বিধ্বংসী শতকে স্যামসনের রেকর্ড, ভারতের বড় জয়
০৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:০৭ এএম
বিধ্বংসী শতকে স্যামসনের রেকর্ড, ভারতের বড় জয়
চার ম্যাচের ক্যারিয়ারে টানা দ্বিতীয় শতক তুলে নিলেন সাঞ্জু স্যামসন। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত পেল দুই ছাড়ানো পুঁজি। পরে বল হাতে জ্বলে উঠলেন দুই লেগ স্পিনার ভারুণ চক্রবর্তী ও রাভি বিষ্ণ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত।
চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার ডারবানে প্রটিয়াদের ৬১ রানে হারিয়েছে সফরকারী দলটি। ২০৩ রানের লক্ষ্যে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৪১ রানে।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই শিরোপা উৎসব করেছিল ভারত। তারপর দুই দলের প্রথম দেখাতেও জয়ের স্বাদ পেল বিশ্ব চ্যাম্পিয়নরা।
এবারের জয়ের নায়ক স্যামসন ভারতের প্রথম ব্যাটার হিসেবে এই সংস্করণে গড়লেন টানা সেঞ্চুরির রেকর্ড। স্পর্শ করেন ভারতের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো ভারতীয়র প্রথম শতকও এটি। ১০ ছক্কা ও ৭ চারে ৫০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন এই কিপার-ব্যাটসম্যান।
গত মাসে আগের ম্যাচে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ৮ ছক্কা ও ১১ চারে ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
বল হাতে দুই লেগ স্পিনার ভারুন ২৫ রানে ও বিষ্ণ ২৮ রানে নেন ৩টি করে উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতকে বলতে গেলে একাই টানেন স্যামসন। আরেক ওপেনার আভিশেক শার্মা আউট হয়ে যান ৮ বলে ৭ রান করে। তিনে নামা সুরিয়াকুমারকে এক প্রান্তে অনেকটা দর্শক বানিয়ে রেখে তাণ্ডব চালান স্যামসন।
ভারতের অধিকাংশ রান এসেছে বাউন্ডারি থেকে। ১৭টি চার ও ১৩ ছক্কার মধ্যে ১০ ছয় ও ৭ চার স্যামসনের। সব মিলিয়ে স্যামসনের ১০৭ রানে ৮৮ রানই এসেছে বাউন্ডারি থেকে। এর মধ্যে পয়েন্ট ও কাভার এবং স্কয়ার ও মিড-উইকেট দিয়ে করেছেন ১৯ বলে ৬৯ রান।
তিন স্পিনার আইডেন মার্করাম, কেশভ মহারাজ ও এনকাবা পিটারের মিলিত ২৭ বলে স্যামসন নিয়েছেন ৫৮ রান। অধিনায়ক সুরিয়াকুমারের সাথে ৩৭ বলে ৬৬ এবং তিলক ভার্মার সাথে ৩৪ বলে ৭৭ রানের জুটির নেতৃত্বে ছিলেন স্যামসন।
১৭তম ওভারে স্যামসন আউটের ২০ বলে ৪ উইকেট হারিয়ে ২৮ রান করতে পারে ভারত। তবু তারা পেয়ে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ।
রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা কখনই জয়ের পথে ছিল না। তাদের তিনজন ব্যাটার পেরুতে পেরেছেন ২০ রানের কোটা। কেবল একটি জুটি থেকে এসেছে ত্রিশের বেশি রান। পাওয়ার প্লের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান রায়ান রিকেলটন, মার্করাম ও স্টাবসকে হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
চতুর্থ উইকেটে চেষ্টা করেন হাইনরিখ ক্লসেন ও ডেভিড মিলার। তবে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি দুজনের কেউই। ৪২ রানের জুটি গড়তে তারা বল খেলেন ৩৭টি। একই ওভারে দুজনকেই বিদায় করেন ভারুন।
২২ বলে ২৫ রান করেন ক্লসেন, ২২ বলে ১৮ রান করেন মিলার।
বল হাতে ভারতের হয়ে আর্শদিপ সিং ও আভেস খান ব্রেক থ্রু এনে দেন। আর আসল কাজ সারেন দুই লেগ স্পিনার ভারুণ ও বিষ্ণ।
রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২০২/৮ (স্যামসন ১০৭, আভিশেক ৭, সুরিয়াকুমার ২১, তিলাক ৩৩, পান্ডিয়া ২, রিঙ্কু ১১, আকসার ৭, আর্শদিপ ৫*, বিষ্ণই ১; ইয়ানসেন ৪-০-২৪-১, মার্করাম ১-০-১০-০, মহারাজ ৪-০-৩৪-১, কুটসিয়া ৪-০-৩৭-৩, পিটার ৩-০-৩৫-১, ক্রুগার ২-০-৩৫-১, সিপামলা ২-০-২৭-০)
দক্ষিণ আফ্রিকা: ১৭.৫ ওভারে ১৪১ (মার্করাম ৮, রিকেলটন ২১, স্টাবস ১১, ক্লসেন ২৫, মিলার ১৮, ক্রুগার ১, ইয়ানসেন ১২, সিমেলানে ৬, কুটসিয়া ২৩, মহারাজ ৫, পিটার ৫*; আর্শদিপ ৩-০-২৫-১, আভেশ ২.৫-০-২৮-২, পান্ডিয়া ৩-০-২৭-০, ভারুন ৪-০-২৫-৩, বিষ্ণই ৪-০-২৮-৩, আকসার ১-০-৮-০)
ফল: ভারত ৬১ রানে জয়ী
সিরিজ: ৪ ম্যাচের ১-০তে এগিয়ে ভারত
ম্যান অব দা ম্যাচ: সাঞ্জু স্যামসন
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের