ফলো অন এড়িয়েই যেন জিতল ভারত!
১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম
প্যাট কামিন্সের করা অফ স্টাম্পের বাইরের বলটিকে গালি ফিল্ডারের মাথার ওপর দিয়ে সীমানা ছাড়া করলেন আকাশ দীপ। গ্যাবা নামেই বেশি পরিচিত ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিজুড়ে ভারতীয় সমর্থকেরা উল্লাসে মাতলেন। ড্রেসিংরুমে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে হাই ফাইভ করলেন বিরাট কোহলি। শুধু উদযাপনের এই অংশটুকু দেখে থাকলে যে কেউ মনে করতে পারেন ভারত সম্ভবত টেস্ট জিতে গেছে। কিন্তু ঘটনা সেটি নয়, আকাশের ওই চারেই নিশ্চিত হয়েছে ভারতের ফলো অন এড়ানো। বৃষ্টিতে বারবার থেমে যাওয়া ম্যাচে টানা দ্বিতীয়বার ব্যাট করতে হবে না, তাতে ম্যাচ ড্র করার সম্ভাবনা বেড়ে গেছে অনেকটাই। ভারতীয়রা জয়োৎসব করেছে এ কারণেই।
ব্রিসবেনে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামা ভারত দিনটা শেষ করে ৪ উইকেটে ৫১ রান তুলে। ফলো অন এড়াতে দলটিকে করতে হতো ২৪৬ রান। ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেনের সেই ঐতিহাসিক টেস্টের পর এই প্রথম ভারতকে ফলো অন করানোর সিদ্ধান্ত নিয়েই রেখেছিল অস্ট্রেলিয়া। গতকাল ২১৩ রানে ভারতের নবম উইকেট তুলে নেওয়ার পর মনে হচ্ছিল ফলো অন করতেই হচ্ছে ভারতকে। কিন্তু বাধ সাধলেন যশপ্রীত বুমরা ও আকাশ দীপ। নবম উইকেটে ৩৯ রান যোগ করে ফলো অন এড়ানোর কাজটা করে ফেলেছেন তারা। বৃষ্টিতে চারবার খেলা বন্ধ হওয়া চতুর্থ দিনটা ভারত শেষ করেছে ৯ উইকেটে ২৫২ রান তুলে। বুমরা ১০ ও আকাশ ২৭ রানে অপরাজিত আছেন। ছয় টেস্টের ক্যারিয়ারে আকাশের এটিই সর্বোচ্চ। বুমরা-আকাশরা শেষের প্রতিরোধের নায়ক। তবে ভারতের ফলো অন এড়ানোয় বড় ভূমিকা লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার। রাহুল করেছেন ৮৪ রান, জাদেজা ৭৭। দলকে ৭৪ রানে রেখে অধিনায়ক রোহিত শর্মা ফেরার পর ষষ্ঠ উইকেটে ৬৭ রান যোগ করেন দুজন। রাহুল অবশ্য ফিরতে পারতেন দিনের প্রথম বলেই। কামিন্সের করা একটু লাফিয়ে ওঠা বলে চালাতে গিয়ে সিøপে ক্যাচ তোলেন ভারতীয় ওপেনার। দ্বিতীয় সিøপে দাঁড়ানো স্টিভেন স্মিথ সহজ ক্যাচটি কী করে যেন ফেলে দিলেন! ৩৩ রানে জীবন পাওয়ার রাহুল পরে ফিরেছেন স্মিথের হাতেই ক্যাচ দিয়ে। সহজ ক্যাচ ছাড়া স্মিথ অসাধারণ এক ক্যাচ নিয়ে প্রায়শ্চিত্ত করেছেন। নাথান লায়নের বলে গ্লাইড করেছিলেন রাহুল। দারুণ রিফ্লেক্সে ডান দিকে ঝাঁপিয়ে এক হাত দিয়ে বলটি লুফে নেন স্মিথ। রাহুলের বিদায়ের পর নীতীশ রেড্ডিকে নিয়ে ৫৩ রান যোগ করেন জাদেজা। ১৬ রান করে রেড্ডির বিদায়ের পর সিরাজ ও ও জাদেজাও দ্রুত ফিরে যান। এরপরই বুমরা ও আকাশের সেই জুটি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১১৭.১ ওভারে ৪৪৫ (হেড ১৫২, স্মিথ ১০১, ক্যারি ৭০; বুমরা ৬/৭৬, সিরাজ ২/৯৭)।
ভারত ১ম ইনিংস : ৭৪.৫ ওভারে ২৫২/৯ (রাহুল ৮৪, জাদেজা ৭৭, আকাশ ২৭*, রেড্ডি ১৬, বুমরা ১০*, রোহিত ১০; কামিন্স ৪/৮০, স্টার্ক ৩/৮৩, হ্যাজলউড ১/২২, লায়ন ১/৫৪)। ৪র্থ দিন শেষে ১৯৩ রানে পিছিয়ে ভারত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ময়মনসিংহে ইত্তফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সীরাতুন্নবী সম্মেলন চলছে
গণঅভ্যুত্থান না হলে আমি ওসি হতে পারতাম না
আটঘরিয়ায় খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা
চবি ভর্তি পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে রাখার দাবি ছাত্রদলের
নাজিরপুরে যুবলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার
এভারকেয়ারে অবহেলায় গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ
সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার
জাতীয় ঐক্যের ডাক দিলেন মিজানুর রহমান আজহারী
নীতীশ-সুন্দরের ব্যাটে ফলো-অন এড়ালো ভারত
বগুড়ায় বালু ব্যবসার দ্বন্দ্বে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সউদীতে নিজ নামেই ব্যবসা পরিচালনার সুযোগ
অলিভিয়া হাসি : কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া
ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজি ও ছিনতাই মামলার আসামি আটক
প্রকৃতির সাথে হাসছে সরিষা ফুল, সাথে মিশে আছে কৃষকের রঙিন স্বপ্ন
সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক :স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাইলেন আইজিপি
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবি পার্টির জাতীয় নির্বাহী কাউন্সিলের নির্বাচন
শ্যামনগর জুয়ার মাস্টার এজেন্টরা রক্ষা পেতে রাজনৈতিক নেতাদের ছায়াতলে
‘অবৈধ দখলদাররা যত প্রভাবশালীই হোক, ব্যবস্থা নেওয়া হবে : সৈয়দা রিজওয়ানা
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী