‘অধিনায়ক লিটন দূরদৃষ্টিসম্পন্ন’
২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
লিটন দাসের অধিনায়কত্বের প্রশংসার জোয়ার বইছে বাংলাদেশের ক্রিকেট মহলে। এতটাই যে ব্যাটসম্যান লিটনের ব্যর্থতাও ঢাকা পড়েছে। কারণও আছে। অধিনায়ক লিটনের অধীনে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে ধবলধোলাই করেছে বাংলাদেশ। প্রধান কোচ ফিল সিমন্স থেকে দলের খেলোয়াড়দের মুখেও লিটনের প্রশংসার জোয়ার বইছে। সর্বশেষ লিটনের প্রশংসা করলেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এ প্রসঙ্গে সালাউদ্দিন জানিয়েছেন, সর্বশেষ বিপিএলে লিটনকে অধিনায়কত্ব দেওয়ার পর অনেক কথা শুনতে হয়েছিল তাঁকে।
বিপিএলের সর্বশেষ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেতৃত্ব লিটনকে দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ সালাউদ্দিন। লিটনের অধীনে সেবার ফাইনাল খেলেছিল কুমিল্লা। তবে লিটনকে অধিনায়কত্ব দেওয়ার পর অনেক সমালোচনা শুনতে হয়েছিল সালাউদ্দিনকে। সিরিজ জেতার পর সেই কথাই সাংবাদিকদের জানিয়েছেন সালাউদ্দিন, ‘গত বছর লিটনকে কুমিল্লার অধিনায়কত্ব দিয়েছিলাম, তখন এ নিয়ে আমার কথা শুনতে হয়েছিল। আমি যখন সিদ্ধান্ত নেই অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেই। কারণ, মানুষের চিন্তাভাবনা, খেলা সম্পর্কে আইডিয়া, কতটা দূরদৃষ্টিসম্পন্ন সেসব দেখেই আমি সিদ্ধান্ত নেই।’
লিটনকে ‘ক্যাপ্টেন ম্যাটেরিয়াল’ হিসেবে উল্লেখ করে সালাউদ্দিন বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে, সে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, সে খেলার থেকে ৩-৪ ওভার আগে থাকে। একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ, সে খেলা থেকে আগে থাকে কি না, বুঝতে পারে কি না, ঘটনা কী ঘটছে, ২ ওভার পরে কী হতে পারে, এটা মনে হয় ওর ভালো গুণ। প্রথম দুই ম্যাচে কম পুঁজি নিয়ে জিতেছি, আজকেও (কাল) যদি ফিল্ড সেট-আপ দেখেন, আমার মনে হয় ওর অসাধারণ গুণ আছে ক্যাপটেনসির।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে লিটন কিছুই করতে পারেননি। টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচ রান করেছেন ১৭। লিটন সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৪ ম্যাচে, দুবারই আউট হয়েছেন শূন্য রানে। বাকি দুই ইনিংসে মোটে ১৭ রান। তবে লিটনের রান না পাওয়া নিয়ে চিন্তিত নন সালাউদ্দিন, ‘খারাপ সময় আসতেই পারে, টেকনিক্যালি ওর খুব একটা সমস্যা নাই। আমার মনে হয় এটা থেকে খুব তাড়াতাড়ি বের হবে। যেকোনো সংস্করণেই সে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত নই। মানসিকভাবে শান্ত থাকলে আরও ভালো থাকবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজেকে নতুন করে চিনিয়েছেন জাকের আলী। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রানের অনবদ্য ইনিংসহ পুরো সিরিজেই ধারাবাহিকভাবে রান করে গেছেন। জাকেরও বিপিএলে খেলেন কুমিল্লার হয়ে। তাঁকেও ভালো করেই চেনেন সালাউদ্দিন। জাকের সম্পর্কে সালাউদ্দিন বলেছেন, ‘জাকের ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট পরিপক্ব। এটা আমি আগেও বলেছি। খেলা বোঝে, সে যে পরিস্থিতিই হোক। অন্য যে ছেলেরা, তারাও আমার সঙ্গে কমফোর্ট ফিল করে। শেয়ার করতে পারে, কথা বলতে পারে।’
এই সফরে টেস্ট সিরিজ ১-১ ড্র করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ৩-০-তে হয়েছে ধবলধোলাই। টি-টোয়েন্টি সিরিজে হয়েছে উল্টোটা। সব মিলিয়ে বাংলাদেশ এই সিরিজে খেলেছে দল হিসেবে। সালাউদ্দিনও পুরো দলেরই প্রশংসা করলেন, ‘এই সিরিজে ছেলেরা ভালো খেলেছে। টিমটা ব্যালেন্স ছিল না, অনেকগুলো সিনিয়র প্লেয়ার ছিল না, চোটের সমস্যা ছিল। সেখান থেকে ছেলেরা মানসিক শক্তি দেখিয়েছে, তারা যে করতে পারে সেটা দেখিয়েছে। পুরো সিরিজের মধ্যে হয়তো প্রথম টেস্টের প্রথম ইনিংসটাতে বাজে খেলেছিলাম। এ ছাড়া দ্বিতীয় ওয়ানডে ভালো খেলিনি। এ ছাড়া এত দিনের সফরে বেশির ভাগ দিনই ডমিনেট করে খেলেছি। ছেলেরা নিজেরা সিদ্ধান্ত নিতে শিখেছে, বড় ভাবা শুরু করেছে, ভাবছে তারা পারবে। আমার মতে এই মানসিক দিকটাই তাদের অনেক কাজে দেবে।’
বাংলাদেশের এই দারুণ সফরে সালাউদ্দিনের ভূমিকা কতটা? এই প্রশ্নে সিনিয়র সহকারী কোচ কৃতিত্ব দিলেন প্রধান কোচকে, ‘আমি কিছুই করিনি। এখানে প্রধান কোচের অবদান আছে। আমার কাছে মনে হয়েছে ফিল খুব স্বাধীনতা দেয়। সেই সঙ্গে কোচিং স্টাফদেরও স্বাধীনতা দেয়। মনে হচ্ছে ছেলেরা এখন সিদ্ধান্ত নিতে পারছে, পরিকল্পনার সঙ্গেও যুক্ত। কৃতিত্ব পুরোই ছেলেদের। তারা ভালো খেলতে চেয়েছে, নিজেরাই পরিবর্তন হতে চেয়েছে। আমরা যারা কোচিং স্টাফে আছি, তারা হয়তো ছেলেদের ওই স্বাধীনতাটা দিয়েছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী