বড় সংগ্রহের পরেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলো বাংলাদেশ
০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ এএম
২৯৫।লক্ষ্যটা অনেক বড় না হলেও সেন্ট কিটসের উইকেট ও রেকর্ড বিবেচনায় জয়ের জন্য যথেষ্ট হওয়ার কথা ছিল।বোলাররাও প্রথম ভাগে চেপে ধরেছিল ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের।সাকিব-রানাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯০ রান পেরোতেই তিন উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের রানের চাকাও ঘুরছিল ধীরে।
তবে চাপের মুখে শাই হোপ ও শেরফেন রাদারফোর্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। ৯৯ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৮৬ রানে হোপ বিদায় নিলেও ক্রিজে রীতিমতো ঝড় তুলে জয় সহজ করে দেন রাদারফোর্ড।
সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশে হারল পাঁচ উইকেটে।ক্যারিবিয়ানদের জয়ের নায়ক রাদারফোর্ডের ব্যাট থেকে আসে ১১৩ রান। এ ছাড়া জাস্টিন গ্রিভস করেন অপরাজিত ৪১ রান।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
জিততে হলে সেন্ট কিটসের এই মাঠে রেকর্ড গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। সেটিই করে দেখিয়েছে ক্যারিবীয়রা। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাঠে সর্বোচ্চ ২৬৬ রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিই ছিল সেন্ট কিটসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।অন্যদিকে টানা ১১ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারল বাংলাদেশ।
৩০ ওভার পর্যন্ত ম্যাচেই ছিল বাংলাদেশ। এরপর রাদারফোর্ড পাল্টা আক্রমণ শুরু করলে এলোমেলে হয়ে যায় বোলিং। হোপ বিদায় নিলেও সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা। গ্রেভসের সঙ্গে খুনে জুটিতে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান রাদারফোর্ড।
রাদারফোর্ডের ম্যাচ জেতানোর ভিতটা গড়েছেন হোপ। ৮৮ বলে ৮৬ রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান অধিনায়ক। হোপ ও কার্টির ৮২ বলে ৬৭ রানের জুটি রান তাড়ার শুরুটা এনে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট তানজিম, নাহিদ, রিশাদ, মিরাজ ও সৌম্যর।
এর আগে শুরুটা দারুণ হয় টাইগারদের।ওপেনিং জুটিতে ইতিবাচক ব্যাটিংয়ে ৪.৪ ওভারে ৩৪ রান যোগ করে সৌম্য সরকার ও তানজিদ।তবে দারুন কিছু শটে বড় ইনিংসের ইঙ্গিত দেওয়া সৌম্য সরকার আজহারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে এই জুটি।আউট হওয়ার আগে এই বাঁহাতির ব্যাট থেকে আসে ১৮ বলে ১৯ রান। তিনে ব্যাট করতে নেমে মাত্র ২ রান করে ফেরেন লিটন দাস।দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
এরপর উইকেটে আসেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।ফিরতে পারতেন রানের খাতা খোলার আগেই।মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই তাঁর বিপক্ষে এলবিডব্লুর আবেদনে সাড়া দিলেন আম্পায়ার।তবে রিভিউ বাঁচিয়ে দেয় তাকে।
শুরুতে নড়বড়ে মিরাজ এরপর তানজিদকে নিয়ে দলের হাল ধরেন।এই জুটিতে ভর করে ১৭ ওভার ৫ বলে দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ। এরই মাঝে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম। ক্যারিবীয়ানদের বিপক্ষে আজ তিনি ৪৬ বলে তুলে নেন ফিফটি। তার মধ্যে রয়েছে ৫ টি চার ও ৩ টি ছক্কা।
তবে ফিফটি তুলে নেওয়ার পর নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তামিম। ৬০ বলে ৬০ রান করে আলজারি জোসেফের বলে রস্টন চেজের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার বিদায়ে ভাঙে ৯৭ বলে ৭৯ রানের জুটি।
তার বিদায়ের পর নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অধিনায়ক মিরাজ।ওয়ানডে ক্যারিয়ারে নিজের পঞ্চম হাফ সেঞ্চুরি পেতে তার লাগে ৭২ বল। মাঝে আফিফ হোসেন ২৯ বলে ২৮ রান করে আউট হয়ে যান।
মিরাজও সেঞ্চুরির কাছাকাছি যেতে পারেননি। ১০১ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৭৪ রান করে সিলসের বলে রাদারফোর্ডের হাতে ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পর বাংলাদেশের হাল ধরেন জাকের আলি অনিক ও মাহমুদউল্লাহ রিয়াদ।
দলের রানকে তিনশর কাছাকাছি নিয়ে যান তারা দুজনই। ৭৪ বলে ৯৬ রানের জুটি ছিল তাদের। ৪০ বলে ৪৮ রান করে ইনিংস শেষ হওয়ার এক বল আগে আউট হন জাকের। ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন রিয়াদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা