ঢাকা   শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ | ২৫ কার্তিক ১৪৩১

অজুহাত আছে, আছে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম

 

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বড় ব্যবধানের হারে শুরু করেছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে বড় হারের হতাশা ভুলে সিরিজে সমতা আনার লক্ষ্যে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট অন্ধকার পথে হাঁটছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- কোথাও কোনো আলো নেই। দেশের ক্রিকেটপ্রেমীদের ধারণা ছিল, টি-টোয়েন্টি ও টেস্টে বাজে হারের পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে জয়ের দেখা পাবে বাংলাদেশ দল। কিন্তু শারজায় আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হেরে নিজেদের দৈন্যদশার জানান দিলেন নাজমুল হোসেন শান্তরা। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ওয়ানডে ৯২ রানে হারে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ২৩ রানে শেষ আট উইকেট হারায় টাইগাররা। বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় নতুন কিছু না। কিন্তু এমন চিত্র দীর্ঘায়িত হচ্ছে। ব্যাটিং ব্যর্থতায় দিনের পর দিন ম্যাচ হেরেই চলছে বাংলাদেশ দল। ব্যাটিং নিয়ে কাজ করার কথা বলা হলেও ম্যাচে উন্নতির কোনো লক্ষ্মণই দেখা যায়নি। এই অবস্থা থেকে শান্তরা ঘুড়ে দাঁড়াবেন বলে বিশ^াস করেন না দেশের ক্রিকেট অনুরাগীরা। যদিও আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে অবিশ্বাস্য হারের জন্য লম্বা সময় ওয়ানডে না খেলাকে অজুহাত হিসেবে দাড় করালেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাশাপাশি আজকের ম্যাচে জয়ের প্রত্যাশা করে সিরিজে সমতা আনার লক্ষ্যের কথা জানান তিনি।

গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মিরাজ বলেন,‘একটি খারাপ ম্যাচ আমাদের রাতারাতি খারাপ দলে পরিণত করবে না। আমরা আফগানিস্তানের বিপক্ষে অনেক ম্যাচ জিতেছি, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। এই ফরম্যাটে আমরা বেশ শক্তিশালী দল। আমরা বিশ্বকাপে ও দ্বিপাক্ষিক সিরিজে তাদের হারিয়েছি। তাই প্রথম ম্যাচে হারের মানে এই নয়, সবকিছু শেষ হয়ে গেছে এবং আমরা ঘুড়ে দাঁড়াতে পারবো না। আশা করি, আমরা দারুনভাবে ফিরে আসবো।’ তিনি যোগ করেন, ‘সিরিজে আমাদের এখনও সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, হাতে আছে দুই ম্যাচ। আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু পিছিয়ে আছি। লম্বা সময় পর ওয়ানডে খেলছি। আপনি দেখেন ৭/৮ মাস আগে আমরা খেলেছি। সবার ভেতর ওই জিনিসটাও একটু কাজ করছিল যে, অনেকদিন পর আমরা ওয়ানডে খেলছি। প্রস্তুতিটা ওভাবে নিচ্ছি। আশা করি যে যেহেতু অনেকদিন পর খেলেছি, এই মাঠের একটা ধারণা হয়েছে। সবাই ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে সেটা আমরা অনুশীলন করছি।’ তবে ব্যর্থতার বৃত্তে থাকা টপ অর্ডার ব্যাটাররা জ¦লে উঠায় ভালো অবস্থায় থাকার পরও ম্যাচ হারের হতাশা তাড়া করবে বাংলাদেশকে। ২৩৬ রানের লক্ষ্যে ওপেনার তানজিদ হাসান তামিমকে দ্রুত হারানোর পর ২ উইকেটে ১২০ রান করে শক্ত অবস্থায় ছিল বাংলাদেশ। কিন্তু এরপরই আফগানিস্তানের তরুণ অফ-স্পিনার মোহাম্মদ গজানফারের ঘূর্ণি সামলাতে না পেয়ে অসহায় আত্মমসমর্পণ করে টাইগাররা। এই ম্যাচে আফগানিস্তানের কাছে বড় হারের জন্য পিচের আচরণকে দায়ী করেছেন মিরাজ। তিনি বলেন,‘পিচ থেকে আমরা যা আশা করেছিলাম তা হয়নি। কিন্তু একই সাথে দায়িত্ব নেওয়াও জরুরি। ব্যাটার হিসেবে স্বীকার করছি, আমরা দায়িত্ব নিতে পারিনি।’ সিরিজের বাজে শুরুর পাশাপাশি আঙুলের ইনজুরির কারণে দলের সেরা ব্যাটার মুশফিকুর রহিমকে হারিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে সিরিজের বাকী দুইওয়ানডে থেকে ছিটকে গেছেন মুশি। যদিও ফর্মে ছিলেন না তিনি। তবে দলে তার উপস্থিতি বাড়তি অভিজ্ঞতা যোগ করেছিল। বিশেষ করে যখন সাকিব আল হাসান বা তামিম ইকবালের মত ক্রিকেটাররা দলে নেই।

সিরিজের প্রথম ম্যাচ হেরে যাবার পরও, আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশ। দু’দলের ১৭ মোকাবেলায় ১০ ম্যাচে জয়ী বাংলাদেশ এবং আফগানরা জিতেছে ৭টিতে। গত বছরের জুলাইয়ের আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ওই হারের আগ পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে আফগানদের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ছিল টাইগারদের। নিজেদের পছন্দের ফরম্যাটে সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটে অনেকটাই বাজে অধ্যায়ের সূচনা হয়। তাই বলা যায় এবারের সিরিজে দ্বিতীয় ম্যাচে চাপে থাকবে বাংলাদেশ। কারণ এ ম্যাচও হেরে গেলে আফগানদের কাছে টানা দ্বিতীয়বারের মত সিরিজ হারবে টাইগাররা। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভিসা জটিলতায় সফরের শুরু থেকে না থাকা বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ এবং পেসার নাহিদ রানা। ইনজুরিতে ছিটকে যাওয়া মুশফিকুরের বদলি এখনও জানায়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যদিও তার জায়গায় পরিবর্তন হওয়া স্বাভাবিক। ‘ডু অর ডাই’ ম্যাচে টাইগার একাদশে এক বা দু’টি পরিবর্তন আসতে পারে ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টিভিতে দেখুন
রউফ-আইয়ুব তাণ্ডবে অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত অজিরা
রেকর্ড আলোচ্যসূচি নিয়ে তাবিথের প্রথম সভা আজ
৫ বিশ্বকাপ খেলা গুয়ার্দাদোর বিদায়
স্বর্ণ জিতলেন নুসরাত-সায়েরা
আরও

আরও পড়ুন

দুঃশাসন ও নির্যাতন সরকার পতনের মূল কারন - মাসুদ বিন সাঈদী

দুঃশাসন ও নির্যাতন সরকার পতনের মূল কারন - মাসুদ বিন সাঈদী

হত্যা মামলার আসামি হয়েও অফিস করছেন অনেক পুলিশ কর্মকর্তা

হত্যা মামলার আসামি হয়েও অফিস করছেন অনেক পুলিশ কর্মকর্তা

বিএনপি জনসাধারণের নিরাপত্তায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে

বিএনপি জনসাধারণের নিরাপত্তায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে

কাবুলে তালিবানের সঙ্গে বিশেষ বৈঠক ভারতের

কাবুলে তালিবানের সঙ্গে বিশেষ বৈঠক ভারতের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

৭ নভেম্বরের পোস্টার ছিড়ে অশ্রদ্ধা প্রদর্শন সমীচীন কাজ নয় : ছাত্রদল সাধারণ সম্পাদক

৭ নভেম্বরের পোস্টার ছিড়ে অশ্রদ্ধা প্রদর্শন সমীচীন কাজ নয় : ছাত্রদল সাধারণ সম্পাদক

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার অভিযোগে শতাধিক দখলদারের বিরুদ্ধে মামলা

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার অভিযোগে শতাধিক দখলদারের বিরুদ্ধে মামলা

'আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা নীতিন চৌহান'

'আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা নীতিন চৌহান'

বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সা. এর জীবনাদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই

বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সা. এর জীবনাদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই

মুসলিম দেশগুলোতে সুশাসনের ঘাটতি

মুসলিম দেশগুলোতে সুশাসনের ঘাটতি

তরুণ প্রজন্ম এবং ৭ নভেম্বরের বিপ্লব

তরুণ প্রজন্ম এবং ৭ নভেম্বরের বিপ্লব

তরুণদের বিদেশমুখী প্রবণতা কমাতে হবে

তরুণদের বিদেশমুখী প্রবণতা কমাতে হবে

জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না -মোস্তফা

জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না -মোস্তফা

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ নিয়ে আলোচনা

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ নিয়ে আলোচনা

হলিউডশীর্ষ পাঁচ

হলিউডশীর্ষ পাঁচ

বলিউডশীর্ষ পাঁচ

বলিউডশীর্ষ পাঁচ

চার ব্যান্ড নিয়ে ঢাকা রেট্রো কনসার্ট

চার ব্যান্ড নিয়ে ঢাকা রেট্রো কনসার্ট

ঢাকা আসছেন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত বেবী নাজনীন

ঢাকা আসছেন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত বেবী নাজনীন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আলোচনা সভা

ক্যাপশন

ক্যাপশন