লিটনের শূন্যের ‘হ্যাটট্রিক’
১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
আউট হয়ে মাথা হেট করে মাঠ ছেড়ে যাচ্ছেন- ছবিটি বাংলাদেশ টপঅর্ডার ব্যাটার লিটন দাসের। ক্যাপশনে লেখা- ‘ওয়েস্ট ইন্ডিজের দ্বাদশ খেলোয়াড়’! লিটন মাঠে নামছেন, আর দ্রুতই আউট হয়ে ওয়েস্ট ইন্ডিজের সুবিধা করে দিচ্ছেন- এক, দুই করে টানা তিন ম্যাচে এমন কিছু দেখলে ফেসবুক পোস্টে এমন তির্যক মন্তব্য করতেই পারেন ক্ষুব্ধ সমর্থক। শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজেই নয়, লিটনের রানখরা চলছে অনেক দিন ধরেই। ম্যাচের হিসাবে বললে সর্বশেষ ৭ ওয়ানডেতেই লিটনের রান দুই অঙ্কে পৌঁছায়নি (একটিতে অবশ্য অপরাজিত)। আর সময়ের গত ১৭ ডিসেম্বরের পর দশ রানের ঘরে যেতে পারেননি লিটন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আউট হয়েছিলেন ৭ বলে ২ রান করে, দ্বিতীয় ওয়ানডেতে ১৯ বলে ৪ করে। আজ তৃতীয় ওয়ানডেতে রানের খাতাই খুলতে পারেননি। আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে আউট হয়েছেন ২ বলে শূন্য রানে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত মাসে আফগানিস্তানের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওই সিরিজে অসুস্থতার কারণে স্কোয়াডে ছিলেন না লিটন। তার আগে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন দুটি ওয়ানডে। চট্টগ্রামে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচের দল থেকে তাঁকে বাদ দিয়েছিলেন নির্বাচকেরা। সব মিলিয়ে ২০২৪ সালে ৫টি ওয়ানডে খেলেছেন লিটন। এর মধ্যে শূন্য রানে আউট হয়েছেন তিনটিতেই। চলতি বছর ওয়ানডেতে ‘ডাক’- এর সংখ্যায় লিটন যৌথভাবে দ্বিতীয়। সর্বোচ্চ ৫টি শূন্য সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকীর, তবে এ জন্য ১০ ইনিংস ব্যাট করেছেন তিনি।
লিটনের মতো হ্যাটট্রিক শূন্য আছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি, শ্রীলঙ্কার আভিস্কার ফার্নান্দো এবং নেদারল্যান্ডসের মাইকেল লেভিটের। তবে এঁদের সবাই লিটনের চেয়ে বেশি ইনিংস ব্যাট করেছেন (যথাক্রমে ৬, ১৮ ও ৯)।
সেন্ট কিটসের এদিনের ‘ডাক’ লিটনের ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম। বাংলাদেশের জার্সিতে এর চেয়েও বেশি শূন্য আছে। তামিম ইকবাল যেমন ১৯ বার আউট হয়েছেন, হাবিবুল বাশার ১৮বার। এমনকি লিটনের মতো ১৫ বার শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর অভিজ্ঞতা আছে মোহাম্মদ রফিক আর মাশরাফি বিন মুর্তজারও। তবে রফিক, মাশরাফি ব্যাটসম্যান নন, মূলত বোলার। আর তামিম (২৪০), বাশার (১০৫) খেলেছেনও লিটনের চেয়ে বেশি ম্যাচ। অন্তত ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন- এমন চার বাংলাদেশির মধ্যে লিটনই সবচেয়ে কম ইনিংসে (৯৩) এত বেশি ‘ডাক’ পেয়েছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ, ৫০ ছাগল পুড়ে অঙ্গার
‘ভ্যাট বাড়ানোর’ পরিকল্পনা থেকে সরে না এলে রেস্তোরাঁ বন্ধের হুমকি
সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে
সুরমা নদীর তীরে জমে উঠেছে শীতকালীন সবজির হাট : প্রতিদিন প্রায় ১২ লক্ষ টাকার বেচাকেনা
মন্দিরে প্রবেশে ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, পদদলিতে নিহত ৬
লক্ষ্মীপুরে বহুতল ভবনের ফাইলিংয়ে বিধ্বস্ত সড়ক-দোকানপাট, ঝুঁকিতে ভবন
রাফির ব্যাংক লেনদেন নিয়ে যা বললেন সারজিস
পটুয়াখালী জেলা জমিয়াতুল মোদার্রেছিনের সাবেক সভাপতির ইন্তেকাল
আশুলিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন নুরে আলম সিদ্দিক
বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেওয়া হয়েছে
জকিগঞ্জে ক্রসফায়ারের চার বছর পর ওসির বিরুদ্ধে মামলা
আজকের মধ্যে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেডে যাবেন বিডিআর পরিবারের সদস্যরা
চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট
কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা
পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার
শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২
বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর
বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত