২২ বছর পর অস্ট্রেলিয়ায় পাকিস্তানের অজিবধ
১১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
২০০২ সালের জুনে অস্ট্রেলিয়ার মাটিতে যখন আগের ওয়ানডে সিরিজটি জেতে পাকিস্তান তখন সাইম আইয়ুবের বয়স ১ মাসও হয়নি। আর নাসিম শাহ তো জন্মই নেননি। ওয়াসিম আকরাম, সাঈদ আনোয়ারদের সেই কীর্তির ২২ বছর পর গতকাল আবার পাকিস্তান দল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতল। পার্থে সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে মোহাম্মদ রিজওয়ানের দল। অজিদের ১৪০ রানে গুটিয়ে ১৩৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তারা। অস্ট্রেলিয়ার মাটিতে সব সংস্করণ মিলিয়েই এটি পাকিস্তানের দ্বিতীয় সিরিজ জয়।
অস্ট্রেলিয়ার মাঠে এর আগে সবশেষ ২০০২ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল তারা। সেবার প্রথম ম্যাচ হারের পর শোয়েব আখতারের দুর্দান্ত বোলিংয়ে পরের দুই ম্যাচ জিতেছিল তারা। দুই দশকের বেশি সময় পর এবার শোয়েবের ভূমিকায় যেন হারিস রউফ। তিনিও শেষ দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে দলের সিরিজ জয়ের নায়ক। সিরিজ নির্ধারণী লড়াইয়ে ম্যাথু শর্ট ও গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নিয়ে রউফই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরার স্বীকৃতিও পেয়েছেন পাকিস্তানের গতিময় পেসার।
দীর্ঘ অপেক্ষা ঘোচানোর দিনে আরও একবার পাকিস্তানের জয়ের মঞ্চ সাজিয়ে দিয়েছেন চার পেসার। রউফের ২ উইকেটের পাশাপাশি নাসিম শাহ ও আফ্রিদি নেন ৩টি করে উইকেট। আরেক পেসার মোহাম্মদ হাসনাইনের শিকার ১টি। পঞ্চম বোলার ব্যবহারই করতে হয়নি রিজওয়ানকে। ঘরের মাঠে আরও একবার অতিথি পেসারদের তোপে পোড়ে ৩১.৫ ওভারে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পরে ১৩৯ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান। এর আগে দ্বিতীয় ম্যাচে তারা জিতেছিল ১৪১ বল বাকি রেখে।
অ্যাডাম জ্যাম্পার ফুল টস ডেলিভারি মিড অন দিয়ে উড়িয়ে মারলেন বাবর আজম। বলের গন্তব্য সীমানায় নিশ্চিত হতেই দুই হাত ছড়িয়ে দিলেন তিনি। তাকে আলিঙ্গনে সিক্ত করলেন মোহাম্মদ রিজওয়ান। মাঠ ছাড়ার সময় রিজওয়ানকে কোলেই তুলে নিলেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের সব ক্রিকেটারের চোখে-মুখ তখন যেন আনন্দের সীমা নেই! আনন্দ-উল্লাসে সিরিজজুড়ে গ্যালারি মাতিয়ে রাখা প্রবাসী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি বাবর-রিজওয়ানরা। পুরস্কার বিতরণী পর্ব শুরুর আগে দর্শকদের ধন্যবাদ জানাতে মাঠ প্রদক্ষিণ করেন তারা।
এমন জয়ের পর পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম রিজওয়ানদের প্রশংসা করে এক্সে লিখেছেন, ‘অভিনন্দন টিম পাকিস্তান...ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো বড় এক অর্জন। এই দেখে এবং এই সিরিজে ধারাভাষ্য দিতে পেরে আমি গর্ব অনুভব করছি।’ আকরাম এরপর যোগ করেন, ‘এই জয় খেলোয়াড়দের, নতুন অধিনায়ক রিজওয়ান, ক্রিকেট বোর্ড এবং সমর্থকদের অনেক আত্মবিশ্বাস দেবে। এটা পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি অনেকটাই বাড়াবে।’ এমনিতে পাকিস্তান ক্রিকেটের কঠোর সমালোচন দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। কিন্তু এই জয়ে আন্দোলিত পাকিস্তানের সাবেক এই অধিনায়কও, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের জন্য টিম পাকিস্তানকে অভিনন্দন। দারুণ করেছ ছেলেরা। তোমাদের নিয়ে গর্বিত।’
এই প্রশংসা বৃষ্টির মধ্যেই পাকিস্তানের ক্রিকেট মহলকে একটি বিষয় মনে করিয়ে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন- নেতিবাচক হইচই না করে প্রতিভাবান এই সব খেলোয়াড়দের ভালো কিছু করার সুযোগ করে দাও! এক্সে পিটারসেন লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় জিতেছে পাকিস্তান। এ কারণেই তাদের সমস্ত নেতিবাচক হাউকাউ বন্ধ করতে হবে এবং প্রতিভাবান (খেলোয়াড়দের) তাদের স্কিল দেখানোর সুযোগ করে দিতে হবে।’ পিটারসেন এরপর ক্রিকেট নিয়ে রাজনীতি করাদের আরেকটা খোঁচা দিলেন এভাবে, ‘রাজনীতি পাশে সরিয়ে রাখুন এবং ক্রিকেটকে কথা বলতে দিন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
১০০০ গোলের স্বপ্ন এখনও দেখছেন রোনালদো?
কুয়াকাটায় রাস উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি, সাজ সাজ রব
কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত আসামি সীতাকুণ্ড হতে গ্রেপ্তার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ নারী আটক
এই সরকারকে সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই : মির্জা ফখরুল
পাকিস্তানের উত্তরের ইন্দুস নদীতে বাস দুর্ঘটনা,অন্তত ১৪ জনের মৃত্যু
ফ্যাসিবাদী সাবেক মেয়র আতিক আবারও ৫ দিনের রিমান্ডে
একসঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর ৪ ঘূর্ণিঝড়
"হিনার আবেগঘন পোস্টে দুশ্চিন্তায় ভক্ত-অনুরাগী"
নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অপরাধীদের বিচার দাবি জাবি ছাত্রশিবিরের
ভয় দেখিয়ে লাভ নেই : সারজিস আলম
যশোরের ঝিকরগাছায় শিশু কন্যাকে গলা টিপে হত্যা
ট্রাম্পের মন্ত্রীসভায় চীন বিরোধী মনোভাব স্পষ্ট !
আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে রিট
বেনাপোল : মণিরামপুরে হঠাৎ চুলকানিতে এক স্কুলের অর্ধশত শিশু শিক্ষার্থী হাসপাতালে
"আসিফের গানে মডেলিং করবেন ভাইরাল তরুণী ফারজানা সিঁথি"
যশোরের মণিরামপুরে জামায়াত কর্মী আনিছুর হত্যার ঘটনায় মামলা
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় বিমান হামলা
স্কুলে মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি, নেটিজেনদের উচ্ছ্বাস
মহেশপুর সীমন্ত থেকে নারী ও শিশুসহ ৩৬ জন আটক