মিরাজের বিদায়ে ভাঙল জুটি
০৯ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম
মিরাজকে বোল্ড করে তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি ভাঙলেন রশিদ খান। মিরাজ আউট হলেন ৩৩ বলে ২২ রান করে। ১৫২ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।
শান্ত-মিরাজ জুটিতে ৫০
তৃতীয় উইকেটে লড়াই চালিয়ে যাচ্ছেন শান্ত ও মিরাজ। দুজনেই ব্যাট করছেন দেখেশুনে। তাদের জুটি পঞ্চাশ পেরিয়েছে।
ফিফটি পূরণ করে ৯৬ বলে ৫৯ রানে ব্যাট করছেন শান্ত। মিরাজ ব্যাট করছেন ৩১ বলে ২১ রানে। তাদের ৫০ রানের জুটি ৮০ বলে।
সবশেষ: বাংলাদেশ ৩২ ওভারে ১৪৯/২
সৌম্য আবারও ফিরলেন থিতু হয়ে
প্রথম ওয়ানডের মতো এবারও ভালো শুরু পেয়েও ইনিংসটা টেনে নিতে পারলেন না সৌম্য সরকার। তার বিদায়ে ভাঙে শান্তর সাথে তার ৯৩ বলে ৭১ রানের জুটি।
৪৯ বলে ৩৫ রান করে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়েছেন সৌম্য। ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে ৪৫ বলে ৩৩ রান করে আউট হন সৌম্য।
৩৭ রানে ব্যাট করা শান্তর নতুন সঙ্গী মেহেদি হাসান মিরাজ।
সবশেষ: বাংলাদেশ ২১ ওভারে ১০৬/২
ঝড়ের আভাস দিয়ে ফিরলেন তানজিদ
আগের ওভারে মেরেছেন টানা দুটি চার। নতুন ওভারের প্রথম বলেই আল্লাহ মোহাম্মদ গজনফরকে উড়িয়েছেন ছক্কায়। এমন উড়ন্ত শুরুর পর মাটিনে নামতেও সময় নিলেন না তানজিদ হাসান। পরের বলে একই শট খেলতে গিয়ে মিড-অনে ক্যাচ দিয়ে ফিরলেন এই ওপেনার।
২৮ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। তানজিদ ফিরলেন ১৭ বলে ২২ রান করে।সৌম্য সরকারের নতুন সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
মূলত এই গজনফরের কাছেই প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। এই তরুণ রহস্য স্পিনার একাই নেন ২৬ রানে ৬ উইকেট।
সবশেষ: বাংলাদেশ ৫ ওভারে ৩৭ রান।
ঘুরে দাঁড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক
লজ্জাজনক হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার বিকেল ৪টায় শুরু ম্যাচটি।
চোটের কারণে নেই মুশফিকুর রহিম। লিটন দাসও না থাকায় উইকেটকিপার-ব্যাটার হিসেবে নেওয়া হয়েছে জাকের আলিকে। একটি টেস্ট ও ১৯টি টি–টোয়েন্টি খেলা জাকেরের ওয়ানডে অভিষেক ম্যাচ এটি। ওয়ানডেতে বাংলাদেশের ১৪৯তম ক্রিকেটার জাকের।
স্পিনার রিশাদ হোসেনের জায়গায় নেওয়া হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে। এই সংস্করণে সর্বশেষ গত বছর বিশ্বকাপে খেলেছিলেন নাসুম।
প্রথম ওয়ানডেতে সহজ জয়ের পর স্বাভাবিকভাবেই নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান।
সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে ৭১ থেকে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায়। লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ১২০ এবং ৩ উইকেটে ১৩২ থেকে ১৪৩ রানে গুটিয়ে যায়।
সব মিলিয়ে আফগানদের বিপক্ষে ১৭ ম্যাচের মধ্যে ১০টি জয়ী এবং ৭টিতে হেরেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, আল্লাহ গজনফর, নানগেয়ালিয়া খারোতে ও ফজলহক ফারুকি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?