লঙ্কানদের হোয়াইটওয়াশ করে শীর্ষে দ. আফ্রিকা
০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম
ধনাঞ্জয়া ডি সিলভা ও কুসাল মেন্ডিসের ব্যাটে রেকর্ড গড়া জয়ের স্বপ্ন নিয়ে আগের দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। নতুন দিনের শুরুতে সেই স্বপ্ন চুরমার করে দিলেন কেশাভ মহারাজ। স্রেফ ১৯ রানে শেষ ৫ উইকেট তুলে নিয়ে সফকারীদের হোয়াইটওয়াশ করে ছাড়ল প্রটিয়ারা। উঠে গেল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে।
গেবেখায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ১০৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩৪৮ রানের লক্ষ্যে ৫ উইকেটে ২০৫ রান নিয়ে সোমবার শেষ দিন শুরু করা লঙ্কানরা গুটিয়ে যায় ২৩৮ রানে।
এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ তারা জিতেছিল ২৩৩ রানে।
টানা দুই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আরও জোরদার হলো প্রটিয়াদের। ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে চলতি চক্রের টেবিলে এখন শীর্ষে তারা। দুই ও তিনে যথাক্রমে অস্ট্রেলিয়া (৬০.৭১) ও ভারত (৫৭.২৯)। এই দুই দল বর্তমান সিরিজ খেলছে নিজেদের মধ্যে।
দ্বিতীয় ইনিংসে ৭৬ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মহারাজ। ৫৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার এনিয়ে একাদশবার পেলেন পাঁচ উইকেটের স্বাদ, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বার।
তবে প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটস ও ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা পেসার ড্যান প্যাটারসন। চার ইনিংসে তিন ফিফটি ও এক সেঞ্চুরিতে সিরিজ সেরার পুরস্কার ওঠেছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার হাতে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে শেষ দিনে ১৪৩ রান দরকার ছিল শ্রীলঙ্কার। সেই লক্ষ্যে ধানাঞ্জায়া ও কুসালের আগের দিনের ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি এদিন শুরুটা ভালোই করেছি। প্রথম আধা ঘণ্টা কাটিয়ে দেন তারা। কিন্তু জুটি ভাঙতেই মুহূর্তেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
দিনের সপ্তম ওভারের শেষ বলে কুসালকে ফিরিয়ে ৯৭ রানের জুটি ভাঙেন মহারাজ। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন এইডেন মার্করাম। এদিন ৭ রান যোগ করে ৪৬ রানে আউট হন কুসাল।
৩৯ রান নিয়ে দিন শুরু করা ধানাঞ্জায়া ৯১ বলে ফিফটি স্পর্শ করেন। পরের বলেই তাকে কট বিহাইন্ড করেন কাগিসো রাবাদা। লঙ্কানদের আশাও শেষ সেখানেই।
প্রাবাথ জায়াসুরিয়ার পর ভিশ্ব ফার্নান্দোকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন আগের দিন দুই নেওয়া মহারাজ। লাহিরু কুমারাকে শর্ট মিড উইকেটে ক্যাচ বানিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের উল্লাসের উপলক্ষ্য এনে দেন মার্কো ইয়ানসেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৫৮
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩২৮
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩১৭
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৩৪৮) ৬৯.১ ওভারে ২৩৮ (আগের দিন ২০৫/৫) (ধানাঞ্জায়া ৫০, মেন্ডিস ৪৬, জায়াসুরিয়া ৯, ভিশ্ব ৫, লাহিরু ১, আসিথা ০*; রাবাদা ২১-৩-৬৩-২, ইয়ানসেন ১০.১-১-৫৪-১, মহারাজ ২৫-৩-৭৬-৫, প্যাটারসন ১২-৩-৩৩-২, মার্করাম ১-০-৬-০)
ফল: দক্ষিণ আফ্রিকা ১০৯ রানে জয়ী
সিরিজ: ২ টেস্টের সিরিজ ২-০ তে জয়ী দক্ষিণ আফ্রিকা
ম্যান অব দা ম্যাচ: ড্যান প্যাটারসন
ম্যান অব দা সিরিজ: টেম্বা বাভুমা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের
পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট
আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর
লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি
লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন
হলুদ রঙে সেজেছে ক্ষেত
গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত
অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান
ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ
উত্তরা থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান
মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার
তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫