আরেকটি ব্যাটিং ধসের হতাশা
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
স্কোরকার্ড মাঝেমধ্যে কতটা ভুল বোঝাতে পারে, সেটির প্রমাণ ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। উইকেট হারিয়েছে তারা কেবল একটি। প্রশ্ন এখানেই যে, হারাতে পারত আরও কতটি! কতবার যে পরাস্ত হলেন তাদের ব্যাটসম্যানরা, কতবার যে একটুর জন্য ব্যাটের কানা স্পর্শ করল না বল, উইকেটের পেছন থেকে ‘আহা-উহু’ ধরনের শব্দ কতবার যে করলেন কিপার লিটন কুমার দাস! তবে এসবের জন্য তো আর পুরস্কার নেই। বাংলাদেশের জন্যও তাই দিনটি শেষ পর্যন্ত হতাশাময়।
জ্যামাইকায় হতাশার শুরু ব্যাটিং দিয়ে। আগের দিন কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত ব্যাটিং মুখ থুবড়ে পড়ল আবার। পরে বোলিংয়ে সবাই দুর্দান্ত করলেও উইকেট ধরা দিল না যথেষ্ট। জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন শেষে তাই সব মিলিয়ে ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজই। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। ওয়েস্ট ইন্ডিজ রোববার ৩৭ ওভার ব্যাট করে দিন শেষ করে ১ উইকেটে ৭০ রান নিয়ে। মন্থর সারা দিনে দুই দল মিলিয়ে ৭৮.৫ ওভারে রান উঠেছে কেবল ১৬৫।
গত পরশু সকালে শামার জোসেফের দুর্দান্ত একটি স্পেল ভেঙে দেয় বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড। ইনিংসজুড়ে অসাধারণ বোলিং করে বাংলাদেশকে চাপে রাখেন জেডেন সিলস। ইনিংস শেষে তার বোলিং ফিগার অবিশ্বাস্য, ১৫.৫-১০-৫-৪! এক ইনিংসে অন্তত ১৫ ওভার বোলিং করা পেসারদের মধ্যে টেস্ট ইতিহাসের সবচেয়ে মিতব্যয়ী বোলিং এটিই।
সাবিনা পার্কের উইকেটে মুভমেন্ট মিলেছে দিনজুড়েই। শামার-সিলসদের পথ ধরে বাংলাদেশের পেসাররাও দারুণ বোলিং করেন। বিশেষ করে, একাদশে ফেরা নাহিদ রানা গতির ঝড় তুলে ১৫০ কিলোমিটার ছাড়ান বেশ কয়েক দফায়। পরে নিখুঁত লাইন-লেংথের সঙ্গে টার্ন আদায় করে ক্যারিবিয়ানদের নাভিশ্বাস তুলে ছাড়েন তাইজুল ইসলাম। কিন্তু উইকেট একটির বেশি পড়েনি।
ম্যাচের প্রথম দিনে ভেজা মাঠের কারণে খেলা হয়েছিল স্রেফ ৩০ ওভার। দ্বিতীয় দিনে ২ উইকেটে ৬৯ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। দুই দফার দুটি ধসে বাকি ৮ উইকেট হারায় তারা। প্রথম দফায় ৪ উইকেট পড়ে ১৫ রানের মধ্যে। এরপর শেষ ৪ উইকেট হারায় তারা ২৫ রানের মধ্যে। দুই ধসের মধ্যে দারুণ দৃঢ়চেতা ও ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ১১৬ বলে ৪১ রানের জুটি গড়েন তারা।
আগের দিন দুইবার জীবন পেয়ে ফিফটি করা সাদমান ইসলাম ও একবার জীবন পেয়ে অপরাজিত থাকা শাহাদাত হোসেন দ্বিতীয় দিনেও একইরকম ব্যাটিংয়ে শুরু করেন। খুব স্বস্তিতে খেলতে না পারলেও জুটি আরেকটু এগিয়ে নেন দুজন। ওয়েস্ট ইন্ডিজের মাথাব্যথা হয়ে ওঠা এই জুটি শেষ পর্যন্ত ভাঙেন শামার জোসেফ। দুর্দান্ত ডেলিভারিতে শাহাদাতকে বোল্ড করে দেন তিনি। জুটি থামে ১৯৩ বলে ৭৩ রানে। ১৪০ মিনিট ক্রিজে কাটিয়ে শাহাদাত ২২ রান করতে পারেন ৮৯ বল খেলে। বাঁধ ভাঙার পর বানের পানিতে ভেসে যায় আরও গোটা তিনেক উইকেট। অভিজ্ঞ লিটন কুমার দাস ও নবীন জাকের আলি, দুজনই আউট হন আলগা শটে। পানি পানের বিরতির ঠিক পর আসে আরেকটি বড় ধাক্কা। সাদমানের ২০৭ মিনিটের লড়াই থামিয়ে দেন শামার জোসেফ। ১৩৭ বলে ৬৪ রান করে ফেরেন এই ওপেনার, সেটিও আক্ষেপের গল্প লিখে।
টেস্ট ক্রিকেটে অনেক সময় ফিফটি করে আউট হয়ে যাওয়া অনেকটা অপরাধের পর্যায়ে পড়ে। তবে দলের প্রায় ৪০ শতাংশ রান যদি কেউ একাই করেন, তার দিকে তো আর আঙুল তোলা যায় না! ৬৪ রানে আউট হওয়া সাদমান তাই নিরাপদ অবস্থানেই আছেন। বাংলাদেশের ব্যাটিংয়ের এতটাই নাজুক অবস্থা যে, সফরে এখনও পর্যন্ত তিন ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। প্রথম দিনশেষে দলের ৬৯ রানের মধ্যে তারই ছিল পঞ্চাশ। দ্বিতীয় দিনেও ধীরস্থির ব্যাটিংয়ে এগোচ্ছিলেন তিনি। তবে তার ২০৭ মিনিটের লড়াই শেষ হয়ে যায় শামার জোসেফের বলে। ১৩৭ বলে ৬৪ রান করে বিদায় নেন তিনি। তবে ঘাটতির উপলব্ধি তার নিজেরই আছে। এই ওপেনার নিজেই বলছেন, ইনিংসটি আরও বড় করা উচিত ছিল তার, ‘প্রথম ম্যাচে আমি একটু অসুস্থ ছিলাম। এ কারণে ম্যাচটি খেলা হয়নি। এই ম্যাচের আগে প্রস্তুতি অনেক ভালো নেওয়ার চেষ্টা করেছি, যাতে দলকে ভালো একটা শুরু এনে দিতে পারি। নিজের সেরাটা দিয়েছি, চেষ্টা করেছি অনেক। দুর্ভাগ্যজনকভাবে, আরও বড় করতে পারিনি (ইনিংস)। বড় করতে পারলে দলের জন্য ভালো হতো। আশা করব, পরের ইনিংসে ভালো করব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম