আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
১২ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম
ঝড়ো ইনিংসে দলকে লড়াকু সুগ্রহ এনে দিলেন জাকির হাসান। বোলাররা মিলিত প্রচেষ্টায় সেই সংগ্রহকে বানিয়ে দিলেন যথেষ্ঠ। খুলনা টাইগার্সকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল সিলেট স্ট্রাইকার্স।
চলতি বিপিএলের ১৭তম ম্যাচে রোববার খুলনাকে ৮ রানে হারিয়েছে সিলেট। ১৮৩ রানের লক্ষ্যে ৯ উইকেটে ১৭৪ রানে আটকে যায় খুলনা।
আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালকে হারিয়ে পরাজয়ের বৃত্ত থেকে সিলেট বের হয় জাকিরের ব্যাটে ভর দিয়েই। এদিনও সিলেটের জয়ে নায়ক এই কিপার ব্যাটার। ৪৬ বলে ৭৫ রানের হার না মানা ইনিংস এসেছে তার ব্যাট থেকে।
লক্ষ্য তাড়ায় কোনো সময়ই জয়ের পথে ছিল না খুলনা। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ১৯ রান, হাতে ছিল তিন উইকেট। তানজিম হাসান সাকিবের করা সেই ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে কিছুটা সম্ভাবনা জাগান আবু হায়দার। পরের বলে তিনি হন ক্যাচ আউট। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনও রান আউট হলে হয় সব সম্ভাবনার সলীল সমাধী।
পাওয়ার প্লের মধ্যে তিন উইকেট হারানোর পর শেষের ব্যাটারদের জন্য কাজ কঠিন করে দিয়ে যান উইলিয়ান বসিসতো ও মেহেদি হাসান মিরাজ। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি তারা। চতুর্থ উইকেটে তাদের ৩৩ বলের জুটি থেকে আসে কেবল ৩৪ রান।
অধিনায়ক মিরাজ আউট হন ১৪ বলে ১৫ রান করে। ওপেনার উইলিয়াম ৪৩ রান করতে খেলেন ৪০ বল।
শেষ দিকে তাই মোহাম্মদ নেওয়াজ (১৮ বলে ৩৩), অঙ্কন (১৬ বলে ২৮), আবু হায়দারদের (৬ বলে ১৪) প্রচেস্টায় ব্যবধার কমলেও হার এড়ানো যায়নি।
সিলেটের রুয়েল মিয়া ৪ ওভারে ২৮ রানে ২ উইকেট নিয়ে সফলতম বোলার। দুটি করে নেন তানজিম ও রিচ টপলিও। দুজনেই খরচ করেন ৪ ওভারে ৪৫ রান করে।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক সিলেট। স্কোর বোর্ডে ১৫ রান উঠতেই ২ উইকেট হারায় তারা। রাকিম কর্নওয়াল ৪ ও জর্জ মুনসি ২ রানে ফিরেন।
শুরুর চাপে পাওয়ার প্লেতে মাত্র ২১ রান সংগ্রহ করে সিলেট। পাওয়ার প্লে শেষ হবার পর রানের গতি বাড়ান সিলেটের আরেক ওপেনার রনি তালুকদার ও উইকেটরক্ষক জাকির হাসান। এতে ১০ ওভার শেষে ৬৫ রান পায় সিলেট। ১৩তম ওভারে দলের রান ১’শতে নিয়ে যান রনি ও জাকির।
ছক্কা মেরে ২৯তম বলে টি-টোয়েন্টিতে নবম হাফ-সেঞ্চুরি করেন জাকির। অন্যদিকে চার মেরে ৩৯ বলে ১৩তম হাফ-সেঞ্চুরির দেখা পান রনি।
১৫তম ওভারে রনিকে শিকার করে খুলনাকে ব্রেক-থ্রু এনে দেন খুলনার পেসার আবু হায়দার। ৫টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৫৬ রান করেন রনি। ভাঙে তৃতীয় উইকেটে জাকিরের সাথে তার ৬২ বলে ১০৬ রানের জুটি।
দলীয় ১২১ রানে রনি ফেরার পর অ্যারন জোন্সকে নিয়ে ১১ বলে ২৯ এবং অধিনায়ক আরিফুল হকের সাথে ২২ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জাকির। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় সিলেট।
জাকির ৪৬ বলে ৩টি চার ও ৬টি ছক্কার সহায়তায় অপরাজিত ৭৫ রান করেন। ৩টি ছক্কায় জোন্স ২০ এবং ১টি করে চার-ছক্কায় ১৩ বলে অনবদ্য ২১ রান করেন আরিফুল।
আবু হায়দার ও জিয়াউর রহমান ২টি করে উইকেট নেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রঙ-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে শিশুখাদ্য, ২ ফ্যাক্টরি সিলগালা
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত
ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা