উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম
১০ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
বাংলাদেশ সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রচেষ্টার পথে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের বিষয়টি আবারও সামনে উঠে এসেছে।
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশন গড়ে তোলার মাধ্যমে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ সম্ভব এবং ক্রিকেট থেকে বৈষম্য ও দুর্নীতি দূরীকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এছাড়াও এর মাধ্যমে ঢাকা কেন্দ্রিক ক্রিকেটের হাত থেকে খেলোয়াড়/সংগঠকরা রক্ষা পাবে এবং প্রতিটি জেলায় আঞ্চলিক আয়োজকদের জন্য নিজ-নিজ জেলায় ক্রিকেট সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাবনা সৃষ্টি করবে।
ফাহিম বলেন, ‘আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশন এসব সমস্যার সমাধান করতে পারে এবং আমাদের তৃণমূল পর্যায় থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার সুযোগ করে দিতে পারে।’
অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচ্চ পর্যায়ে তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার লক্ষ্যে আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশন গড়ে তোলার গুরুত্ব নিয়ে অলোচনা বেশ কয়েকবারই হয়েছে। তবে কেউই এটিকে বাস্তবায়ন করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেনি।
তাই ক্রিকেট কার্যত ঢাকা ভিত্তিকই রয়ে গেছে। যে কারনে পাইপলাইনও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে।
দেশে এ পর্যন্ত যত ক্রিকেটার তৈরী হয়েছে তাদের বেশিরভাগই এসেছে বিসিবির বিভিন্ন প্রোগ্রাম ও জেলা বা স্থানীয় ক্রিকেট সংগঠকদের মাধ্যমে। তবে এ পর্যন্ত প্রতিটি জেলায় কোন যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়নি।
পরিচালক নির্বাচিত হবার আগে দীর্ঘদিন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটিতেও কাজ করেছেন ফাহিম।
ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের কথা তুলে ধরে ফাহিম বলেন, ‘সবকিছুই ঢাকাভিত্তিক, যা সামগ্রিক ক্রিকেটের জন্য ভালো নয়। তৃণমূল পর্যায়ে ক্রিকেটারদের খুঁজে বের করতে বিসিবি প্রতি বছর বিভিন্ন পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়। আমাদের অনেক ক্রিকেটার দরকার। এজন্য আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনকে আরও সক্রিয় হতে হবে এবং পাশাপাশি প্রতিটি জেলায় যদি নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা যায় তাহলে অনেক ক্রিকেটার পাওয়া যাবে।’
অতীতে ক্রিকেটকে নিজেদের অধীনে রাখার কারণে কেউই ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের যথাযথ উদ্যোগ নেয়নি। ফাহিম মনে করেন এটি বাস্তবায়ানের এখনই সঠিক সময়।
তিনি বলেন, ‘আমি সবসময় এবিষয়ে সোচ্চার ছিলাম, কিন্তু অতীতে কেউ তা করেনি। যেহেতু আমি এখন বোর্ডে আছি, এটি বাস্তবায়নের চেষ্টা করবো। আমরা ক্রিকেট থেকে সব ধরনের বৈষম্য মুছে ফেলতে চাই। সমান সুযোগ দেওয়ার জন্য আঞ্চলিক ক্রিকেট এাসোসিয়েশনই সেরা মাধ্যম।’
ফাহিম আরো বলেন, ‘এই মুহূর্তে আমাদের জনবলের অভাব আছে। তাই সবকিছু একসাথে করা সম্ভব নয়। এটি একটি প্রক্রিয়া। তবে আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এটি বাস্তবায়ন করার জন্য আমাদের একটি সঠিক রোডম্যাপ তৈরি করতে হবে এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান