প্যাটারসনের ফাইফার, মার্করাম-বাভুমার ব্যাটে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা
০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ এএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ এএম
তৃতীয় দিনটি এগিয়ে থেকেই শুরু করেছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমে গিয়েছিল ৩৫৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৪২ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা।আজ একটু দেখেশুনে ব্যাট করলেই ছিল বড় লিডের সম্ভাবনা।
তবে তৃতীয় দিনে প্রোটিয়াদের বোলিং তোপে সফরকারীদের ইনিংস শেষ হয়েছে দ্রুতই।প্রথম সেশন শেষ হওয়ার আগেই। ৩২৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। তাতে দক্ষিণ আফ্রিকা পেয়ে যায় ৩০ রানের লিড। পরে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৯১ রান সংগ্রহ করে ফেলেছে স্বাগতিকরা। তাতেই ২২১ রানে এগিয়ে গেছে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকরা।
শ্রীলঙ্কার সব হিসাব-নিকাশ উল্টে দেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেন প্যাটারসন । শুক্রবার দিনেশ চান্ডিমালের উইকেট নেওয়া প্যাটারসন তৃতীয় দিন পেয়েছেন আরও ৪ উইকেট। তার বোলিং ফিগার দাঁড়িয়েছে ৭১ রানে ৫ উইকেট। ৬ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম ফাইফারের স্বাদ পেয়েছেন ৩৫ বছরের এ বোলার।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৯১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রাম ৫৫, রায়ান রিকেটলন ২৪ ও টনি ডি জর্জি ১৯ রান করেন। এরইমধ্যে তাদের লিড দুশো ছাড়িয়ে দাঁড়িয়েছে ২২১- এ। ৩৬ রান নিয়ে অপরাজিত থাকা ত্রিস্টান স্টাবস ও ৪৮ রানে অপরাজিত টেম্বা বাভুমা রোববার (৮ ডিসেম্বর) আবার ব্যাট করতে নামবেন। প্রোটিয়াদের ৩টি উইকেটের ২টিই নিয়েছেন প্রবাথ জয়াসুরিয়া। বিশ্ব ফার্নান্দো নেন ১ উইকেট।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৮৯ রান করা নিসাঙ্কা দ্বিতীয় দিনই আউট হয়েছিলেন। ১৫৭ বলে ১১ চার ও ১টি ছয় হাঁকান তিনি। এরপর দিনেশ চান্দিমালের ৪৪, অ্যাঞ্জেলো ম্যাথুসের ৪৪ ও কামিন্দু মেন্ডিসের ৪৮ রানে ভর করে প্রোটিয়াদের কাছাকাছি যেতে সক্ষম হয় তারা। লঙ্কানদের প্রথম ইনিংস শেষে স্বাগতিক দল এগিয়ে ছিল ৩০ রানে।
পিটারসন ক্যারিয়ারে প্রথম বারের মতো ৫ উইকেটের দেখা পান, বিনিময়ে খরচ করেন ৭১ রান। ৬ টেস্টের ক্যারিয়ারে তার উইকেটসংখ্যা ১৭। বাকিদের মধ্যে মার্কো ইয়ানসেন ও কেশভ মহারাজ ২টি করে উইকেট নেন, কাগিসো রাবাদার শিকার ১।
এর আগে রায়ান রিকেলটন ও কাইল ভেরাইনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৫৮ রান করে দক্ষিণ আফ্রিকা। রিকেলটন ১০১ ও ভেরাইনে ১০৫ রান করে অপরাজিত থাকেন। লঙ্কানদের হয়ে ৪ উইকেট নেন লাহিরু কুমারা। আসিথা ফার্নান্দো
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ