় শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।
২০০৬ সালে প্রথম দ্বিপাক্ষীক সিরিজে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। ২০১৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পায় শ্রীলঙ্কা। এক ম্যাচের সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের কাছে টানা চার সিরিজে হারে লঙ্কানরা।
এবার ১১ বছরের সিরিজ জয় খরা কাটাতে মরিয়া শ্রীলঙ্কা। দলের অধিনায়ক চারিথ আসলাঙ্কা বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমাদের রেকর্ড ভালো নয়। সর্বশেষ ১১ বছর আগে সিরিজ জিতেছিলাম আমরা। এবার সিরিজ জিতে নতুন রেকর্ড গড়তে চাই। যেকোন ফরম্যাটে নিউজিল্যান্ড ভালো দল। সিরিজ জিততে হলে আমাদের সেরা পারফরমেন্স করতে হবে।’
গেল মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো শ্রীলঙ্কা। ক্যারিবীয়দের বিরুদ্ধে সিরিজ জয়ী দল নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে লঙ্কানরা।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে সাদা বলের ক্রিকেটে খেলতে নামছে নিউজিল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও দলকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিচেল হে।
এ মাসেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকায় শ্রীলঙ্কা সিরিজে রাখা হয়নি টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, রাচিন রবীন্দ্রর মত খেলোয়াড়দের। তারপরও এই দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি স্যান্টনার।
তিনি বলেন, ‘দলে অনেক বড় তারকা ক্রিকেটাররা নেই। কিন্তু যারা আছে, তাদের সবারই ভালো খেলার সামর্থ্য ও দক্ষতা আছে। আশা করি, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবো আমরা।’
এখন পর্যন্ত ২৩ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এরমধ্যে শ্রীলঙ্কা ৭টিতে এবং নিউজিল্যান্ড ১৩টিতে জিতেছে। ২টি ম্যাচ টাই ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
শ্রীলঙ্কা দল: চারিথ আসলাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালগে, জেফরি ভান্ডারসি, চামিন্দু বিক্রমাসিংহে, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।
নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, লুকি ফার্গুসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম রবিনসন, নাথান স্মিথ, ইশ সোধি, উইল ইয়ং।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত