চোখে চোখ রেখেই লড়েছে যুবারা
১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
যুব এশিয়া কাপের ফাইনালে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। সেই চাপ আরও বাড়াতে বাংলাদেশি যুবাদের সেøজিং করেছিলেন ভারতীয় খেলোয়াড়রা। তবে কম যায়নি যুবা টাইগাররাও। কড়া জবাব দিয়েছেন মাঠেই। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে একাধিকবার। তবে এমন জবাব দেওয়াটা জরুরী ছিল বলেই মনে করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। গতপরশুর ফাইনালে বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গিয়েছে খেলোয়াড়দের। কয়েকবার হয়েছে উত্তপ্ত কথার লড়াই। তার সঙ্গে ম্যাচ জিতেও জবাব দিয়েছে বাংলাদেশ। ভারতকে ৫৯ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হয় দলটি। যুবাদের ১৯৮ রানের জবাবে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত।
টানা দ্বিতীয়বারের মতো ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতপরশু রাতে বিমানবন্দরে তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। দেশে ফিরে মিডিয়ার সঙ্গে কথা বলেন অধিনায়ক আজিজুল। টুর্নামেন্টে ২৪০ রান করে যিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও। ফাইনালে ভারতের বিরুদ্ধে আগ্রাসন দেখানোর কারণ জানিয়ে তামিম সাংবাদিকদের বলেন, ‘তারা (ভারতীয় খেলোয়াড়রা) সেøজিং করেছে, এবং আমরা তা ফিরিয়ে দিয়েছি... জিততে হলে আপনাকে কিছু আগ্রাসন দেখাতে হবে, কিছু সেøজিং করতে হবে।’
ফাইনালে ভারতকে হারানোর আগে, সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে পাকিস্তানকে স্বাচ্ছন্দ্যে পরাজিত করে যুবারা। সাত উইকেটের জয়ের দিনে ৪২ বলে অপরাজিত ৬১ রানের দারুণ এক ইনিংস খেলেন আজিজুল। সেই ম্যাচেও কিছুটা উত্তপ্ত হয়েছিল পরিবেশ। সেই ম্যাচের একটি ঘটনা জানিয়ে আজিজুল বলেন, ‘আমি একটি ফ্রি হিট মিস করেছিলাম। একজন পাকিস্তানি ফিল্ডার আমাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি বলটি দেখেছ?” এরপর, আমি একটি ছক্কা মারলাম এবং তারপর তাকে জিজ্ঞাসা করলাম, “তুমি কি এইবার বল দেখেছ”?’
যুব এশিয়া কাপ জয়ের পর এবার যুবাদের লক্ষ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০২৬ সালে যা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। তবে এশিয়া কাপ জয়ে নিজেদের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান অধিনায়ক, ‘এশিয়া কাপ জিতে আমরা আত্মবিশ্বাস অর্জন করেছি। ভারত ও পাকিস্তানের মতো দলকে হারানোও আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। আমরা এই আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করব। আমাদের সামনে কয়েকটি সিরিজ এবং তারপর বিশ্বকাপ। আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?