ঢাকাকে চতুর্থ হারের স্বাদ দিয়ে রংপুরের পাঁচে পাঁচ
০৭ জানুয়ারি ২০২৫, ০৪:২২ পিএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম
লিটন দাসকে ওপেন থেকে সরিয়ে নামানো হলো চারে। দলের পর একাদশেও জায়গা পেয়ে গেলেন মোসাদ্দেক হোসেন। একাদশে পরিবর্তন হলো আরও। তবু ভাগ্য বদল হয়নি ঢাকা ক্যাপিটালসের। রাজধানীর দলকে টানা চতুর্থ পরাজয়ের তিক্ত স্বাদ দিয়ে এবারের বিপিএলে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ঢাকাকে স্রেফ ১১১ রানে গুটিয়ে বোলাররাই গড়ে দিয়েছিলেন জয়ের ভীত। এবারের বিপিএলে এখনও পর্যন্ত সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। পরে অ্যালেক্স হেলস, খুশদিল শাহদের ব্যাটে অনায়াসেই সেই রান পেরিয়ে ৪০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় রংপুর।
পাঁচ ম্যাচে শতভাগ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও সুসংহত করল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। ঠিক বিপরীত চিত্র ঢাকার। চার ম্যাচ খেলেও এখনও জয়ের দেখা পায়নি দলটি। পয়েন্ট তালিকাতেও তাদের অবস্থান তলানীতে।
রান তাড়ায় চতুর্থ ওভারে আজিজুল হাকিমকে ( ১৪ বলে ৫) হারালেও দলকে কক্ষপথে রাখেন হেলস। আগের ম্যাচে সেঞ্চুরি হাকানো এই ইংলিশ ওপেনার আউট হন নবম ওভারে, ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রান তুলে।
আগের ম্যাচে দারুণ খেলা সাইফ হাসান এদিন ১৫ বলে ১৩ রান করে ফিরে যান। বাকি কাজটা সেরে আসেন ইফতিখার আহমেদ ও খুশদিল। ১২ বলে ৯ রানে অপরাজিত থাকেন ইফতিখার। বল হাতে ১৪ রানে ২ উইকেট নেওয়া খুশদিল ছিলেন খুনে মেজাজে। ১৩ বলে ৪টি চার ও ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত ছিলেন এই পাকিস্তানি অলরাউন্ডার।
এর আগে টসে হেরে ব্যাটে নামা ঢাকার শুরুটা মন্দ ছিল না। নতুন কিছুর আশায় একাদশে ছয়-ছয়টি পরিবর্তন এনে নামে তারা। কিন্তু পারফরম্যান্স এ দিন হলো তাদের আরও বাজে। তিন টপ অর্ডারই ভালো শুরুর আভাস দিয়ে ফেরেন। তিনজনই হয়েছেন বোল্ড।
১২ বলে ১৪ রান করেন আকিভ জাভেদের শিকার হন হাবিবুর রহমান সোহান। ১২ বলে ১৮ রান করা আরেক ওপেনার জেসন রয়কে বোল্ড করে দেন মেহেদি হাসান। দলীয় রান তখন ৬ ওভারে ৫৪। ভাগ্য বদলের খোঁজে তিনে নামা তানজিদ হাসানকে বোল্ড করেন ইফতিখার।
এরপর নাহিদ রানা ও খুশদিলের তোপে দ্রুত উইকেট হারাতে থাকে ঢাকা। তাদের সামনে দাড়াতে পারেননি কেউই।
২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নাহিদ রানা। ১৩ রানে ২টি নেন আকিভ।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ক্যাপিটালস: ১৬.৩ ওভারে ১১১ (হাবিবুর ১৪, রয় ১৮, তানজিদ ২০, লিটন ৯, সাব্বির ৩, থিসারা ০, মোসাদ্দেক ১২, আলাউদ্দিন ১৬, হামজা ০, মুকিদুল ২*, মুস্তাফিজ ১; আকিফ ৩.৩-১-১৩-২, নাহিদ ৪-০-২১-৩, সাইফ ২-০-২৩-০, শেখ মেহেদি ২-০-১৫-১, ইফতিখার ১-০-৮-১, খুশদিল ২-০-১৪-২, কামরুল ২-০-১১-১)।
রংপুর রাইডার্স: ১৩.২ ওভারে ১১৩/১ (আজিজুল ৫, হেলস ৪৪, সাইফ ১৩, ইফতিখার ১৩*, খুশদিল ২৭*; হামজা ৩-০-২৩-০, মুস্তাফিজ ৪-১-২৩-১, মুকিদুল ৩.২-০-২০-০, আলাউদ্দিন ২-০-৩৩-১, মোসাদ্দেক ১-০-১৩-১)।
ফল: রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: নাহিদ রানা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
রামগড়ে হত-দরিদ্রদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন
লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় তিন নবজাতক জন্ম দিলেন এক গৃহবধূ
একনেকে অনুমোদন পেল ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প
নরসিংদীতে জুলাই ঘোষণাপত্র বিতরণ করছেন সারজিস আলম
বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা
ব্রাহ্মণপাড়ায় ডায়রিয়ার প্রকোপ শীত বাড়ছে মৌসুমি রোগবালাই
এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু : শিক্ষা উপদেষ্টা
স্কুলে না থেকেও বেতন নিচ্ছেন নিয়মিত
সুপ্রিম কোর্ট বার সভাপতি মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে ফজল আনসারীর সাক্ষাৎ
কম্বলডা পায়া শান্তিতে ঘুমামু
ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সিরাজদিখানে মাদক নিয়ে দ্বন্দ্ব ছুরিকাঘাতে ২ জন আহত
নিয়োগ দুর্নীতির অভিযোগে ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
রাশিয়ার সাইবার ইউনিট পোল্যান্ডে হামলার লক্ষ্যে সক্রিয়: মন্ত্রী গাওকোভস্কি
সিংগাইরে সিসিডিবি'র উদ্যোগে কম্বল বিতরণ
মতলবে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু
ট্রাম্পের গ্রিনল্যান্ড-পানামা খালের প্রতি আগ্রহে উত্তেজনা বৃদ্ধি
লক্ষ্মীপুরে জমি দখলের অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার