ট্রফি ফিরিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
০৬ জানুয়ারি ২০২৫, ১২:২১ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:২১ এএম
পুরো সিরিজে প্রায় একক নৈপুণ্যে ভারতকে সিরিজে রেখেছিলেন জাসপ্রিত বুমরাহ। তবে শেষ লড়াইয়ে এসে শরীর বিগড়ে গেল তার। পিঠের চোটে আগেরও দিনও বেশিরভাগ সময় বল করতে পারেননি, এই পেসার দ্বিতীয় ইনিংসে এক ওভারও পারলেন না বল করতে। অস্ট্রেলিয়াকে দেড়শো ছাড়ানো লক্ষ্য দিয়ে প্রসিদ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজরা তাই তৈরি করতে পারলেন না কোন চ্যালেঞ্জ। শেষটায় আর জমল না লড়াই।
গতকাল সিডনি টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই শেষ হয়ে গেছে ম্যাচ। ভারতকে ৬ উইকেটে অনায়াসে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে প্যাট কামিন্সের দল। এতে প্রায় এক দশক পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। সবশেষ ২০১৪-১৫ সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ভারতে দুটি ও অস্ট্রেলিয়ায় দুটি, টানা চারটি সিরিজ জিতেছিল ভারত। অবশেষে দেশের মাঠে ট্রফি পুনরুদ্ধার করলেন কামিন্সরা। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে অজিরা। আগামী জুনে লর্ডসে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
আগের দিনের ৬ উইকেটে ১৪১ রান নিয়ে নেমে ১৫৭ রানে থেমে যায় ভারত। তাতের অল্পতে আটকে দিতে ৪৫ রানে ৬ উইকেট নেন স্কট বোলান্ড। ১৬২ রানের লক্ষ্য তাড়ায় ৫৮ রানে ৩ উইকেট পড়লেও ট্রেভিস হেড, বাউ ওয়েবস্টারের ব্যাটে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল। চার মেরে ম্যাচ শেষ করা ওয়েবস্টার ৩৪ বলে করেন ৩৯ রান, ৩৮ বলে ৩৪ করে অপরাজিত থাকেন সিরিজজুড়ে ভালো খেলা হেড। ২৭ ওভারে ১৬২ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। ওভারপ্রতি রান ছিল ৬, অস্ট্রেলিয়ায় চতুর্থ ইনিংসে দেড়শর বেশি রান তাড়ায় যেটি সবচেয়ে দ্রুততম।
সকালে নেমে আর ১৬ রান যোগ করেই বাকি ৪ উইকেট হারায় ভারত। দলের ভীষণ প্রয়োজনে ত্রাতা হতে পারেননি অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। দিনের শুরু তার আউট দিয়েই। কামিন্সের বলে ১৩ রান করে কট বিহাইন্ড হন তিনি। এরপর একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে ছিলেন ওয়াশিংটন সুন্দর। তিনি বোল্ড হয়ে যান খানিক পর, সুন্দর ফেরেন ১২ রান করে। সিরাজ আর বুমরাহকে পর পর তুলে নিয়ে ইনিংস মুড়ে দেন বোলান্ড, যিনি আগের দিনই ভারতকে কোণঠাসা করে ফেলেছিলেন। ১৬২ রানের লক্ষ্য একদম সহজ না হলেও নাগালের মধ্যেই। এই পুঁজিতে একমাত্র বুমরাহ হতে পারতেন বিপদ। এক ইনিংস কম বল করেও সিরিজে সর্বোচ্চ ৩২ উইকেট নেওয়া ভারত অধিনায়ক পিঠের চোটে কাবু হয়ে আর নামতে পারেননি। ফলের শুরুর ঝাঁজ দেওয়ার তেমন কেউ ছিলো না।
অস্ট্রেলিয়া রান তাড়া শুরু করে আগ্রাসী মেজাজে। স্যাম কনস্টাস টি-টোয়েন্টি মেজাজে খেলছিলেন। চতুর্থ ওভারে দলের ৩৯ রানে কাটা পড়েন তিনি। ১৭ বলে ২২ করা কনস্টাসকে আউট করেন কৃষ্ণ। ৪৫ বলে ৪১ করা উসমান খাওয়াজাকে তুলে নেন সিরাজ। এরপর মারনাশ লাবুশানে আর স্টিভেন স্মিথকে পর পর তুলে নেন কৃষ্ণ। আশা জাগিয়ে তুলেন কিছুটা। তবে সেই আশা মিইয়ে দিতে কোন ভুল করেননি হেড-ওয়েবস্টার। ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করে দেন তারা।
আগের দিন টিভি সাক্ষাৎকারে ওয়েবস্টার বলেছিলেন, ‘আমি চাইব, রান তাড়ায় যেন আমার নামতে না হয়। তবে যদি আমাকে প্রয়োজন পড়ে দলের, তাহলে দলকে জেতাতে পারাটা হবে দারুণ।’ যেমন কথা, তেমন কাজ। বাউন্ডারিতে দলকে জিতিয়ে হুঙ্কার ছুড়ে উদযাপন করেন ৩১ বছর বয়সী অভিষিক্ত অলরাউন্ডার। গ্যালারিতেও বয়ে যায় উল্লাসের জোয়ার। ড্রেসিং রুমে উচ্ছ্বাসে মেতে ওঠেন কামিন্স ও কার সতীর্থরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় তিন নবজাতক জন্ম দিলেন এক গৃহবধূ
একনেকে অনুমোদন পেল ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প
নরসিংদীতে জুলাই ঘোষণাপত্র বিতরণ করছেন সারজিস আলম
বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা
ব্রাহ্মণপাড়ায় ডায়রিয়ার প্রকোপ শীত বাড়ছে মৌসুমি রোগবালাই
এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু : শিক্ষা উপদেষ্টা
স্কুলে না থেকেও বেতন নিচ্ছেন নিয়মিত
সুপ্রিম কোর্ট বার সভাপতি মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে ফজল আনসারীর সাক্ষাৎ
কম্বলডা পায়া শান্তিতে ঘুমামু
ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সিরাজদিখানে মাদক নিয়ে দ্বন্দ্ব ছুরিকাঘাতে ২ জন আহত
নিয়োগ দুর্নীতির অভিযোগে ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
রাশিয়ার সাইবার ইউনিট পোল্যান্ডে হামলার লক্ষ্যে সক্রিয়: মন্ত্রী গাওকোভস্কি
সিংগাইরে সিসিডিবি'র উদ্যোগে কম্বল বিতরণ
মতলবে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু
ট্রাম্পের গ্রিনল্যান্ড-পানামা খালের প্রতি আগ্রহে উত্তেজনা বৃদ্ধি
লক্ষ্মীপুরে জমি দখলের অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
শ্রীলঙ্কাকে গুড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের
কুষ্টিয়ায় নকল কসমেটিক কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান