দাবি মিটিয়ে অমিতের আরেকটি সেঞ্চুরি
১৮ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
আগের রাউন্ডেই তার ব্যাট থেকে এসেছিল ঝলমলে এক ডাবল সেঞ্চুরি। তাতে রব উঠেছিল জাতীয় দলে সুযোগেরও। এ যাত্রায় সেটি না হলেও নির্বাচক হান্নান সরকার বলেছিলেন, জাতীয় দলের খুব কাছেই আছেন অমিত হাসান। সেই অল্প দূরত্বটুকু দ্রুতই শেষ করার অভিযানে পঞ্চম রাউন্ডেও তিনি করেছেন আরেকটি সেঞ্চুরি। গতকাল জাতীয় ক্রিকেট লিগে অমিতের শতক ছোঁয়ার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন আহমেদ শরিফ, এনামুল হকরা। আর বিদায়ী ম্যাচের দুই ইনিংসেই রান করতে ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েস।
খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস জয়ের সম্ভাবনা জাগিয়েছে সিলেট। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ২৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষে ১৯৭ রানে এগিয়ে তারা। মেট্রোকে প্রথম ইনিংসে ১৩০ রানে গুটিয়ে দিয়ে অমিতের সেঞ্চুরির সৌজন্যে ৩৭৬ রান করে সিলেট। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে মেট্রো।
গতকাল সকালে অল্পের জন্য পঞ্চাশ ছুঁতে পারেননি মুবিন আহমেদ। তার বিদায়ে ভাঙে অমিতের সঙ্গে ১০৬ রানের তৃতীয় উইকেট জুটি। এরপর নাসুম আহমেদ নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। পরে আসাদুল্লা আল গালিবকে নিয়ে ৭০ রানের জুটি গড়ে তোলেন অমিত। ১৯৮ বলে প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের নবম সেঞ্চুরি করেন সিলেট অধিনায়ক। এই ইনিংসের সৌজন্যে চলতি লিগে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ রান পেরিয়ে যান তিনি।
তিন অঙ্ক ছুঁয়ে বেশিক্ষণ টিকতে পারেননি অমিত। আরিফ আহমেদের বোল্ড হয়ে থামে তার ১৩ চারে ২০৪ বলে ১০১ রানের ইনিংস। আগের রাউন্ডে সেঞ্চুরি করা গালিবের ব্যাট থেকে আসে ৮ চারে ১০৮ বলে ৫৬ রান। শেষ দিকে তোফায়েল আহমেদ ১ চার ও ৬ ছক্কায় ৩৪ বলে ৪৭ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে সাড়ে তিনশ পার করান। মেট্রোর পক্ষে ৪ উইকেট নেন আরিফ। আবু হায়দার ধরেন ৩ শিকার। শেষ সেশনে ব্যাট করতে নেমে সিলেটের পেস তোপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মেট্রোর টপ-অর্ডার। ২টি করে উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা।
এদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে দুই দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে মাত্র ২ উইকেট বাকি রেখে মাত্র ৬২ রানে এগিয়ে রাজশাহী। শামীম হোসেনের অপরাজিত ফিফটির সৌজন্যে রাজশাহীর ১১২ রানের জবাবে প্রথম ইনিংসে ২৫২ রান করে চট্টগ্রাম। ১৪০ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৮ উইকেটে ২০২ রান। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে চলছে ব্যাটসম্যানদের দাপট। বরিশালের ৩৩৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ২১৮ রান। ১১৮ রানে পিছিয়ে থেকে নতুন দিনের খেলা শুরু করবে রংপুর।
আর রাজশাহীর উল্টো চিত্র মিরপুরে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনেও অব্যাহত বোলারদের দাপট। দ্বিতীয় ইনিংসে এনামুল হকের চমৎকার বোলিংয়ে খুলনার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েছে ঢাকা। খুলনার ১৭২ রানের জবাবে প্রথম ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যায় ঢাকা। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে গেছে খুলনা। তৃতীয় দিন ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে ঢাকা। ঢাকার পক্ষে প্রথম ইনিংসে ৯ চারে ১৬৬ বলে ৬২ রানের ইনিংস খেলেন আরিফুল ইসলাম। আর কেউ ত্রিশ রানও করতে পারেননি। খুলনার হয়ে ৩টি করে উইকেট নেন আল আমিন হোসেন, মাসুম খান ও আরিদুল ইসলাম আকাশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আ. লীগ নেতা হানিফের সাম্রাজ্য দেশ-বিদেশে সম্পদের পাহাড়
‘সবার চোখেই সাদা পোশাকের রঙিন স্বপ্ন’
হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ডিবি পুলিশ ও প্রেমিকার পরিবার- অভিযোগ স্বজনদের
না.গঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৯৬ জন আক্রান্ত
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৩৭৭ জনের : বিআরটিএ
সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল ঘোষনা করবে কিনা তা জনগণই নির্ধারণ করবে ____সারজিস আলম
সংবিধান সংস্কার কমিশনের সাথে পেশাভিত্তিক সংগঠনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত
নির্বাচনী রোডম্যাপ ছাড়া দেশে স্বস্তি ফিরবে না : বুলু
সড়ক নিরাপদে পদক্ষেপ নিচ্ছে ডিএনসিসি
ভূমিতে তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশনা
খেলাপি ঋণ বেড়ে ২,৮৪,৯৭৭ কোটি টাকা
আদালত থেকে পালিয়ে যাওয়া সেই আসামির বিরুদ্ধে মামলা, সাময়িক বরখাস্ত দুই পুলিশ সদস্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
ঢাবি ছাত্রদলের ৬ নেতাক অব্যাহতি
বিশ্বনবীর (সা.) আদর্শই বিশ্বমানবতার একমাত্র মুক্তির পথ
টঙ্গীতে বিএনপি নেতাদের হুঙ্কারে ঝুট নিয়ে বেকায়দায় কারখানা কর্তৃপক্ষ
অটোরিকশার যাত্রী ব্যাংক কর্মকর্তা নিহত- অটোচালক আহত
আশুলিয়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৯
ওয়াশিংটনে লেখক মাহমুদ রেজা চৌধুরীর পুত্র তানজিরের ইন্তেকাল
হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ডিবি পুলিশ ও প্রেমিকার পরিবার -অভিযোগ স্বজনদের