টি-টোয়েন্টি সিরিজও দখলে নিতে চাই উইন্ডিজ
০৮ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হারানোর পর টি-টোয়েন্টি সিরিজেও সফরকারীদের হারাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ।
বার্বাডোজে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজই জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ বছর পর সিরিজ জয়ের লক্ষ্য ইংলিশদের।
হ্যাটট্রিক সিরিজ জয়ের লক্ষ্যের কথাই জানালেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ ড্যারেন স্যামি। সদ্য ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ।
স্যামি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আগের দুই সিরিজই আমরা জিতেছি। টানা তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো। তবে কাজটি সহজ হবে না। কারন ইংল্যান্ড ভালো দল। তাদের হারাতে হলে আমাদের তিন বিভাগেই ভালো খেলতে হবে। ঘরের মাঠের সুবিধার পাশাপাশি সদ্য ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কারণে আমরা এগিয়ে থাকবো।’
২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ইংল্যান্ড। ক্যারিবীয় সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো ইংলিশরা।
তবে সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারলে টি-টোয়েন্টিতে ঘুড়ে দাঁড়াতে চায় ইংল্যান্ড। দলের অধিনায়ক জশ বাটলার বলেন, ‘ওয়ানডে সিরিজে দল ভালো খেলতে পারেনি। টি-টোয়েন্টি সিরিজে আমরা ঘুড়ে দাঁড়াতে চাই। এই দলের সেই সামর্থ্য আছে। দলের সবাই সিরিজ জয়ে জন্য মুখিয়ে আছে। কারন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ দুই সিরিজই আমরা হেরেছি। এবার রেকর্ডে পরিবর্তন আনতে চায় ছেলেরা।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইংল্যান্ডের হয়ে প্রথমবারের মত মাঠে নামবেন বাটলার। কাফ ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন না বাটলার। নেতৃত্বকে গুরুত্ব দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একটি মাত্র দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে ইংল্যান্ড। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো তারা।
এখন পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ক্যারিবীয়রা ১৭টিতে এবং ইংলিশরা ১৩টিতে জিতেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত