কুসল-ধনাঞ্জয়ার ব্যাটে রোমাঞ্চকর শেষের অপেক্ষা
০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ এএম
পুরো দিনে ছড়ি ঘোরালেন বোলাররা। আরও স্পষ্ট করে বললে স্পিনাররা। কিন্তু শেষ দেড় ঘণ্টা দারুণ দৃঢ়তা দেখালেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুসল মেন্ডিস। তাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড রান তাড়ায় রোমাঞ্চকর এক সমাপ্তির অপেক্ষায় শ্রীলঙ্কা।
সম্ভাবনায় পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও। সেন্ট জর্জ পার্কে সোমবার টেস্টের শেষ দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ১৪৩ রান, দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট।
৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে সফরকারীদের টানছেন ধানাঞ্জায়া ও মেন্ডিস। দুজনেই অপরাজিত আছেন ৩৯ রানে। তাদের ব্যাটিং লাইনআপের শেষ দুই বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা তারা।
রোববার প্রাবাথ জায়াসুরিয়ার দুর্দান্ত বোলিংয়ে ৩১৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। পরে ৩৪৮ রানের লক্ষ্যে ৫ উইকেটে ২০৫ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে লঙ্কানরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ৩৫২ রান তাড়া করে জয়ের নজির আছে শ্রীলঙ্কার, ২০০৬ সালে কলম্বোয়। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে সব দল মিলিয়ে রেকর্ডটা ৩৩৬ রানের। ১৯৫০ সালে ডারবানের ওই টেস্টে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
লঙ্কানদের লক্ষ্যটা বাড়তে দেননি প্রবাথ। বাঁহাতি স্পিনার ১২৯ রান দিয়ে ধরেন ৫ শিকার। ১৮ টেস্টের ক্যারিয়ারে ইনিংসে এটি তার দশম পাঁচ উইকেট শিকার।
৩ উইকেটে ১৯১ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা স্রেফ ৬৩ রানে হারায় শেষ ৬ উইকেট।
৪৮ রান নিয়ে দিন শুরু করা বাভুমা আউট হন ২ ছক্কা ও ৩ চারে ৬৬ রান করে। দিনের প্রথম ওভারেই টানা চতুর্থ ও ক্যারিয়ারের ২৪তম ফিফটি পূরণ করেন প্রটিয়া অধিনায়ক।
৩৬ রান নিয়ে খেলতে নামা ট্রিস্টান স্টাবস ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন ২ চারে ৪৭ রান করে। তাতে ভাঙে ইনিংসের একমাত্র শতরানের জুটি (১০৪)।
এরপর বাভুমা ফিরতেই একের পর এক উইকেট হারিয়ে দ্রুতই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। নিজের টানা দুই ওভারে ডেভিড বেডিংহ্যাম ও মার্কো ইয়ানসেনকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন আগের দিন দুই শিকার ধরা প্রবাথ। মাঝে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাকে ৯ রানে কট বিহাইন্ড করে দেন ভিশ্ব ফার্নান্দো। ১ ছক্কা ও ২ চারে ৮ বলে ১৪ রান করা প্যাটারসনকে বোল্ড করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন আসিথা ফার্নান্দো।
লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। অভিজ্ঞ দিমুথ কারুনারাত্নেকে এলবিডব্লিউ করেন কাগিসো রাবাদা। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি ১ রান করা কারুনারাত্নে। সিরিজে চার ইনিংসে তৃতীয়বার দুই অঙ্ক ছুঁতে পারলেন না তিনি।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ড্যান প্যাটারসনের বলে খানিক পর নিসাঙ্কা ধরা পড়েন উইকেটের পেছনে। শেষ সেশনের দ্বিতীয় ওভারে প্যাটারসনের শিকার ভালো শুরু পাওয়া অভিজ্ঞ দিনেশ চান্দিমালও।
এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা চালান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কামিন্দু মেন্ডিস। নিজের পরপর দুই ওভারে থিতু দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন কেশাভ মহারাজ। ৩২ রান করা ম্যাথিউসকে বোল্ড করার পর ৩৫ বলে ৩৫ রান করা কামিন্দুকে কট বিহাইন্ড করেন বাঁহাতি স্পিনার।
১২২ রানে ৫ উইকেট হারিয়ে তখন ভীষণ চাপে শ্রীলঙ্কা। লক্ষ্য থেকে তখনও তারা ২২৬ রানে দূরে। দক্ষিণ আফ্রিকা দেখছিল বড় জয়ের স্বপ্ন।
এরপরই তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান ধানাঞ্জায়া ও মেন্ডিস। দারুণ দৃঢ়তায় দলকে কক্ষপথে ফেরান তারা। এই দুজনের ব্যাটে নতুন করে স্বপ্ন বুনছে লঙ্কানরা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৫৮
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩২৮
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৮৬ ওভারে ৩১৭ (আগের দিন ১৯১/৩) (স্টাবস ৪৭, বাভুমা ৬৬, বেডিংহ্যাম ৩৫, ভেরেইনা ৯, ইয়ানসেন ৮, মহারাজ ১৪*, রাবাদা ৮ প্যাটারসন; ভিশ্ব ১৯-৪-৪৭-২, আসিথা ১৪-২-৫২-১, লাহিরু ১৬-০-৭১-১, জায়াসুরিয়া ৩৪-২-১২৯-৫, ধানাঞ্জায়া ৩-০-১০-০)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৩৪৮) ৫২ ওভারে ২০৫/৫ (নিসাঙ্কা ১৮, কারুনারাত্নে ১, চান্দিমাল ২৯, ম্যাথিউস ৩২, কামিন্দু ৩৫, ধানাঞ্জায়া ৩৯*, মেন্ডিস ৩৯*; রাবাদা ১৩-২-৪৪-১, ইয়ানসেন ১০-১-৫৪-০, মহারাজ ১৬-২-৬২-২, প্যাটারসন ১২-৩-৩৩-২, মার্করাম ১-০-৬-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গাজাকে বাসোপযোগী করতে হবে
ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ
দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার
এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন
জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন : লুৎফর রহমান খান আজাদ
শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।
আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প