টিকিট-কাণ্ডে আগুন-ভাঙচুর!
০৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:১০ এএম
বিপিএল মানেই যেন বিশৃঙ্খলা আর বিতর্কের সমার্থক শব্দ। তবে পরিবর্তিত সময়ে হওয়ায় এবার কিছুটা ভিন্নতা দেখার প্রত্যাশা ছিল। কিন্তু ‘যেই লাউ, সেই কদু’। সবচাইতে বেশি যেটি নিয়ে হয় আলোচনা, সমালোচনা এবারও সেই টিকিট কাণ্ড নিয়েই জেরবার দেশের একমাত্র ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টটি। এখনো পর্যন্ত হওয়া তিনটি ম্যাচ ডে ঘিরেই হয়েছে হট্টগোল। গতকাল যেটি ছাড়িয়ে গেছে সীমা। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই টিকিট নিয়ে অভিযোগ করে আসছেন দর্শকরা। এবার শুধু অভিযোগে সীমাবদ্ধ থাকেনি। খেলা শুরুর আগের দিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখান টিকিটপ্রত্যাশীরা। একই পরিস্থিতি দেখা যায় উদ্বোধনী ম্যাচের আগেও। সেই ধারাবাহিকতায়ই এবার ঘটল বুথে আগুনের ঘটনা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, বিপিএলের এবারের সিংহভাগ টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইনে। এর বাইরে সর্বসাধারণের কথা চিন্তা করে কিছু টিকিট মধুমতি ব্যাংকের নির্ধারিত ৭টা শাখা থেকেও বিক্রি হচ্ছে। পরে সোমবার জানানো হয়, স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের বুথ থেকেও সশরীরে টিকিট কিনতে পারবেন দর্শকরা। সেখানেই এবার ঘটল বিপত্তি।
গতকাল সকাল থেকে টিকেটের জন্য সুইমিং কমপ্লেক্সের সামনে ভিড় জমাতে থাকেন দর্শকরা। কিছু দর্শক টিকিট পেয়েছেনও। তবে পাননি আরও অনেকেই। দীর্ঘ অপেক্ষার পরও কাউন্টার থেকে টিকিট না পেয়ে একপর্যায়ে হট্টগোল শুরু করতে থাকেন তারা। স্লোগান, চিৎকার, গালিগালাজের মাঝেই হুট করে উত্তেজিত কয়েকজন লোহার বেড়ি ভেঙে ঢুকে যান ভেতরে। দুপুর ১২টার কাছাকাছি সময়ে টিকিট কাউন্টারের অস্থায়ী বুথে ব্যবহৃত শামিয়ানায় আগুন ধরিয়ে দেন তারা। কাছেই ফায়ার সার্ভিস স্টেশন থাকায় বড় হয়নি অগ্নিকা-ের এই ঘটনা।
বিপিএলের টিকিট নিয়ে কেন নিয়মিতই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির টিকিট কমিটির এক কর্মকর্তা জানান, সাধারণ গ্যালারির ২০০ টাকার সব টিকিট বিক্রি হয়ে গেলে দর্শকদের ৫০০ টাকা দামের ক্লাব হাউজ গ্যালারির টিকিট নিতে বলা হয়। এতে কিছু দর্শক ক্ষুব্ধ হন। আবার পরে ক্লাব হাউজ গ্যালারির টিকিটও শেষ হয়ে গেলে বাকি থাকে শুধু ২ হাজার টাকা দামের গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিট। টিকেটপ্রত্যাশী অনেকে অভিযোগ করেন, কাউন্টারে মূল দামের চেয়ে বেশি চাওয়া হয়েছে টিকেটের দাম। আরাফাত নামে একজন বললেন, ‘আমি আজকেই ভোলা থেকে এসেছি। সকাল ৭টা থেকে লাইনে দাঁড়ানো। সকালে দেখেছি কিছু টিকেট দিয়েছে। কিছুক্ষণ পর শুনি দাম বেড়ে গেছে। দুইশ টাকার টিকেট ছয়শ টাকা, আটশ টাকাও চাওয়া হচ্ছে। কিন্তু কেউ বাড়তি দামে কিনছে না দেখে বিক্রিই বন্ধ করে দিয়েছে।’
কাউন্টারে বাড়তি দাম চাওয়ার ব্যাপারে বিসিবির একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এত দামি টিকিট কিনতে চাননি বেশির ভাগ দর্শক। অথচ দুপুর ১টার কাছাকাছি সময়ও বিসিবির টিকেটিং ওয়েবসাইটে ৩০০ টাকা মূল্যের নর্দার্ন ও সাউদার্ন গ্যালারির টিকিট বাকি ছিল। এর কিছুক্ষণ পর শুধু ৫০০ টাকার ক্লাব হাউজ ও ২ হাজার টাকার গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট দেখা যায় ওয়েবসাইটে। সাধারণ গ্যালারি আর ক্লাব হাউজ গ্যালারির টিকিট যদি সকাল সকালই শেষ হয়ে যাবে, ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর প্রথম ম্যাচের সময় গ্যালারির বেশির ভাগ অংশ ফাঁকা পড়ে থাকল কেন? এমন প্রশ্নে কমিটির ওই কর্মকর্তার বক্তব্য, ‘দর্শকেরা টিকিট কিনে নিয়েছেন। এখন টিকিট কিনে কেউ মাঠে না এলে তো কিছু করার নেই। আবার হতে পারে প্রথম ম্যাচে না এলেও বরিশাল-রংপুরের পরের ম্যাচে দর্শকেরা আসবেন।’ তিনি দাবি করেন, টুর্নামেন্টের প্রথম দুই দিনেই ১ কোটি টাকার ওপরে টিকিট বিক্রি হয়েছে।
বিপিএলে এবার বেশির ভাগ টিকিটই অনলাইনে বিক্রি করছে বিসিবি। মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকেও বিক্রি হচ্ছে টিকিট। কাউন্টার থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে পরে। তবে শুরু থেকেই টিকিট বিক্রির প্রচারণা হয়েছে দুর্বল। তার দায় যেমন এড়াতে পারেনা বিসিবি, ঠিক তেমনি সমর্থকদের এমন বিশৃঙ্খলাও মানতে পারছেন না ক্রিকেট সংশ্লিষ্টরা। সব মিলিয়ে কুয়াশাচ্ছন্ন দিনে মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের ঘটনাই যেন ছড়াতে থাকে তুলনামূলক বেশি উত্তাপ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, সতর্ক থাকার নির্দেশ
সাদপন্থি শীর্ষ নেতা শফিউল্লাহ গ্রেপ্তার
ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, শিবিরকে ঘিরে বিবাদের আভাস
গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি
সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি, নতুন ভাসমান চৌকি স্থাপন
ঘনকুয়াশায় বন্ধ আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস
বাইডেনের স্ত্রীকে ‘সবচেয়ে দামি’ উপহার দিলেন মোদি
বাংলাদেশিদের ভিসা কমিয়ে ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে
বাংলাদেশে বিনিয়োগ করতে ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান লুৎফে সিদ্দিকীর
বগুড়া জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রদীপ কুমার গ্রেফতার
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।