ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৪, ১০:১২ এএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ এএম

ছবি: বিসিবি/ফেসবুক

বোলারদের জন্য সহায়ক উইকেটে দারুণ ক্যামিও ইনিংস খেললেন শামীম হোসেন। পরে বল হাতে জ্বলে উঠলেন বোলাররা। অল্প পুঁজি নিয়েও ওয়েষ্ট ইন্ডিজকে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশও। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় এটি।

কিংস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুধবার স্বাগতিকদের ২৭ রানে হারিয়েছে সফরকারী দলটি। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে নিশ্চিত করল টাইগাররা।

২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। ২০২২ সালের পর দেশের বাইরে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ও এটি।

২০ ওভারে বাংলাদেশ তুলতে পারে ৭ উইকেটে ১২৯। জবাবে ৯ বল বাকি থাকতে ১০২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। দুই দলের মধ্যে সবচেয়ে কম রানের ম্যাচ এটি।

১২ বলে দুটি করে ছক্কা ও চারে সর্বোচ্চ ৩৫ রানে অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের জয়ের নায়ক শামীম হোসেন। তানজিম হাসান সাকিব ১১ বলে ৯ রানে অপরাজিত থাকেন।

অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে তাদের জুটিতে ২৩ বলে আসে ৪১ রান। এটাই সফরকারীদের সেরা জুটি। এর বাইরে কেবল দুটি জুটি বিশের ঘরে যায়। সেগুলোর কোনোটারই রান রেট একশর বেশি নয়।

ব্যাটিংয়ের জন্য খুব সহায়ক নয় উইকেট। স্পিনাররা সহায়তা পান শুরু থেকেই। বাংলাদেশের রান এসেছে মূলত পেসারদের বোলিংয়ে। তিন স্পিনার আকিল হোসেন, রোস্টন চেইস ও গুডাকেশ মোটির ১০ ওভার থেকে এসেছে কেবল ৪৯ রান।

তবে দিনের সেরা বোলার হলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। নিজের প্রথম ওভারেই হানেন জোড়া আঘাত। শেষটাও টানেন তিনি। ৩.৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন এই ডানহাতি পেসার।

দুটি করে উইকেট নেন মেহেদি হাসান, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। একটি শিকার ধরেন হাসান মাহমুদ।

ব্যাট হাতে এ দিনও ব্যর্থ লিটন কুমার দাস। কিন্তু নেতৃত্বে ছিলেন নিখুঁত। বোলিং পরিবর্তন, মাঠ সাজানো, প্রতিপক্ষকে চেপে ধরা ও চাপের রাখা, পরিস্থিদির দাবি মেটানো, সবকিছুই ছিল নজরকাড়া।

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ব্যাটিং ও বোলিংয়ের বড় দুই ভরসা তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমানকে ছাড়া সিরিজটি খেলছে বাংলাদেশ। ওয়ানডেতে হোয়াইটওয়াশড হওয়ার পর দল ছিল কোণঠাসা। সেখান থেকে বিস্ফোরক ব্যাটসম্যানে ঠাসা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দুই ম্যাচেই সিরিজ জয়; সত্যিকার অর্থেই দারুণ কিছু।

লক্ষ্য তাড়ায় দুই ওভারে ১৯ রান তুলে ক্যারিবিয়ানদের শুরুটা ছিল দারুণ। কিন্তু বোলিংয়ে এসেই তাদের নাড়িয়ে দেন তাসকিন। প্রথম বলে খোঁচা মেরে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন ব্রান্ডন কিং। ৫ বলে তিনি করেন ৮ রান।

তিন বল ডট খেলে পরেরটিতে ব্যাট চালিয়ে আন্দ্রে ফ্লেচার ধরা পড়েন উইকেটের পেছনে। চমৎকার ক্যাচ নেন লিটন। ৪ বল খেলেও রান করতে পারেননি ফ্লেচার। আগের ম্যাচেও শূন্য রানেই ফিরেছিলেন তিনি।

পরের ওভারে জনসন চার্লসকে এলবিডব্লিউ করেন মেহেদি। এই স্পিনার নিজের পরের ওভারে ভয়ঙ্কর নিকোলাস পুরানকে মিড অফে সৌম্য সরকারের হাতে ক্যাচ বানান।

উইকেট শিকার উৎসবে যোগ দেন হাসান মুরাদও। অধিনায়ক রভমান পাওয়েল ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন মেহেদি হাসান মিরাজকে। ৭.২ ওভারে ৪১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় উইন্ডিজও।

পরের ওভারে রোমারিও শেফার্ডকে প্রথম স্লিপে ক্যাচ বানান তানজিম। ৪২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয় ক্যারিবীয় ইনিংস।

এরপরই নিজেদের সর্বোচ্চ জুটি পায় স্বাগতিকরা। আকিল হোসেনকে নিয়ে ৪৯ বলে ৪৭ রানের জুটিতে নেতৃত্ব দেন রস্টন চেইস।

৩৪ বলে ৩২ রান করা এই মিডল অর্ডারকে বোল্ড করে জুটি ভাঙেন রিশাদ হোসেন। পরের বলে গুড়াকেশ মোটিতে লং অফে মেহেদির হাতে ক্যাচ বানান এই লেগ স্পিনার।

বাংলাদেশের জয় তখন নাগালে। আলজারি জোসেফকে ফিরতি ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় শিকার ধরেন তানজিম। পরের ওভারে আকিলকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের উপলক্ষ্য এনে দেন তাসকিন। ৩১ বলে ৩১ রান করেন আকিল।

টসে হেরে ব্যাটে নামা বাংলাদেশ এদিন উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনে। সৌম্য সরকারের সঙ্গে ইনিংস শুরু করেন লিটন, তিনে তানজিদ হাসান। তবে পারফরম্যান্সে পরিবর্তন আসেনি।

খারাপ সময় পার করতে পারেননি লিটন। আকিল হোসেনের স্পিনে বারবার অস্বস্তিতে পড়ে বাংলাদেশ অধিনায়ক স্টাম্পড হন ১০ বলে ৩ রান করে। পরের ওভারে রোস্টন চেইসের টার্নে বোল্ড তানজিদ (২)।

আফিফ হোসেনের জায়গায় একাদশে ফিরে মেহেদী হাসান মিরাজ চারে নেমে চেষ্টা করেন অস্বস্তির মেঘ সরানোর। আকিলকে স্লগ সুইপে ছক্কার পর চার মারেন তিনি কাট করে। পরের ওভারে বাউন্ডারিতে পাঠান তিনি চেইসকে। পাওয়ার প্লেতে তার পরও রান আসে ২৯।

ওপেনিং থেকে হাত খোলার সুযোগ না পাওয়া সৌম্য ৯ (১৮ বলে ১১) রান আউট হয়ে যান নবম ওভারে। মিরাজ শট খেলার চেষ্টায় বার দুয়েক অল্পের জন্য রক্ষা পেয়ে শেষ পর্যন্ত আউট হন ২৫ বলে ২৬ করে।

১০ ওভারে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ৪৫। স্পিন বোলিংয়ের সামনে ঝড় তোলার জন্য ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়ার রিশাদ হোসেন থেমে যান একটি চার মেরেই। শেখ মেহেদি হাসানের ইনিংস শেষ হয় ১১ রানে।

আগের ম্যাচের মতো ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস উপহার দেন জাকের আলি। একটি করে চার ও ছক্কা মারার পর আরেকটি ছক্কার চেষ্টায় বিদায় নেন তিনি ২০ বলে ২১ রান করে।

৮৮ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশের তখন ১০০ ছোঁয়া নিয়েই শঙ্কা। এরপরই তানজিমকে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সেই জুটিটি গড়েন শামীম। বাংলাদেশ পায় লড়াইয়ের পুঁজি। যে পুঁজি নিয়ে ঐতিহাসিক এক জয়ের সাক্ষী হয় দলও।

একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর ৬টায়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৭ ওভারে (লিটন ৩, সৌম‍্য ১১, তানজিদ ২, মিরাজ ২৬, জাকের ২১, রিশাদ ৫, মেহেদি ১১, শামীম ৩৫*, তানজিম ৯*; আকিল ৪-০-১৬-১, শেফার্ড ৩-০-২৬-০, চেইস ২-০-৮-১, জোসেফ ৪-০-২১-১, মোটি ৪-০-২৫-২, ম‍্যাককয় ৩-০-৩২-১)

ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৩ ওভারে ১০২ (কিং ৮, চার্লস ১৪, ফ্লেচার ০, পুরান ৫, চেইস ৩২, পাওয়েল ৬, শেফার্ড ০, আকিল ৩১, মোটি ০, জোসেফ ০, ম‍্যাককয় ১*; হাসান ৩-১-২৩-১, মেহেদি ৪-১-২০-২, তাসকিন ৩.৩-০-১৬-৩, তানজিম ৪-১-২২-২, রিশাদ ৩-০-১২-২, মিরাজ ১-০-৮-০)

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

অল্প পুঁজি নিয়েও বল হাতে বাংলাদেশের দুর্দান্ত শুরু
১৭ বছর পর ফিফার বর্ষসেরা একাদশে নেই মেসি
ফের ফিফার বর্ষসেরা গোলরক্ষক মার্তিনেজ
ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
আইয়ুব-সালমানের রেকর্ড জুটিতে জয় দিয়ে শুরু পাকিস্তানের
আরও

আরও পড়ুন

বিশ্ব ইজতেমার উদ্বেগজনক অবস্থার প্রেক্ষিতে সাদপন্থিদের নিয়ে বৈঠকে ৫ উপদেষ্টা

বিশ্ব ইজতেমার উদ্বেগজনক অবস্থার প্রেক্ষিতে সাদপন্থিদের নিয়ে বৈঠকে ৫ উপদেষ্টা

১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে খালাস দিলেন হাইকোর্ট

১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে খালাস দিলেন হাইকোর্ট

গলাচিপায় ২৬টি কচ্ছপ সহ নারী আটক এক বছরের কারাদন্ড

গলাচিপায় ২৬টি কচ্ছপ সহ নারী আটক এক বছরের কারাদন্ড

লক্ষ্মীপুরে এখনো স্বাভাবিক হয়নি ট্রাফিক পুলিশের কার্যক্রম, সড়কে জনদুর্ভোগ

লক্ষ্মীপুরে এখনো স্বাভাবিক হয়নি ট্রাফিক পুলিশের কার্যক্রম, সড়কে জনদুর্ভোগ

বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১০ আসামি

বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১০ আসামি

শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মধুপু‌রে মোটরসাইকেল পিকআপের মু‌খোমু‌খি সংঘর্ষে ইমাম ও মোয়া‌জ্জি‌ন নিহত

মধুপু‌রে মোটরসাইকেল পিকআপের মু‌খোমু‌খি সংঘর্ষে ইমাম ও মোয়া‌জ্জি‌ন নিহত

নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত, আহত ৪

নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত, আহত ৪

ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়ে ফিলিপিনে ফিরলেন মেরি ভেলোসো

ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়ে ফিলিপিনে ফিরলেন মেরি ভেলোসো

কোটচাঁদপুর থেকে ৮ জুয়াড়ি যৌথ বাহিনীর হাতে আটক

কোটচাঁদপুর থেকে ৮ জুয়াড়ি যৌথ বাহিনীর হাতে আটক

পাকিস্তান থেকে এবার দ্বিগুণ কনটেইনার নিয়ে আসছে সেই জাহাজ

পাকিস্তান থেকে এবার দ্বিগুণ কনটেইনার নিয়ে আসছে সেই জাহাজ

স্বৈরাচারের দোসর নজিবুর ৩ দিনের রিমান্ডে

স্বৈরাচারের দোসর নজিবুর ৩ দিনের রিমান্ডে

পশ্চিমবঙ্গে চিন্ময়ের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতাদের

পশ্চিমবঙ্গে চিন্ময়ের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতাদের

মোরেলগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

মোরেলগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

ট্রাম্পের শুল্ক হুমকির প্রেক্ষিতে কানাডার সীমান্ত সুরক্ষায় নতুন পদক্ষেপ

ট্রাম্পের শুল্ক হুমকির প্রেক্ষিতে কানাডার সীমান্ত সুরক্ষায় নতুন পদক্ষেপ

কনসার্ট প্রসঙ্গে রাহাতের ভিডিও বার্তা, যা বললেন তিনি

কনসার্ট প্রসঙ্গে রাহাতের ভিডিও বার্তা, যা বললেন তিনি

ইজতেমার দুপক্ষের দ্বন্দ্ব সমাধানে যা বললেন হাসনাত আবদুল্লাহ

ইজতেমার দুপক্ষের দ্বন্দ্ব সমাধানে যা বললেন হাসনাত আবদুল্লাহ

চাঁদপুরে গণঅভ্যুত্থানে আহতের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

চাঁদপুরে গণঅভ্যুত্থানে আহতের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

সিরিয়ার রিজার্ভ প্রায় শূন্য হলেও অক্ষত ২৬ টন সোনার মজুত

সিরিয়ার রিজার্ভ প্রায় শূন্য হলেও অক্ষত ২৬ টন সোনার মজুত

লেবানন থেকে আরও ৯৪ বাংলাদেশি দেশে ফিরেছে

লেবানন থেকে আরও ৯৪ বাংলাদেশি দেশে ফিরেছে