জিম্বাবুয়েকে ৫৪ রানে গুটিয়ে আফগানিস্তানের রেকর্ড গড়া জয়
২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম
সেদিকুল্লাহ আতালের দুর্দান্ত সেঞ্চুরি ও আব্দুল মালিকের ফিফটিকে বড় পুঁজি পেল দল। পরে বল হাতে একসাথে সবাই। জিম্বাবুয়েকে স্রেফ ৫৪ রানে গুটিয়ে রেকর্ড গড়া জয়ে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান।
হারারেতে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ২৩২ রানে হারিয়েছে আফগানরা। ওয়ানডেতে রানের ব্যবধানে এটিই তাদের সবচেয়ে বড় জয়।
নিজেদের ওয়ানডে ইতিহাসে দুইশ রানের ব্যবধানেই আফগানিস্তান জিতল এই প্রথম। আগের রেকর্ড ছিল গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৭ রানের জয়।
ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি করা সেদিকউল্লাহ ৪ ছক্কা ও ৮ চারে ১২৮ বলে খেলেন ১০৪ রানের ইনিংস। ১ ছক্কা ও ১১ চারে ১০১ বলে ৮৪ রান করে থামেন মালিক। তাদের দুইজনের ১৯১ রানের উদ্বোধনী জুটির সুবাদে ২৮৬ রানের পুঁজি গড়ে আফগানিস্তান।
রান তাড়ায় শূন্য রানে উইকেট পতনের শুরু জিম্বাবুয়ের। এরপর একে একে সবাই এসেছেন আর গেছেন। আফগানিস্তানের চার বোলার ভাগ করে নেন সব উইকেট।
তিনটি করে উইকেট নেন আল্লাহ্ মোহাম্মেদ গাজানফার ও নাভিদ জাদরান। দুটি শিকার ধরেন ফাজালহাক ফারুকি, একটি আজমাতউল্লাহ ওমারজাইয়ের।
দলের তারকা লেগ স্পিনার রাশিদ খান ও অভিজ্ঞ মোহাম্মদ নাবির এদিন বোলিংই করতে হয়নি।
জিম্বাবুয়ের দুজন ব্যাটার যেতে পারেন দুই অঙ্কে। ৩২ বলে সর্বোচ্চ ১৯ রানে অপরাজিত থাকেন সিকন্দার রাজা, ১৮ বলে ১৬ রান করেন সেন উইলিয়ামস।
১১ রানে চতুর্থ উইকেট হারানো দলটি পঞ্চম উইকেট হারায় ৩২ রানে। এক প্রান্ত আগলে এরপর সতীর্থদের আসা-যাওয়া দেখেন রাজা।
এর আগে টসে জিতে বল বেছে নিয়েও শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতেই ২১০ বলে ১৯১ রান তোলেন মালিক ও সেদিকুল্লাহ। হাতে উইকেট নিয়েও পরে প্রত্যাশামত রান তুলতে পারেনি আফগানিস্তান।
পঞ্চম উইকেটে নবি-শাহিদি জুটি যোগ করেন ৩৭ বলে ৪৭ রান। নবি ১৮ বলে ১৮ রান করেন। ৩০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শাহিদি।
আফগান ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৪০ রান আসে অতিরিক্ত থেকে।
৫৩ রানে ৩উইকেট নেন নিউমান নিয়ামুরি। ৭০ রানে ২টি নেন ট্রেভর গুয়ান্দু।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। একই মাঠে শেষ ম্যাচ শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ২৮৬/৬ (সেদিকউল্লাহ ১০৪, মালিক ৮৪, ওমারজাই ৫, রেহমাত ১, শাহিদি ২৯*, নাবি ১৮, ইকরাম ৫; এনগারাভা ১০-১-৪৯-১, গুয়ান্ডা ১০-২-৭০-২, নিয়ামহুরি ১০-৫৩-৩, মাপোসা ১.৪-০-১৪-০, বেনেট ১.২-০-৭-০, উইলিয়ামস ৭-১-৩৫-০, রাজা ১০-০-৪২-০)
জিম্বাবুয়ে: ১৭.৫ ওভারে ৫৪ (কারান ০, মারুমানি ৩, মায়ার্স ১, আরভিন ৪, উইলিয়ামস ১৬, রাজা ১৯*, বেনেট ০, নিয়ামহুরি ১, এনগারাভা ৮, গুয়ান্ডা ০, মাপোসা ০; ফারুকি ৬-২-১৫-২, ওমারজাই ৫-০-১৭-১, গাজানফার ৩.৫-২-৯-৩, নাভিদ ৩-১-১৩-৩)
ফল: আফগানিস্তান ২৩২ রান জয়ী
ম্যান অব দা ম্যাচ: সেদিকউল্লাহ আতাল
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আফগানিস্তান
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গফরগাঁওয়ে অসহায় হতদরিদ্রদের মধ্যে দেয়া হলো কম্বল
আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে বাস চাপায় নিজেই লাশ হলেন মোস্তফা
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প
ভারত থেকে এলো পৌনে ৬ হাজার টন চাল
ভারতের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যার সমাধান হবে আলোচনায় : পররাষ্ট্র মন্ত্রণালয়
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত