রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৪ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৪ এএম
অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে এমনিতেই বাংলাদেশের ইতিহাস খুব একটি সুখকর নয়।এখানে খেলা শেষ দুই টেস্টের দুটিরই প্রথম ইনিংসে যথাক্রমে ১০৩ ও ৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
তবে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ শনিবার সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং নেওয়ার পর শুরুত্ব পেসরারা ইতিহাস বদলে দারুণ কিছু ঘটানোর ইঙ্গিত দিচ্ছিলেন। টানা দুই ওভারে তাসকিন আহমেদ শুরুতে দুটি উইকেট নিয়ে দলের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়েছিলেন; তবে এরপর সফলতা পেতে অপেক্ষা করতে হয় টাইগারদের।
ওয়েস্ট ইন্ডিজের পরের দুই ব্যাটার মিলে ধীর-স্থির ব্যটিংয়ে শুরুর দুই ধাক্কা সামাল দেন। ৫৯ রানের জুটি গড়ে তোলেন ওপেনার মিকাইল লুইস এবং কেভাম হজ।হজ রান আউট হয়ে সাজঘরে ফিরলেও মিকাইল লুইসে অসাধারণ ইনিংসে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে ক্যারিবিয়ানরা।
এদিন টস হেরে ব্যাট করতে নামা দুই ওয়েস্ট ব্যাটসম্যান ছিলেন সাবধানী।নতুন বলে লাইন-লেংথেও নিয়ন্ত্রণ দেখিয়েছেন টাইগার পেসাররা।ফলে প্রথম ১২ ওভারে মাত্র ২৩ রান তুলতে পারে স্বাগতিকরা।
১৪তম ওভারে তাসকিনকে বোলিংয়ে আনেন অধিনায়ক মিরাজ। আর তৃতীয় বলে ক্রেইগ ব্র্যাথওয়েটকে লেগ বিফোরে ফাঁদে ফেলে দলকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন।৩৮ বলে মাত্র ৪ রান করেন শুরু থেকে খোলসের ভেতর চলে যাওয়া এই ক্যারিবিয়ান ওপেনার।
পরের ওভারে নতুন ব্যাটার কেসি কার্টিতেও তুলে নেন তাসকিন। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ক্যারিবিয়ান ব্যাটার। দলীয় স্কোরকার্ডে কোনো রান যোগ না করেই ২ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ।কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মিকাইল লুইস। ১০৪ বলে ফিফটি তুলে নিয়েছেন এই ক্যারিবিয়ান ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন কাভেম হজ।
কিন্তু ইনিংস বড় করতে পারেননি হজ। ৩৮তম ওভারে রান মিরাজের বলে ডাবল নিতে গিয়ে আউটের ফাঁদে পা দেন এই ডান হাতি ব্যাটার। তাইজুলের থ্রোয়িং থেকে হজকে আউট করতে ভুল করেননি লিটন। এতে ৮৪ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ উইকেট জুটিতে অ্যালিক অ্যাথানেজকে সাথে নিয়ে এগোতে থাকেন মিকাইল লুইস। দুজনে দেখেশুনে খেলে দ্বিতীয় সেশন পার করেন।আর কোন উইকেট না হারিয়ে ১১৬ রানে চা বিরতিতে যায় স্বাগতিকরা।
শেষ সেশনে সাবলীল গতিতে রান তুলছেন এই দুই ব্যাটসম্যান।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৬১ রান।১৮৭ বলে ৮৬ রান নিয়ে দারুণ এক সেঞ্চুরির পথে আছেন লুইস।অন্যপ্রান্তে থিতু হওয়া অ্যালিক অ্যাথানেজ ৪৮ রান নিয়ে ব্যাট করছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ