নায়ক হয়েই ফিরলেন নাসুম
১১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
কোচ চন্ডিকা হাথুরুসিংহে থাকলে হয়েতো তার ফেরাও হতো না। বরখাস্ত হওয়া এই কোচের অধিনেই নাসুম আহমেদ সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্রায় এক বছর আগে, গত বিশ্বকাপে তিন ম্যাচ খেলেও তিনি ছিলেন উইকেটশূন্য। স্বাভাবিকভাবেও জায়গা হারান জাতীয় দলে। এরপর তাকে নিয়ে চলে অনেক বিতর্ক। বদলে যাওয়া পরিস্থিতিতে লম্বা সময় পর ফেরার ম্যাচেই মোড় ঘোরানোর নায়ক এই বাঁহাতি স্পিনার। গত পরশু রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরে বাংলাদেশ। ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন নাজমুল হোসেন শান্ত। তবে অনায়াসে ম্যাচ সেরার পুরস্কারটা পেতে পারতেন নাসুমও।
অথচ এই সিরিজে নাসুম ফিরেছেন লম্বা সময় পর। ভিসা জটিলতায় থাকতে পারেননি প্রথম ওয়ানডেতে। গত বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পাশাপাশি বিতর্কে জড়িয়েছিলেন। বিশ্বকাপের বেশ কিছুদিন পর খবর বেরিয়েছিল তৎকালীন কোচ হাথুরুসিংহে তাকে শারীরিকভাবে আঘাত করেছেন। তখন এটার সত্যতা মেলেনি। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া ফারুক আহমেদ পুরনো সেই ইস্যু ধরে গত ভারত সফরের পর চাকুরীচ্যুত করেন হাথুরুসিংহেকে। যদিও হাথুরুসিংহে অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্বকাপে সহ অধিনায়ক থাকা শান্তও জানিয়েছিলেন এমন কিছু ঘটেছে বলে তার জানা নেই।
সেই যে ২০২৩ সালের ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ ওভারে ৮৫ রান দিয়ে বাদ পড়েছিলেন, তারপর ওয়ানডে দলের একাদশে জায়গা মিলেছে পাক্কা এক বছর পর এই ৯ নভেম্বর, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। সিরিজের প্রথম ম্যাচেও হয়তো খেলতেন। কিন্তু অনাকাক্সিক্ষত পরিস্থিতির সঙ্গে নিয়মিত ‘সাক্ষাৎ’ হওয়া নাসুম অন্যদের সঙ্গে সময়মতো ভিসা পাননি (তার সঙ্গে নাহিদ রানাও ছিলেন)। দুই দিন আগে দলের সঙ্গে যোগ দিয়ে পরশু যখন প্রথমবারের মতো খেলতে নামেন, বাংলাদেশ দল তখন ঘোর বিপদে। একে তো সিরিজ বাঁচানোর ম্যাচ, তার ওপর ৪১তম ওভারে তিন বলের মধ্যে নাজমুল হোসেন ও মাহমুদউল্লাহকে হারিয়ে বাংলাদেশের স্কোর পরিণত হয়েছে ১৮৪ রানে ৬ উইকেটে। আফগানদের চ্যালেঞ্জ জানানোর পুঁজি তখনো বহুদূর।
উইকেটে নাসুমের সঙ্গী তখন অভিষিক্ত জাকের আলী। তুলনামূলক অভিজ্ঞ বলে দায়িত্বটা কাঁধে নেন নাসুমই। শান্ত-রিয়াদকে ফিরিয়েছে যে খারোতে, সেই বাঁহাতি স্পিনারকেই সøগ সুইপে উড়িয়ে মারেন মিড উইকেট দিয়ে। মুহূর্তেই যেন গা থেকে চাপ ঝেড়ে ফেলে বাংলাদেশ। নাসুমের দেখানো পথ ধরে এক ওভার পর হাত খুলতে শুরু করেন জাকেরও। দুজনের সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশ পায় ৪৬ রান, ৫০ ওভার শেষে স্কোরবোর্ডে জমা হয় ২৫২ রান। জাকের অপরাজিত থাকেন ৩৭ রানে, আগেভাগে আউট না হলেও নাসুমের ২ ছক্কা ১ চারের ইনিংস হতে পারত আরও বড়।
ব্যাটিংয়ের পর নাসুমের বড় কাজ ছিল বোলিংয়ে। বিশেষ করে আফগানিস্তান যখন ২৫২ রান তাড়া করতে নেমে ১ উইকেটেই ৭০ রান তুলে ফেলে। ওই সময় আফগান ওপেনার সেদিকউল্লাহ আতালকে মিরাজের ক্যাচ বানিয়ে ৫২ রানের জুটি ভাঙেন নাসুমই। ইনিংসের মাঝে ফেরান আজমতউল্লাহ ওমরজাইকে। আর শেষ পর্যন্ত বাংলাদেশ দলের জয় এসেছে যে মুহূর্তে, আল্লাহ গজনফরকে বোল্ড করে সেটিও এনে দিয়েছেন এই নাসুমই। গজনফরের ওই বোল্ডে শুধু বাংলাদেশের ৬৮ রানের জয়ই নিশ্চিত হয়নি, দীর্ঘদিন পর নাসুমও যেন ‘ক্রিকেটার’ পরিচয়ে হাসতে পারলেন! যে পরিচয়ে নাসুম আলোচিত হতে চান, চেয়েছেন সব সময়ই।
এবার নাসুম ফেরায় অনেকেই ছিলেন কৌতূহলী। পারফরম্যান্স দিয়ে আপাতত সবার কৌতূহল মিটিয়েছেন। মূলত গত ঘরোয়া মৌসুমে ভালো বল করে নিজেকে শানিত করেছেন নাসুম। নিজের ব্যাটিং সামর্থ্যও যে বেড়েছেন রেখেছেন সেই ছাপ। নাসুমের পারফরম্যান্স যে ম্যাচে মোড় ঘুরিয়েছে তা উল্লেখ করেন অধিনায়ক শান্ত, ‘তারা (জাকের আলি ও নাসুম) যেভাবে শেষ করেছে (ব্যাটিং জুটি) তাতে মোমেন্টাম এসেছে। এটাই আমি চাই। জাকের ও নাসুমের মতন নিচের দিকে রান করা। আশা করি তারা এমন ব্যাটিং চালিয়ে যাবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার