নাটকীয় হারে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ
০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম
জয়ের মঞ্চে দাঁড়িয়ে শেষ ওভারের নাটকীয়তায় হেরে গেল বাংলাদেশের মেয়েরা। রোমাঞ্চকর জয়ে নিগার সুলতানার দলকে হোয়াইটওয়াশ করে ছাড়ল আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০তে জিতে নিয়েছে আইরিশরা। ১২৪ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১ বল হাতে রেখে।
দলটির জন্য এটি মধুর প্রতিশোধও। মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
নিজেদের অবিশ্বাস্য ভুলে এদিন জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ৫ বলে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৪ রান। স্বর্ণা আক্তারের ফুলটসে টাইমিং গড়বড় করে লং অফে ক্যাচ দিয়েছিলেন লরা ডেনলি। কিন্তু সহজ ক্যাচ নিতে পারেননি রিতু মনি। উল্টো ২ রান পেয়ে যায় আয়ারল্যান্ড। জীবন পেয়ে পরের দুই বলে চার হাকান ডেনলি।
২ বলে যখন ৪ রান দরকার তখন আবারও টাইমিংয়ে গড়বড় করে লং অফে ক্যাচ তোলেন ডেনলি। এবার বলের ফ্লাইট বুঝতে পারেননি জান্নাতুল ফেরদৌস। উল্টো বল পেরিয়ে যায় বাউন্ডারি লাইন। ক্যাচের সাথে ম্যাচও বেরিয়ে যায় বাংলাদেশের মুঠো থেকে।
ম্যাচ হারে বাংলাদেশের মিডল অর্ডারের দায়ও কম নয়। দেড়শর্ধো সংগ্রহের ভিতে দাঁড়িয়ে বাংলাদেশ শেষ ৩৯ বলে তুলতে পারে স্রেফ ১৯ রান। এসময় তারা উইকেট হারায় ৬টি।
টসে হেরে ব্যাটে নেমে চতুর্থ ওভারে দলীয় ৩৩ রানে মুর্শিদা খাতুনকে (১২ বলে ১২) হারায় বাংলাদেশ। এরপর দারুণ জুটি গড়েন আরেক ওপেনার সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার। দারুণ ছন্দে থাকা শারমিনের বিদায়ে ভাঙে ৭১ রানের জুটি। ৩৩ বলে ৩৪ রান করে ফেরেন শারমিন।
বাংলাদেশের ধ্বসের শুরু এখানেই। এক ওভার পর সোবহানা বিদায় নেন ৪৩ বলে ৪৫ রান করে। বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। এসময় সবচেয়ে বড় ধ্বস নামান ওরলা প্রেন্ডারগোস্ট। নিজের শেষ ২ ওভারে একাই ৪ উইকেট নেন তিনি।
সব মিলিয়ে ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট নেন তিনি। টুর্নামেন্ট জুড়েই আলো ছড়ান এই অলরাউন্ডার। ৫৪ রান ও ১০ উইকেট নিয়ে সিরিজ সেরাও তাই প্রেন্ডারগাস্ট।
তবে ৩১ বলে অপরাজিত ৩৬ রানের কল্যাণে আইরিশদের এদিনের জয়ের নায়ক ডেনলিই।
আইরিশদের রান তাড়ার শুরুটাও ছিল দারুণ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান তোলে এমি হান্টার ও গ্যাবি লুইস।
২৪ বলে ২৮ রান করে হান্টারের বিদায়ে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারে আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে বিদায় করেন লেগ স্পিনার রাবেয়া খান।
এরপর রান আটকে ও দ্রুত আরও উইকেট নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। প্রথম ম্যাচে ঝড় তোলা লিয়া পল এবার শূন্যতেই রান আউট হন মুর্শিদা খাতুনের থ্রোয়ে। আইরিশদের বড় ভরসা ওর্লা প্রেন্ডারগাস্ট ১১ রান করে সীমানায় ধরা পড়েন রাবেয়ার বলে। ১৫ রানের মধ্যে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
ডেলানি ও রেবেকা স্টোকেল সেখান থেকে জুটি গড়ে দলকে এগিয়ে নেন কিছুটা। তবে রান রেটের চাপ বাড়ছিলই। দুই ওভারে যখন প্রয়োজন ২১ রান, নাহিদার বলে বোল্ড হয়ে যান স্টোকেল। ১৯ রান করতে ২২ বল খেলেন তিনি।
নাহিদার ওই ওভার থেকে আসে কেবল ৬ রান। বাংলাদেশ তখন প্রবলভাবেই ফেভারিট। কিন্তু শেষ ওভারে ডেলানির দারুণ ব্যাটিংয়ের সঙ্গে বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ে কঠিন সমীকরণ মিলিয়ে জয়ের উৎসবে মাতে আইরিশরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২৩/৭ (সোবহানা ৪৫, মুর্শিদা ১২, শারমিাহিদান ৩৪, নিগার ৮, স্বর্ণা ৪, রিতু ০, রাবেয়া ৩*, নাহিদা ১, জান্নাতুল ১*; সারজেন্ট ৪-০-২১-০, প্রেন্ডারগাস্ট ৪-০-২২-৪, ডালজেল ২-০-২৩-০, কেলি ৪-০-১৮-০, ডেলানি ২-০-১৬-০, ম্যাগুইয়ের ৪-০-২৫-২)।
আয়ারল্যান্ড: ১৯.৫ ওভারে ১২৪/৬ (হান্টার ২৮, লুইস ২১, প্রেন্ডারগাস্ট ১১, পল ০, ডেলানি ৩৬*, স্টোকেল ১৯, কেলি ২, রেইলি ০*; জাহানারা ২-০-১৬-০, মেঘলা ৪-০-২১-০, নাহিদা ৪-০-২৬-১, রাবেয়া ৪-০-১৭-২, জান্নাতুল ৩-০-১৯-১, ফাহিমা ২.৫-০-২৪-০)।
ফল: আয়ারল্যান্ড ৪ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে আয়ারল্যান্ড ৩-০তে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: লরা ডেলানি।
প্লেয়ার অব দা সিরিজ: ওরলা প্রেন্ডারগাস্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের
পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট
আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর
লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি
লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন
হলুদ রঙে সেজেছে ক্ষেত
গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত
অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান
ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ
উত্তরা থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান
মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার
তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫