ভারতকে গুড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
০৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৮ এএম | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:১২ পিএম
জাসপ্রিত বুমরাহকে ছাড়া লড়াইটাই জমাতে পারল না ভারত। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে সফরকারী দলটিকে হারিয়ে দশ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে নিল অস্ট্রেলিয়া। একই সাথে নিশ্চিত করল টানা দ্বিতীয়বার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও।
সিডনি টেস্টের তৃতীয় দিনেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ১৬২ রানের লক্ষ্য তারা পূরণ করে ২৭ ওভারেই। ওভারপ্রতি রান ছিল ৬, অস্ট্রেলিয়ায় চতুর্থ ইনিংসে দেড়শর বেশি রান তাড়ায় যেটি সবচেয়ে দ্রুততম।
৩.৪ ওভারে ৩৯ রানের উদ্বোধনী জুটির পর প্রসিদ্ধ কৃষ্ণের তিন উইকেট অস্ট্রেলিয়াকে কিছুটা নাড়িয়ে দিলেও জয় পেতে বেগ পোহাতে হয়নি। ট্রাভিস হেড ৩৮ বলে ৩৪ রানে এবং অভিষিক্ত বাউ ওয়েবস্টার ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। উসমান খাওয়াজা করেন ৪৫ বলে ৪১ রান।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সবশেষ ২০১৪-১৫ সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ভারতে দুটি ও অস্ট্রেলিয়ায় দুটি, টানা চারটি সিরিজ জিতেছিল ভারত। অবশেষে দেশের মাঠে ট্রফি পুনরুদ্ধার করলেন কামিন্সরা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার ৬ উইকেটে ১৪১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা ভারত আর যোগ করতে পারে কেবল ১৬ রান। এক রানের মধ্যে শেষ তিন উইকেট হারায় ভারত।
আগের দিনের চারটির সঙ্গে আরও দুটি উইকেট যোগ করেন স্কট বোল্যান্ড। ইনিংসে ছয় উইকেট নিয়ে প্রথমবার ম্যাচে ১০ উইকেটের স্বাদ পান এই পেসার।
ম্যাচে ৭৬ রানে ১০ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক বোল্যান্ডই। সিডনিতে সবশেষ কোনো অস্ট্রেলিয়ান পেসারের ১০ উইকেট পাওয়ার নজিরটি ২৫ বছর আগের। ভারতের বিপক্ষেই ১০ উইকেট নিয়েছিলেন গ্লেন ম্যাকগ্রা।
লক্ষ্য তাড়ায় ৫৯ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। অসম বাউন্সের উইকেটে বুমরাহ থাকলে লড়াইটা আরও জমজমাট হতো তা বলাই যায়। সিরিজ জুড়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পেরেছেন তো কেবল বুমরাহই। ভারতীয় বোলার হিসেবে গড়েন এক সিরিজে ৩২ উইকেটের রেকর্ড। সিরিজজুড়ে ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আতঙ্ক। সিরিজ সেরাও তাই এই ডানহাতি পেসারই। শেষ ইনিংসটায় বোলিং করতে পারলেন না পিঠের সমস্যার কারণে।
ভারতের লিড বাড়ানোর আশায় তৃতীয় দিন সকালটা শুরু করেন রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দার। কিন্তু অস্ট্রেলিয়ান পেসের সামনে টিকতে পারেননি তারা। দিনের তৃতীয় ওভারে উইকেটের পিছনে প্যাট কামিন্সের শিকারে পরিণত হন জাদেজা (১৩)। এক ওভার পর সুন্দারকেও (১২) বোল্ড করে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
তিন বলের মধ্যেই শেষ দুই উইকেট নিয়ে ভারতের ইনিংস শেষ করে দেন বোল্যান্ড। মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট স্পর্শ করেন তিনি টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার। পরে বুমরাহকে বোল্ড করে পূর্ণ করেন ম্যাচে ১০ উইকেট। অথচ জশ হেইজেলউড ফিট থাকলে তিনি খেলার সুযোগই পেতেন না।
৩৯ রানের উদ্বোধনী জুটি গড়ে চতুর্থ ওভারে ১৭ বলে ২২ করে স্যাম কনস্টাস আউট হন প্রাসিধকে স্লগ করে। দশ ওভারের মধ্যে মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথকেও ফেরান আকাশ দিপরে চোটে একাদশে সুযোগ পাওয়া এই পেসার।
১০ হাজার টেস্ট রান থেকে ৩৮ রান দূরে এই টেস্ট শুরু করেছিলেন স্মিথ। প্রথম ইনিংসে ৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি আউট হলেন ৪ রানে। ১০ হাজারের সঙ্গে দূরত্ব রয়ে গেল ১ রানের। মাইলফলক পূরণ করতে তাই শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
লাঞ্চের পর সিরাজের বলে পুল করতে গিয়ে আউট হন খাওয়জা, ৪১ রান করে। ৩৬ টেস্ট খেলতে নামা সিরাজের এটি শততম উইকেট। টেস্ট উইকেটের সেঞ্চুরি পূর্ণ করা দশম ভারতীয় পেসার তিনি।
খাওয়াজার বিদায়ে ভারতের আশা আবার জেগে ওঠে। কিন্তু হেড-ওয়েবস্টার জুটি কোনো সুযোগ দেননি। ৫৩ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। বাউন্ডারি হাকিয়ে দলের জয় নিশ্চিত করে হুঙ্কার ছাড়েন ওয়েবস্টার।
এই জয়ে অজিরা সিরিজ নিশ্চিত করল ৩-১ ব্যবধানে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১৮৫
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৮১
ভারত ২য় ইনিংস: ৩৯.৩ ওভারে ১৫৭ (আগের দিন ১৪১/৬) (জাদেজা ১৩, ওয়াশিংটন ১২, সিরাজ ৪, বুমরাহ ০, প্রাসিধ ১* ওয়াশিংটন ৬*; স্টার্ক ৪-০-৩৬-০, কামিন্স ১৫-৪-৪৪-৩, বোল্যান্ড ১৬.৫-৫-৪৫-৬, ওয়েবস্টার ৪-১-২৪-১)।
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৭ ওভারে ১৬২/৪ (কনস্টাস ২২, খাওয়াজা ৪১, লাবুশেন ৬, স্মিথ ৪, হেড ৩৪*, ওয়েবস্টার ৩৯*; সিরাজ ১২-১-৬৯-১, প্রাসিধ ১২-০-৬৫-৩, নিতিশ ২-০-১০-০, ওয়াশিংটন ১-০-১১-০)।
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: স্কট বোল্যান্ড।
ম্যান অব দা সিরিজ: জাসপ্রিত বুমরাহ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কোথায় হবে তাহসান-রোজার হানিমুন?
পুরানা পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
জাতিসংঘ কি হারাচ্ছে তার বৈশ্বিক মধ্যস্থতাকারীর ভূমিকা?
দুপুরে ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
মি: পটুয়াখালী নামে পরিচিত ম্যারাথন দৌড়বিদ টুকু জামিলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
ঢাকায় ফিরেছেন কলকাতা বিমানবন্দরে আটকা পড়া ২২০ বাংলাদেশি
এসএমএসে সাড়া না দিলে এনআইডি সংশোধন আবেদন বাতিল করবে ইসি
সৈয়দপুরে ৬০ বছর বয়সী মাকে রাস্তায় ফেলে দিলেন স্বজনরা
রাজধানীর পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নেপালে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আরো ৪ দেশ
সৌদি আরবে চালকবিহীন ট্রেন চালু
পঞ্চগড়ে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী
পথে বসতে যাচ্ছে ভারতের মহাকাশ শিল্প!
কঠোর হস্তে সিন্ডিকেট ও বাজারব্যবস্থা নিয়ন্ত্রণের আহবান হাসনাতের
কালো গ্লাসের অন্তরে বন্ধী সাব্বিরের রঙিন স্বপ্ন
মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে পাঁচজনের মৃত্যু
নিজের বিরুদ্ধে অভিযোগ, যা বললেন টিউলিপ সিদ্দিক
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলে-নাবিক দেশে ফিরছেন আজ
ট্রুডোর পদত্যাগের ঘোষণা,নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় যারা