ভারত বলেই তেঁতে ছিল বাংলাদেশ
০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ফাইনাল জয়ের আনন্দ তো এমনিতেই উত্তুঙ্গ। প্রতিপক্ষ যখন ভারত, সব পর্যায়ের ক্রিকেটেই উত্তেজনাটা পৌঁছে যায় যেন অন্য মাত্রায়। সব প্রাপ্তিকে এক বিন্দুতে মিলিয়েই নিজেদের রাঙাল বাংলাদেশের যুবারা। গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশের যুবারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯৮ রানের পুঁজি নিয়ে লড়তে নেমে ভারতকে ১৩৯ রানেই গুটিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
জয়ের সুবাস পেয়ে গ্যালারিতে উল্লাস চলছিল অনেকক্ষণ আগ থেকেই। অধিনায়ক আজিজুল হাকিম তামিম শেষ উইকেট নেয়ার পরই সেই উচ্ছ্বাসে যেন নতুন প্রাণের দোলা লাগল। মাঠের ভেতরে তখন নানা আবেগের ¯্রােত। কেউ ডানা মেলে উড়ছেন, কেউ দিগি¦দিক ছুটছেন। দেশের পতাকার দুই প্রান্তে ধরে ছুটে গেলেন দু’জন। মারুফ মৃধাকে কাঁধে তুলে নিলেন কেউ একজন। সবশেষে মাঠেই সকলে মিলে সৃষ্টিকর্তার শুকরিয়ায় দিলেন সেজদাহ। সব মিলিয়ে দুবাইয়ের গ্যালারি থেকে মাঠে একাকার লাল-সবুজের শিরোপা উৎসব।
এই উৎসবের আঁচ এরই মধ্যে লেগে গেছে দুবাই থেকে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের বাংলাদেশেও। সেটি বাড়তি মাত্র পেয়েছে বিজয়ের মাস ডিসেম্বর বলেই। তবে ভারতের বিপক্ষে সেই জয়ের মাহাত্ম্যতাটা বেড়ে গেছে বহুগুণে। বিশেষ করে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানের পর ফ্যাসিস্ট হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর থেকে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত কথিত এই বন্ধু রাষ্ট্রটি। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু সাম্প্রদায়িক উস্কানিমূলন খবর ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারাও করছে ভারত। গোটা বাংলাদেশের জনগন এখানেও একাট্টা হয়ে লড়ছে এর বিরুদ্ধে। প্রতিবাদ, বিক্ষোভ আর বিভিন্ন আয়োজনে ভারতকে জবাব দিচ্ছে ‘চোখে চোখ রেখে’। এবার এশিয়া কাপের ফাইনালে তাদের দম্ভচূর্ণ করে ময়দানী জবাবটাও দিল বাংলাদেশের যুবারা।
অধিনায়ক তামিম টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ওপেনার কালাম সিদ্দিকীও ব্যাট হাতে ছন্দে ছিলেন। রান পেয়েছেন আরেক ওপেনার জাওয়াদ আবরারও। কিন্তু ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গতকালের ফাইনালে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনজনের কেউ। জাওয়াদ ৩৫ বলে ২০ রান করেছেন, কালাম ১৬ বল খেলে আউট হয়েছেন ১ রানে আর অধিনায়ক আজিজুল হাকিম একটি করে চার ও ছয়ে করতে পেরেছেন ২৮ বলে ১৬ রান। তবে মিডল অর্ডারে মোহাম্মদ শিহাব জেমস (৬৭ বলে ৪০), রিজান হোসেন (৬৫ বলে ৪৭) ও ফরিদ হাসানের (৪৯ বলে ৩৯) ব্যাটে ভর করে ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে ১৯৮ রান করতে পারে বাংলাদেশ।
শক্তিশালী ভারতের বিপক্ষে ২০০ রানের নিচে তুলে কি জয়ের কথা ভাবতে পেরেছিলেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম? শিরোপা জয়ের পর পুরস্কার মঞ্চে তিনি বলেছেন, তার আত্মবিশ্বাস ছিল বাংলাদেশ জিতবে। বোলারদের ওপর বিশ্বাসী ছিল আজিজুল হাকিমের। ম্যাচ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বলেছেন, ‘খুব ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। আমরা সবাই খুব খুশি।’ আজিজুল এরপর যোগ করেন, ‘অল্প রানে আটকে গেলেও আত্মবিশ্বাসী ছিলাম। আমি জানতাম, আমার বোলাররা কী করতে পারে।’ ভারতের ব্যাটসম্যানদের বিপক্ষে পরিকল্পনা আসলে কী ছিল বাংলাদেশের অধিনায়কের- এমন প্রশ্নের উত্তরে আজিজুল হাকিম বলেছেন, ‘ভারতের ব্যাটসম্যানরা অফসাইডে একটু লড়াই করছিল। বিশেষ করে চতুর্থ বা পঞ্চম স্টাম্প বরাবর বলে। পরিকল্পনা ছিল, অফসাইডে বোলিং করে তাদের ঝামেলায় ফেলা।’
আনন্দের এই দিনে দেশের মানুষের উদ্দেশে, বিশেষ করে দুবাইয়ে মাঠে গিয়ে যারা দলকে সমর্থন করেছেন; তাদের উদ্দেশে কী বলবেন- এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমাদের সব সমর্থক এবং বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ।’
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৪৯.১ ওভারে ১৯৮ (রিজান ৪৭, জেমস ৪০, ফরিদ ৩৯, জাওয়াদ ২০, আজিজুল ১৬, মারুফ ১১; যুধজিৎ ২/২৯, হার্দিক ২/৪১, চেতন ২/৪৮)। ভারত অনূর্ধ্ব-১৯ দল : ৩৫.২ ওভারে ১৩৯ (আমান ২৬, হার্দিক ২৪, কার্তিকেয়া ২১, সিদ্ধার্থ ২০, চেতন ১০; আজিজুল ৩/৮, ইকবাল ৩/২৪, আল ফাহাদ ২/৩৪, রিজান ১/১৪, মারুফ ১/৩৬)। ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫৯ রানে জয়ী। ফাইনাল ও আসর সেরা : ইকবাল হোসেন ইমন (বাংলাদেশ)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গজারিয়ায় বিএনপি নেতার শীত বস্ত্র বিতরণ
টাঙ্গাইলে মহাসড়কে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
ভোটার তালিকা হালনাগাদে ইসির প্রস্তুতি
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার
সচিবালয়ে আগুন পরিকল্পিত: প্রকৌশলী ইকরামুল খান
সেন্ট মার্টিন থেকে ফেরার পথে আটকা পড়েছেন ৭১ পর্যটক
জকিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু
বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতির লক্ষে ইসিফোরজে’র প্রি-ওয়ার্কশপ
উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন, ৩ কর্মদিবসে প্রাথমিক প্রতিবেদন
ব্রাহ্মণপাড়ায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা
কালীগঞ্জে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক