ভারতকে গুড়িয়ে সমতায় অস্ট্রেলিয়া
০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
অস্ট্রেলিয়ার পেসারদের সামনে দাঁড়াতেই পারল না ভারত। স্রেফ দুই দিন আর এক সেশনেই সফরকারীদের উড়িয়ে সিরিজে সমতায় ফিরল স্বাগতিকরা।
সিরিজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেইডে তৃতীয় দিন রোববার ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
হাতের ৫ উইকেটে এদিন স্রেফ ৪৭ রান করতে পারে রোহিত শর্মার দল। তাতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৯ রান। কোনো উইকেট না হারিয়ে ৩.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় প্যাট কামিন্স বাহিনী।
সিরিজের একমাত্র দিবা-রাত্রির টেস্টের এই জয়ে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজে ১-১ সমতা টানল অস্ট্রেলিয়া।
আগের দিনের দুটির সঙ্গে এ দিন আরও তিন উইকেট যোগ করে শেষ দিনের নায়ক কামিন্স। জশ হেইজেলউড চোটের কারণে না থাকায় নতুন বল পেয়ে জ্বলে উঠলেন অধিনায়ক। তার প্রাপ্তি ৫৭ রানে ৫ উইকেট। ১১৯ ইনিংসে এটি তার ১৩তম ৫ উইকেট শিকার।
ম্যাচে কামিন্সের উইকেট ৭টি, মিচেল স্টার্কের ৮টি, স্কট বোল্যান্ডের ৫টি। তিন অস্ট্রেলিয়ান পেসার মিলেই শিকার করেছেন ভারতের ২০ উইকেট।
তবে বোলারদের ম্যাচে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ট্রাভিস হেড।
দুই দিনেই জয়ের পথ রচনা করে ফেলেছিল অস্ট্রেলিয়া। ৫ উইকেটে ১২৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ভারত প্রথম ওভারেই হারায় রিশাভ পান্তকে। মিচেল স্টার্ক বিদায় করে দেন বিপজ্জনক এই ব্যাটসম্যানকে।
আরেক অপরাজিত ব্যাটসম্যান নিতিশ কুমার রেড্ডি দুই দফায় জীবন পেয়েও টিকতে পারেননি। প্রথমে স্টার্কের বলে ক্যাচ নিতে পারেননি স্মিথ, খানিক পর কামিন্সের বলে ব্যর্থ হেড। এর ফাঁকে দারুণ দুটি শর্ট বলে রাভিচান্দ্রান অশ্বিন ও হার্শিত রানাকে ফেরান কামিন্স। খানিক পর অস্ট্রেলিয়ান অধিনায়কের শর্ট বলে আউট হন রেড্ডি।
৪২ রান করা রেড্ডিকে ফিরিয়ে পাঁচ উইকেট পূরণ করেন কামিন্সের। পরের বলেই আরেকটি উইকেট পেতে পারতেন তিনি। কিন্তু উইকেটের পেছনে অ্যালেক্স কেয়ারি পারেননি সিরাজের ক্যাচ নিতে। পরের ওভারে সিরাজকে ফিরিয়েই ভারতীয় ইনিংস গুটিয়ে দেন বোল্যান্ড।
প্রথম ইনিংসে এক ওভার বল করা ন্যাথান লায়নকে দ্বিতীয় ইনিংসে বল হাতে নিতে হয়নি। ১৩১ ম্যাচের ক্যারিয়ারে এত কম বোলিং আগে কখনোই করেননি এই অফ স্পিনার। ২০১১ সালে ক্যারিয়ারের চতুর্থ টেস্টে করেছিলেন তিন ওভার বোলিং।
রান তাড়ায় ১৯ রানের ছোট্ট লক্ষ্যে দ্রুতই পৌঁছে যান উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকসুয়েনি।
ব্রিজবেনে আগমী শনিবার শুরু সিরিজের তৃতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১৮০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩৭
ভারত ২য় ইনিংস: ৩৬.৫ ওভারে ১৭৫ (আগের দিন ১২৮/৫) (পান্ত ২৮, নিতিশ ৪২, অশ্বিন ৭, হার্শিত ০, বুমরাহ ২*, সিরাজ ৭; স্টার্ক ১৪-১-৬০-২, কামিন্স ১৪-০-৫৭-৫, বোল্যান্ড ৮.৫-০-৫১-৩)।
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ১৯) ৩.২ ওভারে ১৯/০ (ম্যাকসুয়েনি ১০*, খাওয়াজা ৯*; বুমরাহ ১-০-২-০, সিরাজ ১.২-০-৯-০, নিতিশ ১-০-৮-০)।
ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজের দুটি শেষে ১-১ সমতা।
ম্যান অব দা ম্যাচ: ট্রাভিস হেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাগুরার মহম্মদপুরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম
ফাইনালে গ্রিনকে পাওয়ার আশায় আস্ট্রেলিয়া
উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'
ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল
বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান
মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না জুমার খুৎবা পূর্ব বয়ান
কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সমাবেশ
পীরগনজে শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণে মহোৎসব
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন তাবিথ আউয়াল
জিনপিং নয়, চীনের পক্ষে কে যাচ্ছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে?
হাসিনার ফ্যাসিস্ট জামানার হিসাব ও বিচার চায় মানুষ - সিলেট বিএনপি নেতা মাহবুব চৌধুরী
যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিমানশক্তিকে অদম্য হয়ে উঠছে চীন
মুরাদনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের চরম ভোগান্তি
'ইত্যাদি' তে ভাঙচুর-মারামারির অভিযোগ ভূয়া
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রাজশাহী
মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: সিলেটবাসীকে আজহারী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি’সহ আটক ১