সোহান হতে পারলেন না রনি
১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনাকে ৮ রানে হারায় সিলেট। আগে ব্যাট করে উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান এবং ওপেনার রনি তালুকদারের অনবদ্য হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর করে সিলেট স্ট্রাইকার্স। জবাবে অস্ট্রেলিয়ান ওপেনার উইলিয়াম বোসিস্তো ও পাকিস্তানি মোহাম্মদ নওয়াজের মারকুটে ব্যাটিংয়ে ৯ উইকেটে ১৭৪ রান তুলতেই নির্ধারিত ওভার শেষ করে খুলনা টাইগার্স। ফলে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে স্বাগতিকরাই।
এই ম্যাচে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান হতে পারলেন না খুলনার আবু হায়দার রনি। যদিও রনির সামনে কাজটা সোহানের চেয়ে সহজই ছিল। গত বৃহস্পতিবার ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে সোহানের প্রয়োজন ছিল ২৬ রান, অন্যদিকে সিলেটের বিপক্ষে এই ম্যাচে রনির প্রয়োজন ১৯ রান। কাইল মায়ার্সের করা ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা মেরে দলকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন সোহান। পরের চার বলে আরও চার বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন তিনি। তাতে সমীকরণ দাঁড়ায় ১ বলে ২ রানে। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রংপুরের অধিনায়ক। কাল শেষ ওভারের প্রথম তিন বল থেকে দুই বাউন্ডারিতে ৯ রান নিয়ে আবু হায়দার রনি তেমনই শ্বাসরূদ্ধকর একটা সমাপ্তির ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পারলেন না তিনি। সিলেটের পেসার রুয়েল মিয়ার করা শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনআপে তানজিম হাসান সাকিবের হাতে ধরা পড়লেন রনি। সেই সঙ্গে খুলনা টাইগার্সের জয়ের সম্ভাবনাও শেষ হয়ে যায়।
টস জিতে খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সিলেটকে। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট। ১৫ রানে তারা হারায় দুই সেরা ব্যাটারকে। তৃতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ৭ রানে আউট হন সিলেটের ক্যারিবিয় ওপেনার রাহকিম কর্নওয়াল। ৫ বলে ১ বাউন্ডারির মারে ৪ রান করা কর্নওয়ালকে বোল্ড করে ফেরান পেসার আবু হায়দার রনি। এরপর ৪.২ ওভারে স্কটিশ জর্জ মুন্সিকে (৭ বলে ২ রান) বোল্ড করেন নাসুম আাহমেদ। শুরুতে দুই উইকেট হারিয়ে দিশেহারা সিলেটকে ম্যাচে রাখেন আরেক ওপেনার রনি তালুকদার। দারুণ ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করেন তিনি। অবশ্য ১৫তম ওভারের তৃতীয় বলে দলীয় ১২১ রানে আউট হয়ে যান রনি। আবু হায়দার রনির বলে জিয়াউর রহমানকে ক্যাচ দিয়ে ফেরার আগে দলীয় সংংগ্রহে মূল্যবান ৫৬ রান যোগ করেন রনি তালুকদার। তার ৪৪ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছয়ের মার ছিল। রনি তালুকদার আউট হলেও তার সঙ্গি উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান ছিলেন বিধ্বংসি। খেলেন ৪৬ বলে ৭৫ রানের অপরাজিত এক ইনিংস। যার সুবাদে দুইশ’র কাছাকাছি যেতে পেরেছে সিলেট। জাকিরের ইনিংসে ছিল ৩ চার ও ৬টি ছক্কার মার। তার অপর সঙ্গি আমেরিকান ব্যাটার অ্যারন জোন্সও ছিলেন বিধ্বংসি। অবশ্য ১৭তম ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান জোন্স। তিনি দলীয় ১৫০ রানে জিয়াউর রহমানের শিকার হয়ে ফেরার আগে করেন ৬ বলে ৩ ছক্কার মারে ২০ রান। অধিনায়ক আরিফুল হক ১৩ বল খেলে ১টি করে চার ও ছক্কার মারে ২১ রানে অপরাজিত থাকেন। খুলনার আবু হায়দার রনি ২৫ ও জিয়াউর রহমান ৩৯ রানে পান ২টি করে উইকেট।
জয়ের জন্য ১৮৩ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা টাইগার্স। চতুর্থ ওভারের শুরুতে দলীয় ১৭ রানের মাথায় ৯ বলে ২২ চারের মারে ১১ রান করে বিদায় নেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ। পরের ওভারে ইমরুল কায়েস আউট হন মাত্র ২ (৩ বল) রান করে। দারবিশ রাসুলি ৮ বলে ১৫ রান করে বিদায় নেন রিসি টপলির হাতে রিটার্ন ক্যাচ দিয়ে। মেহেদী হাসান মিরাজও করেন ১৪ বলে ১৫ রান। ১৪তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৯৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ওপেনার উইলিয়াম বোসিস্তো। ৪০ বলে ৫ চারের মারে সর্বোচ্চ ৪৩ রান করা বোসিস্তোকে ফেরান ইংলিশ পেসার রিস টপলে। এররপর মোহাম্মদ নওয়াজ চেষ্টা করেন ঝড় তোলার। কিন্তু ১৮ বলে ৩ চার ও ২২ ছক্কায় ৩৩ রান করে আউট হয়ে যান তিনি। ১৬ বলে ২৮ রান করে রান আউট হন মাহিদুল ইসলাম অঙ্কন। রান আউট হন জিয়াউর রহমানও। তিনি করেন ৫ বলে ৪ রান। আর ৬ বলে ৩ বাউন্ডারিতে ১৪ রান করে আউট হন আবু হায়দার রনি। সিলেটের হয়ে তানজিম সাকিব ৪৫, রিসি টপলি ৪৫ ও রুয়েল মিয়া ২৮ রান খরচায় পান ২টি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান জাকির হাসান।
ঘরের মাঠে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড