রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
০৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ এএম | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ এএম
গত নয় বছরে শীর্ষ টেস্ট খেলুড়ে দেশগুলোর কোন না কোন ব্যাটসম্যান পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা।ব্যতিক্রম কেবল সবশেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন সেই ২০১৬ সালে। কেপটাউনে সেবার ২০১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন হাশিম আমলা। তারপর থেকে দীর্ঘ ৯ বছর ধরে আফ্রিকার জার্সিতে কেউ ডাবল সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। ৯ বছর পর সেই আক্ষেপটা এবার ঘোচালেন রায়ান রিকেলটন। প্রায় পাচ সেশন ক্রিজে থেকে খেললেন মহাকাব্যিক এক ইনিংস। এ ছাড়া ভেরেইন ও বাভুমাও পেয়েছেন সেঞ্চুরির দেখা।
রায়ান রিকেলটন আগেরদিনই সেঞ্চুরি করেছিলেন। টেম্বা বাভুমার সঙ্গে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনই ইঙ্গিত দিয়েছিলেন বিশাল স্কোরের দিকে এগুচ্ছে প্রোটিয়ারা। ১০৬ রান করে বাভুমা আউট হয়ে গেলেও রায়ান রিকেলটন ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করে ফেলেন। শেষ পর্যন্ত ২৫৯ রানে গিয়ে মির হামজার বলে মোহাম্মদ আব্বাসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।
৬০৭ মিনিট ব্যাট করে ৩৪৩ বলে ২৯টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায় সাজানো ছিল তার রান। শুধু রায়ান রিকেলটন আর টেম্বা বাভুমা নন, সেঞ্চুরি করেছেন আরও একজন। তিনি কাইল ভেরাইনি। ১৪৭ বলে সেঞ্চুরি করেই (১০০ রানে) আউট হয়ে যান তিনি।
ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন মার্কো ইয়ানসেন। ৫৪ বলে ৬২ রান করেন তিনি। ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মারেন তিনি। কেশভ মাহারাজও ভালো ব্যাট করেন। ৩৫ বলে ৪০ রান করেন তিনি। ৪টি বাউন্ডারি মারলেন তিনি, সঙ্গে ২টি ছক্কার মারও ছিল। শেষ পর্যন্ত ৬১৫ রান করে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন মার্কো ইয়ানসেন। ৫৪ বলে ৬২ রান করেন তিনি। ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মারেন তিনি। কেশভ মাহারাজও ভালো ব্যাট করেন। ৩৫ বলে ৪০ রান করেন তিনি। ৪টি বাউন্ডারি মারলেন তিনি, সঙ্গে ২টি ছক্কার মারও ছিল। শেষ পর্যন্ত ৬১৫ রান করে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও সালমান আগা। ২টি করে উইকেট নেন মির হামজা ও খুররাম শাহজাদ।
জবাব দিতে নেমে অবশ্য, দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ২০ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। শান মাসুদ ২ রানে, কামরান গুলাম ১২ এবং সউদ শাকিল আউট হন শূন্য রানে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষ হয়েছে পাকিস্তানের ৩ উইকেটে ৬৪ রান নিয়ে। ৩১ রানে বাবর আজম ও ৯ রানে ব্যাট করছেন মোহাম্মদ।
জবাব দিতে নেমে অবশ্য, দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ২০ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। শান মাসুদ ২ রানে, কামরান গুলাম ১২ এবং সউদ শাকিল আউট হন শূন্য রানে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষ হয়েছে পাকিস্তানের ৩ উইকেটে ৬৪ রান নিয়ে। ৩১ রানে বাবর আজম ও ৯ রানে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান। এখনও ৫৫১ রান পিছিয়ে পাকিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন
ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি
আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন
লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব
খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার
১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান
বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির
অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা
কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি
সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত