এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম
ব্যাট হাতে একের পর এক ম্যাচে তাণ্ডবলীলা চালিয়েই যাচ্ছেন সামির রিজভি। সেঞ্চুরির পর দেড়শ’। এবার খেললেছন ২০ ছক্কায় ৯৭ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস। শেষ তিন ইনিংসেই ছক্কা হাঁকিয়েছেন ৪২টি!
ভারতের একদিনের ম্যাচের টুর্নামেন্ট অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফিতে এমন অবিশ্বাস্য ব্যাটিং প্রদর্শন করছেন রিজভি। শনিবার ত্রিপুরার বিপক্ষে ৯৭ বলে অপরাজিত ২০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন উত্তর প্রদেশের এই অধিনায়ক। টুর্নামেন্টের ইতিহাসে যা রেকর্ড। ইনিংসটি গড়া ২০ ছক্কা ও ১৩ চারে।
ক্রিজে এসেই ছক্কা হাঁকানোর বিরল ক্ষমতা রয়েছে রিজভির। উত্তর প্রদেশে রিজভিকে বলা হয় ‘ডানহাতি সুরেশ রায়না।’ গত আইপিএলের নিলামে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। ৮ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস।
গতবছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেকেই বড় শট নেওয়ার দক্ষতার প্রমাণ দিয়েছেন। পরে যদিও ভালো করতে পারেননি। সব মিলিয়ে ওই আসরে ৮ ম্যাচে করেন কেবল ৫১ রান। তাকে ছেড়ে দেয় চেন্নাই।
এবছর আইপিএলের মেগা নিলামে তাকে ৯৫ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। আসর শুরুর আগে নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে আশ্বস্ত করছেন তিনি।
প্রথম ম্যাচে গুজরাটের বিপক্ষে ২টি করে ছক্কা-চারে ৩০ বলে ২৭ রান করে আউট হয়ে যান রিজভি। দ্বিতীয় ম্যাচে পুদুচেরির বিপক্ষে করেন ১১ চার ও ১০ ছক্কার ৬৯ বলে অপরাজিত ১৩৭ রান।
হিমাচলপ্রদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে আরও উত্তাল হয়ে ওঠে রিজভির ব্যাট। এবার খেলেন ১৪টি চার ও ১২ ছক্কায় ১১৪ বলে ১৫৩ রানের ইনিংস। করে মাঠ ছাড়েন।
আর ত্রিপুরার বিপক্ষে তো রিজভি রীতিমতো তাণ্ডবলীলা চালান। গড়েন টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড। ডাবল সেঞ্চুরিতে পৌঁছতে খরচ করেন মোটে ৯৭টি বল।
তবে এটি লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ড হিসেবে গণ্য হবে না। এই টুর্নামেন্টের ম্যাচগুলোর লিস্ট ‘এ’ স্বীকৃতি নেই।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। নিউজিল্যান্ডের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে গত অক্টোবরে ক্যান্টারবুরির হয়ে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে দুইশতে পা রাখেন তিনি। ভেঙে দেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসানের ১১৪ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড।
শুরুতে ব্যাট করে উত্তরপ্রদেশ নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। জবাবে ত্রিপুরা ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৩ রানে আটকে যায়। ১৫২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে উত্তরপ্রদেশ।
৪ ম্যাচে ৫১৮ রান করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ স্কোরার রিজভিই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার