রেকর্ড গড়া জয়ে ইংল্যান্ডের ১৭ বছরের অপেক্ষার অবসান
০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
জয়ের মঞ্চ এক প্রকার প্রস্তুতই ছিল। দেখার ছিল ‘অসম্ভব’ লক্ষ্যের সামনে দাঁড়িয়ে কতটা লড়াই করতে পারে নিউজিল্যান্ড। টম ব্লান্ডেলের শতকের পরও লড়াইটা বেশিদূর নিতে পারল না স্বাগতিকরা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ব্ল্যাক ক্যাপস বাহিনীকে রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড। তাতে ১৭ বছরের অপেক্ষাও শেষ হলো ইংলিশদের।
ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন রোববার নিউজিল্যান্ডকে ৩২৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। রানের ব্যবধানে এটিই কিউইদের বিপক্ষে ইংলিশদের সবচেয়ে বড় জয়।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০-তে নিশ্চিত করল ইংল্যান্ড। ২০০৮ সালের পরে এই প্রথম নিউজিল্যান্ডে এসে সিজির জিততে পারল তারা। মাঝে চার দফায় সেখানে গিয়েও সিরিজ জিতে ফিরতে পারেনি তারা। এবার পারল বেন স্টোকসের দল। যে জয়ের নেপথ্যের নায়ক নিউজিল্যান্ডেরই কিংবদন্তি ক্রিকেটার ব্রান্ডন ম্যাককালাম, ইংলিশ কোচ। একই সাথে দ্বিতীয় দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০ জয় পূর্ণ করল ইংল্যান্ড।
৫ উইকেটে ৩৭৮ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড, রুট শুরু করেন ৭৩ রান নিয়ে। এ দিন আর ৬.২ ওভার খেলে ৪৯ রান করে ইনিংস ঘোষণা করে দেয় তারা। রুট আউট হতেই আসে ইনিংস ঘোষণা। ততক্ষণে ক্যারিয়ারের ৩৬তম টেস্ট সেঞ্চুরি হয়ে গেছে রুটের।
১২৭ বলে ৩৬তম টেস্ট সেঞ্চুরিতে রুট বসলেন রাহুল দ্রাবিড়ের পাশে। যৌথভাবে টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরিয়ান দুই যুগের দুই গ্রেট।
রুট আউট হতেই নিজেকে ৪৯ রানে রেখে ইনিংস ঘোষণা করেন ইংলিশ দলপতি স্টোকস। এই জুটি থেকে আসে ৮১ বলে ১০০ রান। নিউজিল্যান্ড পায় ৫৮৩ রানের লক্ষ্য।
রেকর্ড রান তাড়ায় ব্লান্ডেল খেলেন ১০২ বলে ১১৫ রানের ঝড়ো ইনিংস। নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৫৪.২ ওভারে ২৫৯ রান।
ইংলিশ পেসারদের সামনে দাঁড়াতে পারেনি টপ অর্ডার। ডেভন কনওয়েকে রানের খাতা খুলতে দেননি ক্রিস ওকস। দারুণ ডেলিভারিতে বোল্ড করে দেন ওপেনারকে। ওকসই অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে (১৬ বলে ৬) করেন কট বিহাইন্ড। ব্রেইডন কার্সকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক টম ল্যাথাম (৩৫ বলে ২৪)। খানিক পর রাচিন রাভিন্দ্রকে কট বিহাইন্ড করেন কার্সই। নিউজিল্যান্ডের স্কোরবোর্ড হয়ে যায় ৪ উইকেটে ৫৯।
এরপর ড্যারিল মিচেলকে (৭০ বলে ৩২) নিয়ে ১০৪ বলে ৪৭, গ্লেন ফিলিপসকে (১১ বলে ১৬) নিয়ে ২২ বলে ৩৫ এবং নাথান স্মিথকে (৫১ বলে ৪২) নিয়ে ৮২ বলে ৯৬ রানের জুটিতে নেতৃত্ব দেন ব্লান্ডেল।
৭৯ বলে ক্যারিয়ারের পঞ্চম শতক পূর্ণ করে এই কিপার-ব্যাটার আউট হন ১০২ বলে ১৩টি চার ও ৫ ছক্কায় ১১৫ রানের ঝড়ো ইনিংস খেলে। শোয়েব বাশিরের বলে স্কুপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচ নেন বেন ডাকেট।
২.২ ওভারে স্রেফ ৫ রানে ৩ উইকেট নেন স্টোকস। দুটি করে শিকার ধরেন ওকস, কার্স ও বশির। অন্যটি নেন প্রথম ইনিংসে হ্যাটট্রিক করা গুস অ্যাটকিনসন।
প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের সামনে ১২৩ ও দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করা হ্যারি ব্রুক ম্যাচের নায়ক।
সিরিজের শেষ টেস্ট আগামী শনিবার শুরু হবে হ্যামিল্টনে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮০
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১২৫
ইংল্যান্ড ২য় ইনিংস: ৮২.৩ ওভারে ৪২৭/৬ (ডিক্লে, আগের দিন ৩৭৮/৫) (রুট ১০৬, স্টোকস ৪৯*; সাউদি ১৪-০-৭২-২, হেনরি ১৮-০-১০০-২, স্মিথ ১৬-০-৭৪-০, ও’রোক ১৮.৩-০-১০৪-১, ফিলিপস ১৬-০-৭৫-১)।
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫৮৩) ৫৪.২ ওভারে ২৫৯ (ল্যাথাম ২৪, কনওয়ে ০, উইলিয়ামসন ৪, রাভিন্দ্রা ৬, মিচেল ৩২, ব্লান্ডেল ১১৫, ফিলিপস ১৬, স্মিথ ৪২, হেনরি ৪, সাউদি ৮, ও’রোক ১*; ওকস ১০-৪-২০-২, অ্যাটকিনসন ১২-০-৬৮-১, কার্স ১১-০-৫৩-২, বাশির ১৯-২-১১০-২, স্টোকস ২.২-০-৫-৩)।
ফল: ইংল্যান্ড ৩২৩ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: হ্যারি ব্রুক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সেমি-সুয়ারেসের সঙ্গে নেইমারের জুটি নিয়ে যা বললেন মায়ামি কোচ মাসচেরানো
মাগুরার মহম্মদপুরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম
ফাইনালে গ্রিনকে পাওয়ার আশায় আস্ট্রেলিয়া
উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'
ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল
বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান
মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না জুমার খুৎবা পূর্ব বয়ান
কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সমাবেশ
পীরগনজে শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণে মহোৎসব
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন তাবিথ আউয়াল
জিনপিং নয়, চীনের পক্ষে কে যাচ্ছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে?
হাসিনার ফ্যাসিস্ট জামানার হিসাব ও বিচার চায় মানুষ - সিলেট বিএনপি নেতা মাহবুব চৌধুরী
যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিমানশক্তিকে অদম্য হয়ে উঠছে চীন
মুরাদনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের চরম ভোগান্তি
'ইত্যাদি' তে ভাঙচুর-মারামারির অভিযোগ ভূয়া
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রাজশাহী
মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: সিলেটবাসীকে আজহারী