জিম্বাবুয়েকে ৫৪ রানে গুটিয়ে আফগানিস্তানের রেকর্ড গড়া জয়
২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম

সেদিকুল্লাহ আতালের দুর্দান্ত সেঞ্চুরি ও আব্দুল মালিকের ফিফটিকে বড় পুঁজি পেল দল। পরে বল হাতে একসাথে সবাই। জিম্বাবুয়েকে স্রেফ ৫৪ রানে গুটিয়ে রেকর্ড গড়া জয়ে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান।
হারারেতে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ২৩২ রানে হারিয়েছে আফগানরা। ওয়ানডেতে রানের ব্যবধানে এটিই তাদের সবচেয়ে বড় জয়।
নিজেদের ওয়ানডে ইতিহাসে দুইশ রানের ব্যবধানেই আফগানিস্তান জিতল এই প্রথম। আগের রেকর্ড ছিল গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৭ রানের জয়।
ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি করা সেদিকউল্লাহ ৪ ছক্কা ও ৮ চারে ১২৮ বলে খেলেন ১০৪ রানের ইনিংস। ১ ছক্কা ও ১১ চারে ১০১ বলে ৮৪ রান করে থামেন মালিক। তাদের দুইজনের ১৯১ রানের উদ্বোধনী জুটির সুবাদে ২৮৬ রানের পুঁজি গড়ে আফগানিস্তান।
রান তাড়ায় শূন্য রানে উইকেট পতনের শুরু জিম্বাবুয়ের। এরপর একে একে সবাই এসেছেন আর গেছেন। আফগানিস্তানের চার বোলার ভাগ করে নেন সব উইকেট।
তিনটি করে উইকেট নেন আল্লাহ্ মোহাম্মেদ গাজানফার ও নাভিদ জাদরান। দুটি শিকার ধরেন ফাজালহাক ফারুকি, একটি আজমাতউল্লাহ ওমারজাইয়ের।
দলের তারকা লেগ স্পিনার রাশিদ খান ও অভিজ্ঞ মোহাম্মদ নাবির এদিন বোলিংই করতে হয়নি।
জিম্বাবুয়ের দুজন ব্যাটার যেতে পারেন দুই অঙ্কে। ৩২ বলে সর্বোচ্চ ১৯ রানে অপরাজিত থাকেন সিকন্দার রাজা, ১৮ বলে ১৬ রান করেন সেন উইলিয়ামস।
১১ রানে চতুর্থ উইকেট হারানো দলটি পঞ্চম উইকেট হারায় ৩২ রানে। এক প্রান্ত আগলে এরপর সতীর্থদের আসা-যাওয়া দেখেন রাজা।
এর আগে টসে জিতে বল বেছে নিয়েও শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতেই ২১০ বলে ১৯১ রান তোলেন মালিক ও সেদিকুল্লাহ। হাতে উইকেট নিয়েও পরে প্রত্যাশামত রান তুলতে পারেনি আফগানিস্তান।
পঞ্চম উইকেটে নবি-শাহিদি জুটি যোগ করেন ৩৭ বলে ৪৭ রান। নবি ১৮ বলে ১৮ রান করেন। ৩০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শাহিদি।
আফগান ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৪০ রান আসে অতিরিক্ত থেকে।
৫৩ রানে ৩উইকেট নেন নিউমান নিয়ামুরি। ৭০ রানে ২টি নেন ট্রেভর গুয়ান্দু।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। একই মাঠে শেষ ম্যাচ শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ২৮৬/৬ (সেদিকউল্লাহ ১০৪, মালিক ৮৪, ওমারজাই ৫, রেহমাত ১, শাহিদি ২৯*, নাবি ১৮, ইকরাম ৫; এনগারাভা ১০-১-৪৯-১, গুয়ান্ডা ১০-২-৭০-২, নিয়ামহুরি ১০-৫৩-৩, মাপোসা ১.৪-০-১৪-০, বেনেট ১.২-০-৭-০, উইলিয়ামস ৭-১-৩৫-০, রাজা ১০-০-৪২-০)
জিম্বাবুয়ে: ১৭.৫ ওভারে ৫৪ (কারান ০, মারুমানি ৩, মায়ার্স ১, আরভিন ৪, উইলিয়ামস ১৬, রাজা ১৯*, বেনেট ০, নিয়ামহুরি ১, এনগারাভা ৮, গুয়ান্ডা ০, মাপোসা ০; ফারুকি ৬-২-১৫-২, ওমারজাই ৫-০-১৭-১, গাজানফার ৩.৫-২-৯-৩, নাভিদ ৩-১-১৩-৩)
ফল: আফগানিস্তান ২৩২ রান জয়ী
ম্যান অব দা ম্যাচ: সেদিকউল্লাহ আতাল
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আফগানিস্তান
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

গাজীপুরে একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতার সাথে বিএনপি নেতাদের সেলফি

সমাজীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের বিশেষ উপদেষ্টা পদে নিয়োগ

কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টা: ৩ ডাকাতের আত্মসমর্পণ

আগুন পোহাতে গিয়ে কাপ্তাইয়ের চিংমংয়ে দগ্ধ -১

শ্রীনগরে ৮১ জনকে বিনামূল্যে সুন্নতে খাতনা

কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি: মসজিদের মাইকে আসে ডাকাত পড়ার খবর

রাজশাহীতে সাবেক এমপি আসাদকে নতুন ৩ মামলায় গ্রেফতার

চিকিৎসকদের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না

দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে: শামসুজ্জামান দুদু

৭১’র বিষয় মীমাংসায় একমত বাংলাদেশ ও পাকিস্তান

বাংলাদেশকে ৬৮৫ ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি

যশোর হয়ে পদ্মাসেতু দিয়ে নতুন ট্রেন চলবে ২৪ ডিসেম্বর!

কূটনীতির একটি নতুন যুগ: বাংলাদেশ তার অধিকার নিশ্চিত করছে

মহিপুরে শুটকি পল্লীতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান

সবুজ-টেকসই ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে হবে: ডিপিডিসি’র তারিকুল হক

জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণকারীদের টার্গেট কিলিং করা হচ্ছে: ট্রাইব্যুনালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

যশোরের মাদরাসার নাটকের ভিডিও নিয়ে তোলপাড়

এস আলম পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ