তামিমের জন্য অপেক্ষা বাড়ল
০৮ জানুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম
আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে পাওয়া যাবে কিনা এর উত্তর পেতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অপেক্ষায় রেখেছেন তামিম নিজেই। পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন এই ওপেনার।
বিপিএল খেলতে এখন সিলেটে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। সেখানেই তার সঙ্গে আলোচনা করেছেন তিন নির্বাচক। পরে প্রধান নির্বাচক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তামিম। সে জন্য দুই-একদিন সময় চেয়েছেন।
আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিকে দল পাঠাতে হবে বিসিবিকে। এখনও তামিম ও সাকিব আল হাসানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল, তামিম আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। সম্প্রতি বিপিএলের দল চিটাগং কিংসের শুভেচ্ছা দূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে আসা এক ভিডিওতেও তামিমকে এ রকম কথা বলতে শোনা গেছে।
এরপর সরাসরি তামিমের কাছ থেকে মতামত জানতে চেয়েছে বিসিবি। প্রথম দফায় নির্বাচকদের হতাশ করেন তামিম। দ্বিতীয় দফা আলোচনার পর কিছুটা ইতিবাচক সাড়া দেন দেশসেরা ওপেনার। আলোচনা শেষে বিষয়টি খোলোসা করেন আশরাফ।
“বেশ কিছু ব্যাপারে আমরা খোলামেলা কথা বলেছি। ক্রিকেট নিয়ে কথা হয়েছে অবশ্যই। বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেট, জাতীয় দল, বিপিএল, সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা হয়েছে।"
“আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।”
২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজের পর তামিমকে আর দেখা যায়নি জাতীয় দলের জার্সিতে। সবশেষ টেস্ট খেলেছেন তিনি ২০২৩ সালের এপ্রিলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি সবশেষ মাঠে নেমেছেন ২০২০ সালের মার্চে। এই সংস্করণ থেকে অবসরের কথা জানান তিনি ২০২২ সালের জুলাইয়ে।
২০২৩ সালের ডিসেম্বরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তিনি সরে দাঁড়ান। এরপর বোর্ডের কোনো ধরনের চুক্তিতে তিনি আর নেই। তার পরও তাকে নিয়ে আলোচনা থামেনি। বিশেষ করে, ওপেনিংয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করার মতো নির্ভরযোগ্য কাউকে এখনও পায়নি দল। চ্যাম্পিয়নস ট্রফির আগে সেই শূন্যতা পূরণেই আবার তামিমের দুয়ারে কড়া নাড়েন নির্বাচকরা।
কেবল বিসিবি নয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দলের আরও দু’জন নাকি তামিমকে অনুরোধ করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে।
সাকিবের ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আসেনি বলে জানান আশরাফ।
“সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু শকিং।”
গণমাধ্যমের খবর, বার্মিংহামে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারার পর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে পরীক্ষা দেন। সেই পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পায়নি। এরই মধ্যে চেন্নাইয়ে আরেক দফা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন এই অলরাউন্ডার। সেটির ফলাফল এখনো আসেনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাফির ব্যাংক লেনদেন নিয়ে যা বললেন সারজিস
পটুয়াখালী জেলা জমিয়াতুল মোদার্রেছিনের সাবেক সভাপতির ইন্তেকাল
আশুলিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন নুরে আলম সিদ্দিক
বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেওয়া হয়েছে
জকিগঞ্জে ক্রসফায়ারের চার বছর পর ওসির বিরুদ্ধে মামলা
আজকের মধ্যে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেডে যাবেন বিডিআর পরিবারের সদস্যরা
চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট
কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা
পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার
শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২
বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর
বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত
গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না ডেনমার্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রচণ্ড দাবানল, মৃত্যু ৫
চার দেশের ভূখণ্ড নিয়ে ‘বৃহত্তর ইসরায়েলের’ মানচিত্র প্রকাশ, প্রতিবাদের ঝড়
ইবিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংগ্রহশালা স্থাপনে কমিটি গঠন
টিউলিপ মিথ্যা বলেছেন কি না, তদন্ত করবে ব্রিটিশ সরকার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি