আরেকটি ব্যাটিং ধসের হতাশা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম

স্কোরকার্ড মাঝেমধ্যে কতটা ভুল বোঝাতে পারে, সেটির প্রমাণ ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। উইকেট হারিয়েছে তারা কেবল একটি। প্রশ্ন এখানেই যে, হারাতে পারত আরও কতটি! কতবার যে পরাস্ত হলেন তাদের ব্যাটসম্যানরা, কতবার যে একটুর জন্য ব্যাটের কানা স্পর্শ করল না বল, উইকেটের পেছন থেকে ‘আহা-উহু’ ধরনের শব্দ কতবার যে করলেন কিপার লিটন কুমার দাস! তবে এসবের জন্য তো আর পুরস্কার নেই। বাংলাদেশের জন্যও তাই দিনটি শেষ পর্যন্ত হতাশাময়।
জ্যামাইকায় হতাশার শুরু ব্যাটিং দিয়ে। আগের দিন কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত ব্যাটিং মুখ থুবড়ে পড়ল আবার। পরে বোলিংয়ে সবাই দুর্দান্ত করলেও উইকেট ধরা দিল না যথেষ্ট। জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন শেষে তাই সব মিলিয়ে ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজই। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। ওয়েস্ট ইন্ডিজ রোববার ৩৭ ওভার ব্যাট করে দিন শেষ করে ১ উইকেটে ৭০ রান নিয়ে। মন্থর সারা দিনে দুই দল মিলিয়ে ৭৮.৫ ওভারে রান উঠেছে কেবল ১৬৫।
গত পরশু সকালে শামার জোসেফের দুর্দান্ত একটি স্পেল ভেঙে দেয় বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড। ইনিংসজুড়ে অসাধারণ বোলিং করে বাংলাদেশকে চাপে রাখেন জেডেন সিলস। ইনিংস শেষে তার বোলিং ফিগার অবিশ্বাস্য, ১৫.৫-১০-৫-৪! এক ইনিংসে অন্তত ১৫ ওভার বোলিং করা পেসারদের মধ্যে টেস্ট ইতিহাসের সবচেয়ে মিতব্যয়ী বোলিং এটিই।
সাবিনা পার্কের উইকেটে মুভমেন্ট মিলেছে দিনজুড়েই। শামার-সিলসদের পথ ধরে বাংলাদেশের পেসাররাও দারুণ বোলিং করেন। বিশেষ করে, একাদশে ফেরা নাহিদ রানা গতির ঝড় তুলে ১৫০ কিলোমিটার ছাড়ান বেশ কয়েক দফায়। পরে নিখুঁত লাইন-লেংথের সঙ্গে টার্ন আদায় করে ক্যারিবিয়ানদের নাভিশ্বাস তুলে ছাড়েন তাইজুল ইসলাম। কিন্তু উইকেট একটির বেশি পড়েনি।
ম্যাচের প্রথম দিনে ভেজা মাঠের কারণে খেলা হয়েছিল স্রেফ ৩০ ওভার। দ্বিতীয় দিনে ২ উইকেটে ৬৯ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। দুই দফার দুটি ধসে বাকি ৮ উইকেট হারায় তারা। প্রথম দফায় ৪ উইকেট পড়ে ১৫ রানের মধ্যে। এরপর শেষ ৪ উইকেট হারায় তারা ২৫ রানের মধ্যে। দুই ধসের মধ্যে দারুণ দৃঢ়চেতা ও ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ১১৬ বলে ৪১ রানের জুটি গড়েন তারা।
আগের দিন দুইবার জীবন পেয়ে ফিফটি করা সাদমান ইসলাম ও একবার জীবন পেয়ে অপরাজিত থাকা শাহাদাত হোসেন দ্বিতীয় দিনেও একইরকম ব্যাটিংয়ে শুরু করেন। খুব স্বস্তিতে খেলতে না পারলেও জুটি আরেকটু এগিয়ে নেন দুজন। ওয়েস্ট ইন্ডিজের মাথাব্যথা হয়ে ওঠা এই জুটি শেষ পর্যন্ত ভাঙেন শামার জোসেফ। দুর্দান্ত ডেলিভারিতে শাহাদাতকে বোল্ড করে দেন তিনি। জুটি থামে ১৯৩ বলে ৭৩ রানে। ১৪০ মিনিট ক্রিজে কাটিয়ে শাহাদাত ২২ রান করতে পারেন ৮৯ বল খেলে। বাঁধ ভাঙার পর বানের পানিতে ভেসে যায় আরও গোটা তিনেক উইকেট। অভিজ্ঞ লিটন কুমার দাস ও নবীন জাকের আলি, দুজনই আউট হন আলগা শটে। পানি পানের বিরতির ঠিক পর আসে আরেকটি বড় ধাক্কা। সাদমানের ২০৭ মিনিটের লড়াই থামিয়ে দেন শামার জোসেফ। ১৩৭ বলে ৬৪ রান করে ফেরেন এই ওপেনার, সেটিও আক্ষেপের গল্প লিখে।
টেস্ট ক্রিকেটে অনেক সময় ফিফটি করে আউট হয়ে যাওয়া অনেকটা অপরাধের পর্যায়ে পড়ে। তবে দলের প্রায় ৪০ শতাংশ রান যদি কেউ একাই করেন, তার দিকে তো আর আঙুল তোলা যায় না! ৬৪ রানে আউট হওয়া সাদমান তাই নিরাপদ অবস্থানেই আছেন। বাংলাদেশের ব্যাটিংয়ের এতটাই নাজুক অবস্থা যে, সফরে এখনও পর্যন্ত তিন ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। প্রথম দিনশেষে দলের ৬৯ রানের মধ্যে তারই ছিল পঞ্চাশ। দ্বিতীয় দিনেও ধীরস্থির ব্যাটিংয়ে এগোচ্ছিলেন তিনি। তবে তার ২০৭ মিনিটের লড়াই শেষ হয়ে যায় শামার জোসেফের বলে। ১৩৭ বলে ৬৪ রান করে বিদায় নেন তিনি। তবে ঘাটতির উপলব্ধি তার নিজেরই আছে। এই ওপেনার নিজেই বলছেন, ইনিংসটি আরও বড় করা উচিত ছিল তার, ‘প্রথম ম্যাচে আমি একটু অসুস্থ ছিলাম। এ কারণে ম্যাচটি খেলা হয়নি। এই ম্যাচের আগে প্রস্তুতি অনেক ভালো নেওয়ার চেষ্টা করেছি, যাতে দলকে ভালো একটা শুরু এনে দিতে পারি। নিজের সেরাটা দিয়েছি, চেষ্টা করেছি অনেক। দুর্ভাগ্যজনকভাবে, আরও বড় করতে পারিনি (ইনিংস)। বড় করতে পারলে দলের জন্য ভালো হতো। আশা করব, পরের ইনিংসে ভালো করব।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

নুনেসের শেষের ম্যাজিকে জিতল লিভারপুল
হামজাকে ঘিরে জামালেরও স্বপ্ন
টিভিতে দেখুন
বিশ্বকাপ থেকে বাংলাদেশের দু’দলেরই বিদায়
চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক রোহিতই
আরও

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

কী আছে তৌফিকার লকারে?

কী আছে তৌফিকার লকারে?

ঘটনার তিনদিন পর থানায় মামলা

ঘটনার তিনদিন পর থানায় মামলা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ