বুমরার ভারতের সব পাওয়া এক জয়
২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
হর্ষিত রানার সেøায়ার ডেলিভারিটি খুব আহামরি কিছু ছিল না। কিন্তু আগেভাগে ব্যাট সামনে এনে এই বলেই বোল্ড হলেন অ্যালেক্স ক্যারি। দেখে মনে হতে পারে, উইকেটটা হর্ষিতের জন্যই বরাদ্দ ছিল। তার আগে উইকেটশিকারির তালিকায় তিনি ছাড়া ভারতের সব বোলারই নাম লিখিয়ে ফেলেছিলেন। পার্থে ভারতের ‘সবার সব পাওয়ার’ এই ম্যাচে হর্ষিতও বা খালি হাতে থাকবেন কেন! ক্যারির বিপক্ষে হর্ষিতের ওই সেøায়ার ডেলিভারিই ভারতকে এনে দিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি স্মরণীয় মুহূর্ত। ৫৩৩ রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমেছে ২২৭ রানে, ভারত জিতেছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে। শুধু রান বিবেচনায় এটিই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩১৮ রানের জয় তাদের রেকর্ড। আর অস্ট্রেলিয়ার বিপক্ষেও রানের হিসেবে এটি ভারতের দ্বিতীয় বড় জয়; ২০০৮ সালে মোহালিতে ৩২০ রানের জয় এখনও সেরা। আর ঘরের মাঠ পার্থে প্যাট কামিন্সরা টেস্ট হারলেন এবারই প্রথম। পার্থে টেস্ট জয়ী দ্বিতীয় এশিয়ান অধিনায়ক এখন বুমরাহ। ২০০৮ সালে ভারতের গ্রেট লেগ স্পিনার আনিল কুম্বলের নেতৃত্বে এখানে জিতেছিল ভারত।
বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর পার্থ টেস্টে ভারতই যে জয়ের পথে, সেটি স্পষ্ট হয়ে উঠেছিল তৃতীয় দিনের শেষ বিকেলেই। অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের রেকর্ড লক্ষ্য ছুড়ে দিয়ে সে দিনই ১২ রানে ৩ উইকেট তুলে নিয়েছিলেন যশপ্রীত বুমরা-মোহাম্মদ সিরাজ। গতকাল চতুর্থ দিনের কাজ ছিল যতটা দ্রæত সম্ভব বাকি ৭ উইকেট তুলে নেওয়া। অস্ট্রেলিয়া অবশ্য একেবারে অসহায় আত্মসমর্পণও করেনি। দিনের দ্বিতীয় ওভারে উসমান খাজাকে হারালেও ট্রাভিস হেড, মিচেল মার্শ আর ক্যারির সৌজন্যে ৫৫ ওভার ব্যাট করেছে স্বাগতিকেরা। তবে হেড-স্টিভেন স্মিথের ৬২, হেড-মার্শের ৮২ আর ক্যারি-মিচেল স্টার্কের ৪৫ রানের জুটি তিনটি ব্যবধান কমাতেই যা সাহায্য করেছে। মার্শের ২ ছক্কা ও ৩ চার আর হেডের ৮ চার গ্যালারিতে জড়ো হওয়া দর্শকদের দিয়েছে খানিকটা বিনোদন। এর বাইরে দিনজুড়ে খেলা গড়িয়েছে ভারতের জয়ের মুহ‚র্তের অপেক্ষাতেই।
ভারতের বোলারদের মধ্যে চতুর্থ দিনে মূল কাজটা করে দিয়েছেন সিরাজ। প্রথমে খাজা এরপর স্মিথকে ফিরিয়ে ৭৯ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অর্ধেকের বিদায় নিশ্চিত করেন। বাকিটা সারেন ওয়াশিংটন সুন্দর, হর্ষিতরা মিলে। দ্বিতীয় ইনিংসে হর্ষিতের একমাত্র উইকেটে অস্ট্রেলিয়ার অলআউট মিলে যাওয়ার একটা প্রতীকী প্রাপ্তিও আছে ভারতের। হর্ষিত ও নীতিশ রেড্ডির অভিষেক, দেবদূত পাড়িক্কাল, ধ্রæব জুরেল ও যশস্বী জয়সোয়ালদের অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট, নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতি আর বিরাট কোহলির রানখরা—সব মিলিয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে পার্থে নেমেছিল ভারত। এর সঙ্গে ছিল সদ্যই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার অস্বস্তিকর স্মৃতি। সবকিছুই উড়ে গেল পার্থ টেস্টের চতুর্থ দিনের বিকেলে, ভারতের ২৯৫ রানের জয়ে।
২০১৮ সালে উদ্বোধন হওয়ার পর এই প্রথম পার্থ স্টেডিয়ামে হারল অস্ট্রেলিয়া, জিতেছিল আগের চারটিতেই। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের যত জয়, এর মধ্যে ১৯৭৮ সালে সিডনিতে ইনিংস ও ২ রানের জয়ও আছে। তবে শুধু রানের দিক থেকে পার্থের ২৯৫ রানই সবচেয়ে বড়। আগের সর্বোচ্চ ১৯৭৭ সালের মেলবোর্ন টেস্টে ২২২ রানে। ভারতের প্রাপ্তির আরেক দিক পার্থ-জয়। ২০১৮ সালে উদ্বোধন হওয়ার পর এই প্রথম পার্থ স্টেডিয়ামে হারল অস্ট্রেলিয়া, জিতেছিল আগের চারটিতেই। কিন্তু বুমরার নেতৃত্বাধীন ভারত ভেঙে দিল পার্থের প্রাচীর। প্রথম ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে ৭২ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরাও সেই বুমরাই। অ্যাডিলেইডে দুই দলের দিবা-রাত্রির টেস্ট শুরু আগামী ৬ ডিসেম্বর।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ১৫০ ও ৪৮৭/৬ (জয়সোয়াল ১৬১, কোহলি ১০০*, রাহুল ৭৭, নীতিশ ৩৮*, ওয়াশিংটন ২৯, পাড়িক্কাল ২৫; লায়ন ২/৯৬, হ্যাজলউড ১/২৮, মার্শ ১/৬৫, কামিন্স ১/৮৬, স্টার্ক ১/১১১)।
অস্ট্রেলিয়া : ১০৪ ও ২২২ (হেড ৮৯, মার্শ ৪৭, ক্যারি ৩৬, স্মিথ ১৭; বুমরা ৩/৪২, সিরাজ ৩/৫১, সুন্দর ২/৪৮)।
ফল : ভারত ২৯৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : জাসপ্রিত বুমরাহ।
সিরিজ : ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ,জিততে দরকার ৩৩৩
আসছে বছর গাঁটছড়া বাঁধতে চলেছে তামান্না-বিজয় জুটি
লোহাগড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ৪ জন গুরুতর আহত
মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা
পরিবহন খাতে বিশৃঙ্খলার চেষ্টায় আ.লীগের দোসররা
ড. মাহবুব মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাত
নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাশ কমিউনিকেশনস লিমিটেডের যাত্রা শুরু
মানুষের ‘হৃদয় স্পর্শ করার’ ট্রেনিং নিতে স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ
মুরাদনগরবাসীর কাছে সাবেক মন্ত্রী কায়কোবাদের খোলা চিঠি
সেনবাগ হুফফাযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জে আ.লীগ নেতার গ্রেফতার দাবি
কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
পদ্মা রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
এদেশের মানুষ ইসলামি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে : কুমিল্লায় আল্লামা মামুনুল হক
পুত্রের কুড়ালের আঘাতে প্রাণ গেল বৃদ্ধ পিতার
বন্ধ আলহাজ জুট মিল চালুর দাবিতে শ্রমিক দলের মানববন্ধন
আগাম আলু খেত ব্ল্যাক লেকে আক্রান্ত
আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ ৫৯ তম রাউন্ড ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের ফেয়ার ওয়েল অনুষ্ঠিত